Rag Day- এর সেই ঐতিহাসিক ড্যান্স🤣

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 13 December,2022
আজ ২৮ অগ্রহায়ণ,,১৪২৯ বঙ্গাব্দ

FB_IMG_1660945477651.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


আজকে সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে হুট করে নিরব একটা ভিডিও দেখায় সবাইকে।সবাই আবার বেশ আগ্রহ নিয়ে দেখতেছে ও কিন্তু আমি দুর থেকে দেখতে পাচ্ছি না বলে এক পাশে বসে মোবাইল চলতেছি।আর ওরা সবাই মিলে বেশ মজা নিচ্ছে,সেকি হাসি আর আমার দিকে তাকায় খিল্লি উড়াচ্ছে।আমি অবশ্য এসবের কিছুই বুঝতেছি না তখন, পরে নীরবের কাছ থেকে ফোনটা নিয়ে দেখি ওরা আমার ভিডিওই দেখছে আর হাসছে।যাইহোক এতক্ষণ ওদের বাসার কারণটা বুঝে একটা মৃদু হাসি দিয়ে সবাইকে বললাম ধুর বেটারা।


এই ভিডিওটা করেছিল আমাদের rag day এর সময়।কলেজে উদযাপন করে শেষে ঘুরতে গেছিলাম দিনাজপুরের সুখ সাগরে।তো ওখানে কি সবাই নাচানাচি এটা সেটা করতেছে।তো একপর্যায়ে নাচানাচি শেষ করে সবাই বসে আছে গল্প করছে
আর এই ফাঁকে আমি সাউন্ড বক্সে লাগায় দিলাম বকুল ফুল গান।আর ওইসময় সাউন্ড বক্সে গানটা শোনার এক অন্যরকম অনুভূতি হচ্ছিল।ওইসময় মনে হচ্ছে আমি কোনো লাইভ কনসার্টে আছি আমি আর আমার সামনে আছে জলের গান ব্যান্ড আর ভোকাল রাহুল আনন্দ দাদা তার নিজে অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে স্টেজে সবার সামনে দাড়িয়ে গাচ্ছে।এমন একটা ইমাজিনেশন করতেই নিজেকে আর সামলায় রাখতে পারলাম না।একাই একাই কনসার্ট এর মতন করে গলা ছেড়ে গাচ্ছিলাম আর তালে তাল মিলাচ্ছিলাম আর এইটা যেনো লাইভ কনসার্টে অ্যাটেন্ড থাকার মতো সুন্দর।


আর এই ফাঁকে কে যেনো আবার ভিডিও করে বসে আছে কিন্তু আমি তার কিছুই জানি না।যাইহোক সবাই বসেছিল কিন্তু এদিকে আমি একাই গ্যালারি কাপাচ্ছিলাম আবার সাথে নীরব ও ছিল কিন্তু ওর ওইখানে থাকা জাস্ট শো অফ ছিল।আবার পাশে দুইটা মেয়েও ছিল যদিও বা ওরা আমাদের জুনিয়র ছিল কিন্তু আমাদের আমন্ত্রণ রক্ষায় তারা ঘুরতে এসেছিল।যাইহোক এদিক সেদিক তাকানোর সময় আমার নাই আমি এখন কনসার্ট এ আছি এখন শুধু গান হবে।আর চাইলে আপনারাও ভিডিওটা দেখতে পারেন বেশ মজা পাবেন 😁।


ভিডিও:


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


যাইহোক আজকের মত এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী পোস্টে অন্যকোনো টপিক নিয়ে অন্যকোনো ব্লগে,সবাই ভালো থাকবেন।



8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমি এই সমাজের তথাকতিত সকল নিয়ম এর ঊর্ধ্বে।আমি কেবল আমার সত্তায় বিশ্বাস করি,আর বুক ভরা সাহস নিয়ে পথ চলি।একদিন এই ঘুনে খাওয়া সমাজের পরিবর্তন আমার মত কারো হাত ধরেই হবে এটাও আমি জানি।সেদিন সকল পরাধীনতার শিকল ভেঙ্গে আমি উড়বো মুক্ত নীল আকাশে,তখন লোকে কি বলে বলুক কিছুই যায় না আসে মোর তাতে।আজ শুনেছি আমি বিজয়ের গান,আমি পেয়েছি নতুন আহ্বান।আজ মুক্ত আমি বাঙালি হয়ে বাংলাই আমার প্রাণ।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 2 years ago 

টেক্সটগুলো পড়েই বুঝতে পারছিলাম আপনার আনন্দের সীমা ছিল না, ভিডিওটা দেখে তারও বেশী ভাল লাগল হালকা-পাতলা ডান্স করছিলেন ভালো ছিল, হাহাহা।

