স্বরচিত কবিতা "স্বাধীনতা"
"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
প্রথমেই সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। শত বীরের রক্ত মাখা, শক্ত মায়ের অশ্রু গাথা আমাদের এই ইতিহাস তাই এই দিনটা আমাদের জন্য একটু বেশিই স্পেশাল। এই স্পেশাল দিনে ছোট্ট একটা কবিতা লেখার চেষ্টা করেছি। কবিতাটা লেখার পর কেনো জানি আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। আসলে অনেকদিন থেকে লেখালেখির সাথে সম্পৃক্ত নাই তো তাই শব্দচয়নে বেশ মুশকিলে পড়তে হচ্ছে। যাইহোক ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কবিতা:
স্বাধীনতা
ভোরের নতুন আলোয় উঠেছে খুশির জোয়ার
সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রচিত হলো এক নতুন ইতিহাস
নয় মাসের কালো আঁধার ঠেলে ফের উঠেছে নতুন সূর্য
চলো সবাই বিজয় মিছিলে চলো।
আজ আমি মুক্ত,খোলা আকাশে বিহঙ্গের মত উড়ি
আজ আমি স্বাধীন বীর বাঙালি হয়ে বাচি।
বিজয়ের নতুন আহ্বানে গেয়েছি নতুন গান
এই বাংলাই আমার প্রাণ,এই বাংলায় আমার গান।
রাত্রির অন্ধকারে আজ মুক্তির সমাবেশে
দাবিয়ে রাখতে পারে নি ওরা আমাদের
ছিনিয়ে এনেছি এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে
ভুলোনা কখনো তোমরা আমাদের এই স্বাধীনতা।
আমাদের এই স্বাধীনতা কোনো ছেলেখেলা নয়, এই স্বাধীনতা রক্তের বিনিময়ে কেনা। এই স্বাধীনতা শত মায়ের অশ্রু দিয়ে গাঁথা। কোনো অপশক্তি আমাদের দাবায় রাখতে পারে নি সেটা 71 এই হোক কিংবা তারও আগে আর তাইতো আমরা আজও বাংলায় কথা বলি স্বাধীন বাংলায় নিঃশ্বাস ফেলি। যাইহোক আর বেশি কথা বাড়াইতে চাই না আজকের মত এখানেই শেষ করছি। আশা করি কবিতাটা আপনাদের ভালো লাগবে। আর আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্যকোনো লেখা নিয়ে ততক্ষন পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি।
ভাইয়া আপনাকেও স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানাই। স্বাধীনতা দিবসকে ঘিরে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এমন কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি লাখো কোটি মানুষের রক্তের বিনিময়ে আমরা আজ এই স্বাধীনতা পেয়েছি। সেদিনও আমাদের কেউ দাবিয়ে রাখতে পারেনি আজও কেউ পারবে না। তার জন্যই আমরা আজ মুক্ত স্বাধীন ভাবে বাংলায় কথা বলতে পারি। আপনার এমন কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য।🖤🖤
প্রথমে আপনাকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সত্যিই এই স্বাধীনতা কোন ছেলে খেলা নয়। কত মায়ের বুক খালি হয়েছে এই স্বাধীনতা অর্জনের জন্য। আর কথা আছে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন। তাই স্বাধীন দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। আপনার এই কবিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনের পুরো বিষয়টি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় ব্যায় করে পোস্ট টি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।🙏
স্বাধীনতা কবিতাটি বেশ ভালো লিখেছেন।আসলেই বহুল অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা পেয়েছিলাম আমাদের এই স্বাধীনতা।প্রতিটি লাইন সহজ সাবলীল ভাষায় ব্যাখ্যা করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করেছি সহজসাধ্য ভাষায় স্বাধীনতা নিয়ে কিছু লেখার জন্য।যাইহোক আপনার মন্তব্য দেখে সার্থক মনে হলো।ধন্যবাদ আপনাকে।
স্বাধীনতা নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। যদিও এখন আমরা স্বাধীন কিন্তু এই স্বাধীনতা পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে। অনেক রক্ত ঝর হয়েছে আমাদের দেশের বীর সেনারা। আর তার জন্যই আমরা আজ মুক্ত স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি। আপনার কবিতাটি আর একটু বড় হলে পড়ে আরেকটু ভালো লাগতো। খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আসলে কবিতা বড়ো ছোট কোনো বিষয় না।খেয়াল করতে হবে কবিতার ভাবার্থ বা কবিতার গভীরতা কতটুকু। স্বল্প লেখাতেও অনেক কিছু প্রকাশ করা যায় আর আমি সেটাই করেছি।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।🖤
প্রথমেই আপনাকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। যদিও অনেকটা দেরি হয়ে গেছে শুভেচ্ছা জানাতে। আপনার লেখা স্বাধীনতা কবিতাটি আপনার কাছে খুব একটা ভালো না লাগলেও আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আমাদের এই স্বাধীনতা সত্যিই কোনো ছেলেখেলা নয় ।অনেক শত শত রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি সেই খুশির উল্লাস আর পরিশ্রম আপনি আপনার এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন।