🥣"রেষ্টুরেন্ট রিভিউ" মনোলোভা ক্যাফ এন্ড বার্বিকিউ🥣 || 10% for @shy-fox
🥀আসসালামু আলাইকুম🥀
সম্মানিত আমার বাংলা ব্লগ বাসি।সবাইকে জানাই আমার অন্তর এর অন্তর্স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা।আশা করি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন।আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি।
বন্ধুদের সাথে কাটানো একটি সুন্দর দিন আপনাদের সাথে শেয়ার করছি
বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত সবসময় সেরা হয়।তাই আমি @sagor1233 ও @ebrahim2021 প্রায়শই ঘুরতে বের হওয়া।ঘুরাঘুরি এর সাথে আড্ডা আর একটু খানা পিনা। তাই আমি সাগর আর ইব্রাহিম হুট করে একদিন ঘুরতে বের হই সাথে একটু ছোটভাই ও ছিলো। ঘুরাঘুরির মূল উদ্দেশ্যই ছিল খাওয়া-দাওয়া।
https://w3w.co/pigtails.weeded.sparrows
এরপর আমরা চারজন মিলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হই। রাস্তায় গিয়ে একটি অটো ঠিক করে প্রথমে দিনাজপুর মডার্ন মোড় এর উদ্দেশ্যে বের হই। দিনাজপুর মর্ডান মোড় যাওয়ার উদ্দেশ্য ছিল সাগরের ল্যাপটপ ঠিক করতে দেওয়া। এরপর সেখানে ল্যাপটপ ঠিক করতে দিয়ে বড় মাঠের উদ্দেশ্যে রওনা দেই। আসলে দিনাজপুরের বড়মাঠ হচ্ছে এমন একটি জায়গা যেখানে মানুষ অবসর সময় কাটানোর জন্য যায়। আমরাও সেখানে বসে আড্ডা দেই সবার কার্য্যক্রম উপভোগ করি।
https://w3w.co/pigtails.weeded.sparrows
এরপর আড্ডা দেওয়া শেষে আমরা চারজন একটু নাস্তা করার জন্য উঠলাম। আমরা সবাই মিলে বড়ো মাঠ এর দক্ষিণ পার্শ্বে মনোলোভ রেষ্টুরেন্ট এ প্রবেশ করি।এবং ভিতরে প্রবেশ এর পর সেখানকার মনোরম পরিবেশ দেখতে পাই।ভিতরটা পুরোটাই সবুজে আচ্ছাদিত ছিল সাথে ছিলো সুন্দর ডেকোরেশন ও দারুন লাইটিং এর কম্ব।সব মিলিয়ে পার্ফেক্ট একটি পরিবেশ ছিল।
https://w3w.co/pigtails.weeded.sparrows
এরপর মেনু দেখে খাবার অর্ডার করি।আমরা যে খাবারটি অর্ডার করেছিলাম সেটি হলো চিকেন তান্দুরি।সবার নাকি চিকেন তন্দুরি খাইতে ইচ্ছে করছিল তাই চিকেন তান্দুরিয় অর্ডার করা হয়।এবং চিকেন তন্দুরি এর সাথে বাটার নান ও সস অর্ডার করেছিলাম।এর কিছুক্ষণ পর সেগুলো টাটকা তৈরি করে আমাদের জন্য নিয়ে আসে।এবং সত্যিই বলতে চিকেন তান্দুরি টা অনেক সুস্বাদু ও সাথে বাটার নান টাও সুস্বাদু ছিলো।আর খাবার গুলো অনেক ফ্রেশ ছিলো।
https://w3w.co/pigtails.weeded.sparrows
খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নেই।এবং খাবার এর গুণগত মান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি।এবং সবাই অকপটে শিকার করে নেয় যে খাবার এর মান ভালো ছিল।একটি কথা বলে নেওয়া ভালো রেষ্টুরেন্ট টি করনার মাঝে বন্ধ ছিল এবং নতুন করে সেটি পুনরায় নতুন করে শুরু করে।এবং গল্পঃ শেষ হতে না হতেই আমাদের কফি চলে আসে এবং আমরা সবাই মিলে কফি পান করি।এবং বলতেই হয় কফির টেস্ট ও পরিবেশন অনেক সুন্দর ছিল।সব মিলায় বলা যায় খুব সুন্দর।
https://w3w.co/pigtails.weeded.sparrows
খাওয়া দাওয়া শেষে আমরা রেষ্টুরেন্ট এর বাইরের দিকে যাই।এবং সেখানে বসার জন্য ও ছোট বাচ্চাদের আনন্দ করার জন্য একটি সুন্দর জায়গা বানিয়ে রেখেছে।যা খুবই সুন্দর লাগছিল।এবং আমরাও সেখানে যাই গিয়ে আমাদের নিজেদের কিছু ফটোশুট করি।
ওয়াও!! সুন্দর একটি রেস্টুরেন্ট রিভিউ করেছেন। খাবার গুলো দেখে জিহ্বায় পানি চলে আসলো। সবাই মিলে খুব মজা করেছেন দেখছি। শুভকামনা রইল ভাইয়া।
ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য
বন্ধুদের সাথে কাটানো সময় গুলো সবসময়ই মনে রাখার মতো। বন্ধুরা সবাই মনোলোভা ক্যাফেতে বেশ ভালো সময় কাটিয়েছেন। এবং আপনার রিভিউ দেখে মনে হলো এদের খাবারের মান ভালো।
পোস্ট টা ভালো ছিল। দিনাজপুর কখনো গেলে এখানে যাব।
ধন্যবাদ ভাই😍
ভাই খাবার পরিবেশন দেখেই তো পুরাই টাসকি খেলাম।খুব আকর্ষনিয় লাগছিলো দেখতে।আপনার রেস্টুরেন্ট রিভিউ খুব সুন্দর হয়েছে।
আর খুব সুন্দর গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন।চিত্র গুলো খুব সুন্দর ছিল।আপনার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া