ঠাকুরগাঁ হরিপুরের ভুতুড়ে রাজবাড়ীতে একদিন🤪 || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

today 29 January,2022
আজ ১১৯ই মাঘ,১৪২৮ বঙ্গাব্দ



"আমার বাংলা ব্লগ এ আপনাদের সকলকে জানাই আমার সালাম"


সম্মানিত সুধী আশা করি আপনারা সকলেই ভাল আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রেখে আজকেও শুরু করছি আমার আরেকটি নতুন পোস্ট।

গতকালের পোষ্টের আমি উল্লেখ করেছিলাম আমি ঘুরতে গিয়েছিলাম ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা। আসলে সেখানে আমার কাছের একজন বন্ধুর বাসা ছিল তার বাসায় ঘুরতে যাওয়া ছিল মূল উদ্দেশ্য। এবং সেই উছিলায় আশেপাশে দেখার মত যা ছিল সেগুলোও ঘুরে এসেছি।তার মধ্যে অন্যতম একটি ছিল হরিপুর রাজ বাড়ি। এবং সেই রাজবাড়ী ঘুরাঘুরির কিছু ছবি ও তথ্য আপনাদের মাঝে শেয়ার করব।

ভৌগলিক অবস্থান:


  • বাংলাদেশের উত্তর অঞ্চলের ঠাকুরগা জেলার হরিপুর উপজেলায় অবস্থিত এই রাজবাড়িটি। এবং ঠাকুরগাঁ থেকে প্রায় 30 কিলোমিটারের মত পথ পাড়ি দিয়ে যেতে হয়। এবং এই জমিদার বাড়িটি প্রায় 27 শতক জমির উপরে স্থাপিত। এবং জমিদার বাড়িটি বেশ পুরনো। যতদূর জেনেছি তা থেকে বলছি আনুমানিক চৌদ্দশ খ্রিস্টাব্দের দিকে তৈরি এই জমিদার বাড়িটি। বর্তমানে জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

নির্মাণ ইতিহাস:


  • ঘনশ্যামের পরবর্তী বংশধরদের একজন রাঘবেন্দ্র রায় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ আমলে হরিপুর রাজবাড়ির কাজ শুরু করেন। কিন্তু তাঁর সময়ে রাজবাড়ির সমস্ত কাজ শেষ হয়নি। রাঘবেন্দ্র রায়ের পুত্র জগেন্দ্র নারায়ণ রায় ঊনবিংশ শতাব্দীর শেষদিকে রাজবাড়ির নির্মাণ কাজ শেষ করেন। এসময় তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রাজা উপাধিতে ভূষিত হন।
    টুইটার থেকে সংগৃহীত নির্মাণ ইতিহাস

IMG_20220129_233214_448.jpg


ডিভাইস: মোবাইল
মডেল:realme narzo 30a
ইমেজ সোর্স:image source

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7nwAXXXa81mFytyZKZkP18iMHMFcYB39CvoQM7SpMhnZ9xvrpBhEHVAmPkvEMg...zeez681d5aQVfWpw1EpYfA8q66dgsTkrXpAu9HhJMcuReadeuU3UmHyYkdUDpugJ3u63igbpkzxwrFW66y9BCksfsN9ix8H4Zp4iYuA86tyawrTRDgRd3U8wkA.png


প্রথমেই আমরা জমিদার বাড়ীর প্রধান ফটকে চাই এবং দেখতে পাই বাড়িটি বেশ পুরনো এবং জরাজীর্ণ অবস্থা। দেয়ালে ছাতা পড়ে গেছে এবং দেয়ালে ফাটল দিয়ে গাছ বেড়ে উঠেছে অনেক। দেখে মনে হচ্ছে এ প্রত্নতত্ত্ব নিদর্শন দেখভাল এর জন্য সরকারি কোন পদক্ষেপ কিংবা স্থানীয় কোন পদক্ষেপ এই নেই। যে যেভাবে পারছে সেই বাড়িটির অপব্যবহার করছে। বাড়িটিকে দেখে মনে হচ্ছে কোন ভূতের বাড়ি কিংবা নেশাখোরদের আড্ডাখানা। এবং এই ব্যাপারটি আমাকে খুবই হতাশ করেছে।


IMG_20220129_233213_070.jpg

IMG_20220129_233211_684.jpg


ডিভাইস: মোবাইল
মডেল:realme narzo 30a
ইমেজ সোর্স:image source

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7nwAXXXa81mFytyZKZkP18iMHMFcYB39CvoQM7SpMhnZ9xvrpBhEHVAmPkvEMg...zeez681d5aQVfWpw1EpYfA8q66dgsTkrXpAu9HhJMcuReadeuU3UmHyYkdUDpugJ3u63igbpkzxwrFW66y9BCksfsN9ix8H4Zp4iYuA86tyawrTRDgRd3U8wkA.png


