“স্টিমিট ও আমার বাংলা ব্লগ নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা” || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 07 March,2022
আজ ২২ই ফাল্গুন,১৪২৮ বঙ্গাব্দ


20220307_230107.jpg

image source made by pixelLab

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


প্রায় অনেক দিন তো হয়ে গেল এই প্লাটফর্মে কাজ করছি। এবং বেশ স্বাচ্ছন্দ উপভোগ করছি এই প্লাটফর্মে কাজ করতে পেরে।আসলে স্টিমিট এ আমার বাংলা ব্লগ এ কাজ করা যে কতটা সৌভাগ্যের ব্যাপার সত্যিই এখন বুঝতে পারছি। এখানে নাই কোন জাতিগত ভেদাভেদ নাই কোন ধর্মগত ভেদাভেদ এখানে আমাদের শুধু একটাই পরিচয় আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলি। আর এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছি সবার সাথে হাতে হাত রেখে একটা পরিবারের মত হয়ে। এই পরিবারের প্রত্যেকটা মেম্বারের সাথে যেভাবে আন্তরিক ও মিশে গেছি চাইলেও খুব সহজে এখন ছেড়ে যেতে পারবো না। তাইতো লক্ষ ঠিক করে ফেলেছি এই প্ল্যাটফর্ম নিয়ে বহুদূর এগিয়ে যাওয়ার।


natural-reserve-g8c35776c6_1920.jpg

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


আসলে লক্ষ ছাড়া কখনই গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়, যদি লক্ষ্য ঠিক রেখে সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া যায় তবেই সাফল্য অর্জন করা সম্ভবপর হয়। আর আমি যখন স্টিমিট সম্পর্কে জানতে পারি ও “আমার বাংলা ব্লগ” সম্পর্কে জানতে পারি তখন আমি ব্লকচেইন কিংবা ক্রিপ্টোকারেন্সি এগুলোর কিছুই জানতাম না। আমি যখন আমার বন্ধুর কাছ থেকে শুনেছিলাম ব্লগিং করে এভাবে টাকা ইনকাম করা যায় আমি মোটেও বিশ্বাস করিনি। তার কথা ভুল ভেবে কোন গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিয়েছিলাম। পরে যখন এখানে এসে কাজ করা শুরু করলাম এবং নিজেই টাকা উপার্জন শুরু করলাম তখন আমার ভুলটা ভাঙ্গে। এরপর একে একে জানতে শুরু করলাম ব্লকচেইন বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি এবং সেই সাথে স্টিমিট। এবং এগুলো জানার নেপথ্যে দারুন ভূমিকা রেখেছে @abb-school এর সেই ক্লাসগুলো।@abb-school এর সেই ক্লাসগুলো নিয়মিত করেছিলাম এবং পাশাপাশি অনেক ভিডিও টিউটরিয়াল দেখতে লাগলাম এবং এখন এই বিষয়গুলো একদম পরিষ্কার আমার কাছে। ব্লকচেইন কিংবা আমার বাংলা ব্লগের এই উজ্জ্বল ভবিষ্যৎ সত্যিই আমাকে অভিভূত করছে এবং আমি চাই এই প্লাটফর্ম গুলোর মাধ্যমে নিজের সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করা।


