আমার লেখা কবিতা "তোমার আমার স্মৃতি" (Poem of my writing "my memory of you")||(১০% লাজুক খ্যাকের জন্য) by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • তোমার আমার স্মৃতি
  • ৩০, সেপ্টেম্বর ,২০২২
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


প্রতিটি মানুষের জীবনে অনেক স্মৃতিময় কাব্য গল্প লুকিয়ে আছে। প্রিয় মানুষের নিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে। যেগুলো নিজের অনুভূতির মাধ্যমে নিজেকে সাড়া দেয় । সেই অনুভূতি সেই আশা সেই আকুতি মিনতি যেটা স্মৃতি বিজড়িত হয়ে অতীত হিসেবে থেকে যায় । জীবনে কিছু অপেক্ষার মানুষকে নিয়ে স্মৃতি বিজড়িত ঘটনা থাকে। যেগুলো শুধুই অতীত কখনো ফিরে পাওয়া যায় না কখনো ভুলে যাওয়া যায় না। সত্যিই সেই স্মৃতিগুলো জীবনের প্রতিটি মুহূর্তে হৃদয়কে শুধু কাঁদায়। প্রিয় মানুষ থেকে দূরে থাকলে তার প্রতি ভালোবাসা এবং অনুভূতি বারবার প্রকাশ পায়। যেই স্মৃতিগুলো বার বার ভেসে ওঠে তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত। স্মৃতিময় মুহূর্তটা বারবার মনে করিয়ে দেয় যেটা কখনো ভুলবার নয়। আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগবে।

sunset-2169751__480.jpg

Source

তোমার আমার স্মৃতি

তুমি যখন দাঁড়িয়ে থাক জানালার ধারে
আমি তখন বসে থাকি মেঘনা নদীর পাড়ে;
তুমি যখন আকাশ দেখে খোঁজো আমাকে
আমি ভাবি, নদীর স্রোতে দেখবো তোমাকে।
মেঘলা নদী, মেঘলা আকাশ, মেঘলা চারপাশ,
তোমার কন্ঠে গান শুনতে করছি হা হুতাশ।
স্রোতের কন্ঠে গান,
যেন তোমার নকল কন্ঠখানা!
নদী যখন ঘুমিয়ে পড়ে আমায় একা রেখে
আমি হাসি নীরব নদীর নীরাবতা দেখে।
সকাল হয়, নদী জাগে
মুখটা আমার বীভৎস হয়,সৃষ্টি হওয়া রাগে!
রাগের সাথে মিষ্টি সকাল,
সাথে থাকবে তুমি ;
হাজার বছর মেঘনা রবে
আমার কাছে দামি।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 2 years ago 

কবিতার নামটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে কিছু কিছু অতীত নিয়েই আমাদের সামনের পথ গুলো চলতে হয়। সবার জীবনেই হয়তো এমন কিছু অতীত থাকে। আপনার কবিতাটি পড়ে আসলেই খুব ভালো লাগলো। প্রত্যেকটি লাইন খুব সুন্দর ভাবে লিখেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ আপু চেষ্টা করি সুন্দর কিছু লিখে আপনাদের মাঝে তুলে ধরার যেটা আপনার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনজনকে নিয়ে অনেক ভাবনাই মাথআয় আসে কিন্তু সবাই তার কাব্যিক রূপ দিতে পারে না।আপনি কাব্যিকরূপ দিতে সক্ষম। সেই জন্য আপনাকে অভিনন্দন। তবে লেখার ছন্দ টা এত সুন্দর এগোচ্ছিলো যে মনে হচ্ছিল আরো পড়ি। আরেকটু বড় করে লিখতে পারতেন। ভালো হত আরো!

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপনজনকে নিয়ে ভাবনায় এবং নিজের অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই সবার জীবনের স্মৃতিময় কাব্য গল্প একটা একটা আছেই ৷ কারো কারো জীবনে সেটা সফলতা হলেও অনেক জনের জীবনে সেটা সফলতা পায় না ৷
আর তখন সেটা সারা জীবনের জন্য স্মৃতিময় হয়ে থাকে ৷ যেটা কখনো ভুলে যাওয়া নয় ৷

আর আপনি এই নিয়েই অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ তোমার আমার স্মৃতি যেখানে শুধু মনে পরে দুজনে মিলে একসাথে কাটানো মুহূর্ত গুলো ৷
যা হোক ভাই চমৎকার ছিল কবিতাটি ৷

 2 years ago 

প্রত্যেকটা মানুষের জীবনে কাব্যিক গল্প থাকে যেটা সফল এবং ব্যর্থতা দুটোর মধ্যেই বিদ্যামান সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95745.34
ETH 2808.33
SBD 0.67