এরপর আমরা সিঁড়ি দিয়ে ওপরে গেলাম এবং উপরের ও ওই একই অবস্থা বেহাল দশা। ভাঙ্গাচুরা সবকিছু। তবে উপরে উঠে লক্ষ্য করলাম দোতারার রুমগুলোতে হয়তো কোন পরিবার থাকে। যাইহোক উপর থেকে রাজবাড়িটি দেখতে বেশ ভালই লাগছিল। এবং নিচের দিকে একটু লক্ষ করলেই দেখতে পেলাম নিচে ছোটখাটো একটি নর্দমা হয়ে গিয়েছে।


IMG_20220129_233135_626.jpg

IMG_20220129_233137_061.jpg

IMG_20220129_233222_928.jpg

IMG_20220129_233218_537.jpg


ডিভাইস: মোবাইল
মডেল:realme narzo 30a
ইমেজ সোর্স:image source

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7nwAXXXa81mFytyZKZkP18iMHMFcYB39CvoQM7SpMhnZ9xvrpBhEHVAmPkvEMg...zeez681d5aQVfWpw1EpYfA8q66dgsTkrXpAu9HhJMcuReadeuU3UmHyYkdUDpugJ3u63igbpkzxwrFW66y9BCksfsN9ix8H4Zp4iYuA86tyawrTRDgRd3U8wkA.png


উপরের দিকে রুমগুলো ঘুরতেছিলাম আর কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করছিলাম কিন্তু তেমন কিছু নজরেই পড়ছিলো না। সবকিছু কিছুই প্রায় ভাঙাচোরা বল আসলে বিলীনের পথে এই প্রত্নতত্ত্ব নিদর্শন তথা জমিদার বাড়িটি। এরপর পিলার গুলোর কাছে গেলাম দেখলাম পিলারগুলো বেশ পুরনো এবং এখনও অনেক মজবুত আছে। যদি একটুও নতুনভাবে সংস্কার কিংবা পরিচর্যা করা যায় তাহলে এই বাড়িটি আরো অনেকদিন দীর্ঘায়িত হবে বলে আমার বিশ্বাস। এবং কয়েকটি ফটোগ্রাফি করেই শেষ করলাম আমার আজকের হরিপুর জমিদার বাড়ি ভ্রমণ।


আশা করি আপনাদের আজকের আমার এই পোস্টটি অনেক ভালো লেগেছে। এবং পরবর্তীতে আপনাদের জন্য আরো নতুন কিছু নিয়ে আসব ততদিন সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন।



ধন্যবাদ সকলকে🌿




C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5EQNf9UhgoCRXfwUz17YQAKX13QameeYo9G5k1jxErds3ajiK4Urb2XheQwne75zqnxKeZJYn.png

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP5EQNf9UhgoCRXfwUz17YQAKX13QameeYo9G5k1jxErds3ajiK4Urb2XheQwne75zqnxKeZJYn.png

Sort:  
 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

হরিপুরের ভূতুড়ে রাজবাড়ির ছবিগুলো দেখে আমার তো ভয়ই লাগলো। কেমন ছমছমে পরিবেশ দেখেই গা শিউরে উঠে। একবার চিন্তা করলাম এখানে রাতে ভ্রমণে গেলে কেমন লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি জায়গায় ইতিহাস আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এরকম পুরাতন বাড়ি ভ্রমণের খুব ইচ্ছে আছে। আপনার পোষ্টের মাধ্যমে পুরাতন ভুতুড়ে বাড়িটি খুব সুন্দর ভাবে পর্যবেক্ষণ করতে পারলাম। আমার অনেক এরকম বাড়িতে যেতে ইচ্ছে করে। বাড়িতে দেখতে অনেক ভয়ঙ্কর এবং ভুতুড়ে বাড়ির মত। বাড়িটির সবকিছুই ভাঙাচোরা দেখতে। এত অসাধারন একটি বাড়ি পরিদর্শন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

হা হা।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

  • এসব বাড়িগুলো দেখতে খুবই অসাধারণ লাগে। আমাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ও এমন একটি রাজবাড়ী রয়েছে। বেশ কিছুদিন আগে আমি এটি নিয়ে একটি পোস্ট করেছিলাম। আজ আপনার কাছে দেখে আমার খুবই অসাধারণ লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য
 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভুতুড়ে বাড়ির ছবিগুলো দেখে তো খুবই ভয়ানক মনে হচ্ছে 😧😧 এমনিতেই পুরাতন বাড়িগুলো ঘুরতে অনেক ভালো লাগে। কিন্তু ভয়ের কারণে কখনো ঘুরতে যাওয়া হয়নি। আপনার ঘুরে ঘুরে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। ভুতুড়ে বাড়ির ঘুরাঘুরি সুন্দর কিছু মুহূর্ত আমার সাথে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ খুব সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96135.63
ETH 2796.94
SBD 0.66