সাদা কালো কচ্ছপের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ4 months ago

Picsart_24-10-21_14-13-41-533.jpg

কচ্ছপের ম্যান্ডেলা আর্ট


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার সিম্পল একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো ৷ আসলে মাঝে মাঝে টুকটাক আর্ট করতে বেশ ভালোই লাগে আমার ৷ যদিও এসব বিষয়ে আমি শূন্য ৷ তবুও এই প্ল্যাটফর্মে কাজ করার সুবাদে মাঝে মাঝে সিম্পল ম্যান্ডেলা আর্ট গুলো করার চেষ্টা করি ৷ কিছু দিন আগে একটি কচ্ছপের ম্যান্ডেলা আর্ট করেছিলাম ৷ আর্টটি আপনাদের মাঝে শেয়ার করা হয়নি ৷ তাই আজ চলে আসলাম সেই আর্টটি আপনাদের মাঝে তুলে ধরতে ৷ সাদা কালো ভাবেই আমার ক্ষুদ্র চেষ্টায় কচ্ছপের ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ করেছি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার আর্টের ধাপ গুলো দেখে আসা যাক...



কচ্ছপের ম্যান্ডেলা আর্ট


প্রয়োজনীয় উপকরণঃ

  • আর্ট খাতা ,
  • পেন্সিল ,
  • রুল কম্পাস ,
  • রাবার এবং
  • সাইন পেন ৷

আর্টের ধাপঃ


IMG20241021131005_00.jpg

IMG20241021131845_00.jpg


কচ্ছপের ম্যান্ডেলা আর্ট করার জন্য শুরুতে আমি কচ্ছপের প্রতিচ্ছবি এঁকে নিয়েছি পেন্সিল এরপর পেন দিয়ে ৷


IMG20241021133207_00.jpg

IMG20241021134117_00.jpg


কচ্ছপের ছবি এঁকে নেওয়ার পর আমি ম্যান্ডেলা ডিজাইন করার চেষ্টা করেছি ৷


IMG20241021134925_00.jpg

IMG20241021135507_00.jpg


বিভিন্ন ম্যান্ডেলা ডিজাইনের মাধ্যমে আর্টটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ৷


IMG20241021140006_00.jpg

IMG20241021140217_00.jpg


ধীরে ধীরে আম্ কচ্ছপের উপরে ম্যান্ডেলা ডিজাইন সম্পূর্ণ করি ৷ এরপর পা এবং মাথায় সমান্য ডিজাইন এঁকে নিই ৷


IMG20241021140413_00.jpg

IMG20241021140717_00.jpg


শেষমেশ আমার এই কচ্ছপের ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ হয় ৷ এরপর কিছু ফটোগ্রাফি করে নিই ৷


IMG20241021140725_00.jpg

IMG20241021140739_00.jpg


কচ্ছপের ম্যান্ডেলা আর্ট


IMG20241021140824_00.jpg

Picsart_24-10-21_14-12-42-088.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ ম্যান্ডেলা আর্ট
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 22 Oct 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 4 months ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর কচ্চোপের আর্ট করতে দেখে। এক কথায় বলতে গেলে দারুন দক্ষতার সাথে আপনি এই আর্টের কাজ সম্পন্ন করেছেন। দেখে বেশ ভালো লেগেছে আমার।

 4 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 4 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। সাদা কালো কচ্ছপের ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। আপনার এই আর্ট খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 4 months ago 

ভাইয়া আজ আপনি কচ্ছপের একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলাটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ম্যান্ডেলাটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। সুন্দর ম্যান্ডেলা অংকনের পদ্ধতি বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে

 4 months ago 

আমার কাছে ম্যান্ডেলা আর্ট গুলো একটু বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাদা কালো কচ্ছপের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট করা কচ্ছপের ম্যান্ডেলা আর্ট টি অনেক বেশি সুন্দর লাগছে। আপনি খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন।

 4 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 4 months ago 

খুবই চমৎকার একটি চিত্রকর্ম দেখলাম। Finding Nimo নামে একটা এনিমেশন মুভির কচ্চপটার কথা মনেপড়ে গেল দেখে। খুবই ভালো লেগেছে আমার এই চিত্রকর্মটি।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 4 months ago 

ভাইয়া আমার কাছে সিম্পল আর্ট গুলো বেশি ভালো লাগে। এগুলো যদি একটু ধৈর্য ধরে সুন্দরভাবে করা যায় তাহলে খুব সুন্দর লাগে দেখতে। আপনি যদিও আর্ট করতে পারেন না তার পরেও আজকের আর্ট অসাধারণ হয়েছে। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার আজকের আর্ট দেখে। ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 4 months ago 

সাদা কালো কচ্ছপের ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার অংকন করা ম্যান্ডেলা আর্ট দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর চিত্র অঙ্কন করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়।

 4 months ago 

আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে

 4 months ago 

সত্যি প্রশংসা করতে হয় আপনার এত সুন্দর দক্ষতা কে। এভাবে চিকন দাগ টেনে টেনে কচ্ছপের আকৃতি দেওয়া বেশ কঠিন। তবুও সে কঠিন কাজ সম্পন্ন করেছেন আপনি। দেখে খুবই ভালো লাগলো আমার।

 4 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 4 months ago 

কচ্ছপের ম্যান্ডেলা আর্ট টা ভীষণ সুন্দর হয়েছে ভাইয়া। বেশ ভালো লাগলো আপনার এই ম্যান্ডেলা আর্ট দেখে। ছোট ছোট ডিজাইন গুলো খুব নিখুঁতভাবে আর্ট করেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67