 2 years ago 

আসলে আমি পুরায় কনসার্ট এর ভাইব নিচ্ছিলাম এই জন্যে শরীর অটোমেটিক দুলতেছিল।😅

 2 years ago 

rag day এর বিভিন্ন রকম উদযাপন দেখেছি এবং rag day তে রঙের ছোড়া ছুড়ি ও অনেক দেখেছি। তবে এই প্রথম ডান্স দেখলাম এবং বেশ চমৎকার হয়েছে আপনাদের ডান্সটি। আর ডান্স করার জন্য যে জায়গাটি বেছে নিয়েছেন সেটাও অনেক দারুন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে সেরকম ডান্স তো করি নাই ভাই।জাস্ট কনসার্ট এ অ্যাটেন্ড থাকলে যেমন অনুভূতি হয় ওটাই প্রকাশ পেয়েছে।😅

 2 years ago 

এতদিন তো আপনার গান শুনেছি কিংবা কবিতা আবৃত্তি শুনেছি। আজকে আপনার নাচ দেখে তো আপনার আরও একটি নতুন প্রতিভা সম্পর্কে জানতে পারলাম। সত্যি ভাইয়া মনের আনন্দে দারুন নেচেছেন আপনি। আসলে জীবনের খুশি গুলো হয়তো একটা সময় হারিয়ে যায়। তাই সময়গুলোকে উপভোগ করাই শ্রেষ্ঠ। নিজের প্রতিটি সময় এভাবেই উপভোগ করুন ভাইয়া। ভালো লাগবে।

 2 years ago 

বলেন কি আপু😅😁🤗

আসলেই আপু মনের আনন্দে একটু গা নাড়িয়েছি একটু।আর আসলেই এই দিনগুলোর কথা মনে পড়লে এখন বড্ডো খারাপ লাগে😥।

 2 years ago 

আচ্ছা রাগ ডে মানে কি র‍্যাগিং ডে? আমি যদিও র‍্যাগিং ফিল করিনি।কারন কলেজে রেগিং হয়নি আর ইউনিভার্সিটিতে করার সুযোগ পায়নি।কারণ সেখানেও আমি একটু দেরিতে এডমিশন নিয়েছিলাম বলে। আপনাদের ভিডিওটা দেখে মনে হচ্ছে বেশ ভালই আনন্দ করেছেন।যদি রাগ ডে মানে আমি বুঝলাম না।তবুও ডান্স দেখে খুব মজা পেলাম।

 2 years ago 

বছরের যে কোন দিনে শিক্ষার্থীদের উদযাপনের অনুষ্ঠানকে সাধারণত “র‍্যাগ ডে” বা Rag Day বলা হয়ে থাকে। স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনের শেষ দিনে শিক্ষার্থীরা এই দিনটিকে পালন বা উদযাপন করে থাকে।

যাইহোক আপনার জন্যে সমবেদনা রইল,আপনি এই দিনটা বেশ মিস করেছেন😁।

 2 years ago 

Rag Day খুব স্বরনীয় একটি দিন। এই দিনে শুরুতে অনেক মজা হয়, কালচারাল প্রোগ্রাম হয়, কিছু বিদায় ভাষণ থাকে, শেষের দিকে কান্না বা বিষন্নতা কাজ করে। কারণ ওই দিনের পর অনেকের সাথেই অনেকের দেখা আর নাও হতে পারে। আপনি rag day তে খুব মজা করেছেন আপনার লেখা পড়ে বুঝলাম। বকুল ফুল গানের একদম পারফেক্ট ড্যান্স দিয়েছেন ভাইয়া। খুব মজা নিয়ে নাচছেন দেখলাম।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একদম ভাই,এই দিনটা আমার জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে।আর আমি মোটেও নাচতে পারি না, জাস্ট গানের সাথে শরীর টা নাড়াচ্ছিলাম এই যা 🤣।

 2 years ago 

বুঝা যাচ্ছে ভাই আপনি অনেক অনেক আনন্দ করেছেন। আবার স্টেজ কনসার্ট শো করেছেন। ভালোই কাটছিল সেই দিনটি।

 2 years ago 

স্টেজ কনসার্ট আবার কই করলাম🧐।
আমি তো বললাম ঐরকম একটা ইমাজিনেষণ তৈরি হয়েছিল আমার ভিতর যার কারণে এমন করে ডান্স দিয়েছি।😅

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 81820.35
ETH 1776.28
USDT 1.00
SBD 0.67