bulletin-board-gb5858aff7_1920.jpg

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


স্টিমিট এমন একটা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেখানে নিজের মনের ভাব প্রকাশ করে ব্লগিং করে ইনকাম করা যায় এর থেকে আর বড় কি হতে পারে। আর এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আগ্রহী করে তুলেছে। যেখানে একসাথে আমি ইনকাম করতে পারছি আবার সেই সাথে নিজের কাজটিকে উপভোগ করছি এর থেকে স্বাচ্ছন্দ্যময় কাজ আর কি হতে পারে। স্টিমিট এর থেকেও আরো অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া রয়েছে সন্দেহ নাই তাতে। কিন্তু সেই সোশ্যাল মিডিয়া গুলো কি করছে বরং আমাদেরকে ব্যবহার করে আমাদের মূল্যবান সময় গুলোকে নষ্ট করে এক অদূর অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে নিজেদের পেট পুজো করছে। আর এই স্টিমিট আমাদেরকে বাড়িয়ে দিয়েছে এক সুন্দর ভবিষ্যতের হাতছানি। যেখানে ব্লগিং করে আর্নিং করা যাচ্ছে অর্থ।আর এই সুযোগটাকে আরো একধাপ বাড়িয়ে দিয়েছে “আমার বাংলা ব্লগ”। যেখানে নিজের ভাষায় নিজের মনের অব্যক্ত কথাগুলো উজাড় করে দিয়ে উপার্জন করছি কিছু অর্থ। যেমন আমি আমার নিজের একটা উদাহরণ দেই আপনাদের: এই করোনার সময়ে লকডাউন গেল সেই সময়ে আমি প্রচুর পরিমাণে গেমে আসক্ত হয়ে পড়ি। এত পরিমান গেমে আসক্ত ছিলাম যে গেম ছাড়া কোন কিছু কল্পনাই করতে পারতাম না। সারাদিন গেম খেলতাম আর সোশ্যাল মিডিয়ায় নিউজ ফিডে হাঁকাহাঁকি করতাম। তাতে কি হয়েছে আমার! বরং আমার মূল্যবান সময়গুলোই কেবল নষ্ট হয়েছে। অথচ আমি এই প্ল্যাটফর্ম এর কথা তখন থেকেই জানতাম আমার বন্ধুর মাধ্যমে তখন তারা আমাকে বলেছিল এখানে কাজ করতে।কিন্তু আমি এতই আসক্ত ছিলাম যে এখানে সময় এই দিতে পারিনি। এবং পরে যখন কলেজ খুলল আমরা একসাথে হলাম তাদের দেখাদেখি আমিও কাজ করা শুরু করলাম আর আজকে গেম ছেড়ে এই কাজেই আমি ব্যস্ত কারণ জানি আমি বুঝে গেছি ওগুলো শুধু সময়ই নষ্ট ওগুলোতে কোনো ভবিষ্যত নেই। তাই তো নিজের মূল্যবান সময় টাকে হেলায়-ফেলায় এদিক-সেদিক না কাটিয়ে কাজে লাগাতে চাই আমি এই সুন্দর একটি প্লাটফর্মে এবং সাজিয়ে নিতে চাই নিজের সুন্দর ভবিষ্যত টাকে।


question-g2f65dbd18_1280.png

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


আমার লক্ষ আছে একদিন এখানে কাজ করে অনেকগুলো পাওয়ার আমি আমার নিজের ঝুলিতে রাখতে সক্ষম হব। এবং যেদিন আমি এটি করতে পারব সেইদিনই মনে করব আমি সফল। তাই তো নিজের পাওয়ার বাড়ানোর লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমি। তবে কিছু প্রতিবন্ধকতা ও থাকে কারণ আমরা মধ্যবিত্ত আমরা ছাত্র। পড়াশোনার খরচ চালানোর জন্য বাবা-মা প্রায় হিমশিম খায় তাই মাঝে মধ্যে নিজের খরচটা নিজে চালাই। আর নিজের খরচ নিজের চালানোর মধ্যে যে কি আত্মতৃপ্তি কেবল যারা নিজের খরচ নিজের চালায় তারাই বুঝে।তবে আমি বিশ্বাস করি আমার লক্ষ্য ও দৃঢ়তা যদি সঠিক থাকে নিশ্চয়ই আমি আমার কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতে পারবো। আর আমি চোখ বুঝলেই সেই অদূর ভবিষ্যতের ঝলমলে দিন গুলো দেখতে পারি,কি যে ভালো লাগে ভাবতেই বলে বুঝানোর মতো না। আমার বিশ্বাস একদিন না একদিন এই ”স্টিমিট” প্ল্যাটফর্ম এবং “আমার বাংলা ব্লগ” সারাবিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করবে। তখন মানুষ সেই ছলনাময়ী সোশ্যাল মিডিয়া গুলো ত্যাগ করে এখানেই ফিরে আসবে নিজের উজ্জ্বল ভবিষ্যতের খোঁজে।



আজকের মতো এখানেই শেষ করছি আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আশা করছি আপনারাও আপনাদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাবেন উজ্জ্বল ভবিষ্যতের দিকে। সবার প্রতি অনেক ভালোবাসা রইল ভালো থাকবেন সবাই।



ধন্যবাদ🌿




8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমার পরিচয় :

প্রথমত আমি একজন বাঙালি।এবং দ্বিতীয় আমি একজন আমার বাংলা ব্লগ এর নিবেদিত সৈনিক।আপাতত এতটুকুই অর্জন করতে পেরেছি। তারপরেও যদি বলতে হয় আমি একজন ছাত্র এবং শিক্ষানবিশ হিসেবে সবার কাছ থেকেই শিখছি।সেই সাথে আমি স্বাধীন চেতা ভাবুক শ্রেণীর একজন ব্যাক্তি।নিজের চিন্তা ভাবনা গুলোকে ব্লগে প্রকাশ করার এক অনন্য প্লাটফর্ম পেয়ে আজ আমি গর্বিত।সবসময় নিজেকে আবিষ্কার করি ভিন্ন এক রূপে আর নিজের আবিষ্কার গুলো প্রকাশ করি আপনাদের সামনে।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 3 years ago 

আমাদের ব্লক চেইন বিষয়ে জানতে abb-school এর ক্লাস গুলো সব থেকে বড় ভূমিকা রেখেছে।স্টিমিট নিয়ে আপনার পরিকল্পনা শুনে খুব ভালো লাগলো ভাই।নিজের খরচ নিজে চালানোর মধ্যে এক ধরনের শান্তি কাজ করে একদম ঠিক বলেছেন ভাই।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য।

 3 years ago 

জি ভাইয়া তাতো অবশ্যই। আর এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

একদমই ঠিক কথা বলেছেন ভাই।আপনার পোস্ট পড়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।
আপনি খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 
খুবই সুন্দর লিখছেন ভাই। এটা একদমই সত্য মমধ্যবিত্ত মানেই দায়িত্ব আর দায়িত্ব। বাবা মা আর কয়দিন দিবে নিজেকেই কিছু করে নিজেকে চালাতে হবে। আর কোনো কাজের সাথে লেগে থাকলে সফলতা আসবেই হোক দুইদিন আগে আর পরে। শুভকামনা আপনার জন্য।
 3 years ago 

জি ভাই সেটাই করছি আসলে কথায় আছে না একটা জিনিসে লেগে থাকলে সফলতা একদিন না এক দিন আসবেই। আর ওই কথা খেয়ে মূলমন্ত্র বানিয়ে এখনো লেগে আছে। আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি স্টিম সম্পর্কে মনের অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করলেন। আপনার পরিকল্পনা সুদুরপ্রসারী। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাই।

 3 years ago 

আসলে এখানে কাজ করতে গেলে সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছাড়া টিকে থাকা মুশকিল। তাই তো নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সুদূর প্রসারী পরিকল্পনা করেছি। ধন্যবাদ আপনাকে পাশে থেকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

দারুন লিখেছেন। আসলেই আমাদের মূল্যবান সময় অযথা নষ্ট না করে কাজে লাগানো উচিত। যেখানে প্রতিভা বিকাশের সঙ্গে সঙ্গে অর্থ আয়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ আছে। আর এক্ষেত্রে আমার বাংলা ব্লগ একেবারেই আদর্শ। প্রার্থনা রইলো আমার বাংলা ব্লগের সঙ্গে সুন্দর হোক আপনার পথ চলা।

 3 years ago 

একদম যথার্থ বলেছেন। এজন্যই তো আমি এখন অযথা সময় নষ্ট না করে নিজের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার।

 3 years ago 

স্টিমিট এবং আমার বাংলা ব্লগ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার শুনে খুব ভালো লাগলো। পরিকল্পনামাফিক এগিয়ে চলে অবশ্যই সফলতা আসবেই। আমি দোয়া করছি আপনি আপনার উদ্দেশ্য পূরণ করুন। এদের সবারই সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জিয়াপুর সেই চেষ্টাই করছি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে এরকম উৎসাহ মূলক একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 83868.39
ETH 2101.34
USDT 1.00
SBD 0.63