ফটোগ্রাফি পোস্ট-১০|কিছু রেনডম ফটোগ্রাফি |[benificiary ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ২৩ অগ্রাহায়ণ| ১৪২৮ বঙ্গাব্দ |বুধবার| হেমন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি

নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।


ফটোগ্রাফি ০১



1638771860075-01.jpeg


সরিষা ফুল
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/precious.cross.waffled


এখন শীতকাল। ধুলা আর কুয়াশায় ধূসর প্রান্তর। তাও দূর থেকে হলুদ আভার আহ্বান। চারদিকে হলুদের সমাহার। এ যেন রূপকথার জগৎ। এই হলুদ ফুল মানুষের মন ভরে যায় ।প্রজাপতি, মৌমাছি, গুন-গুন গানে মনে এক অনাবিল সুখ বয়ে যায়।


ফটোগ্রাফি ০২



1638772993031-01.jpeg


ধোয়াঁ
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/recent.boil.artistic


গোধূলি সন্ধায় সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যায় তখন পরিবেশটা অন্যরকম হয়ে যায়।অবশ্য এই ইট ভাটার ধোঁয়া পরিবেশের জন্য অনেক ক্ষতিকর।এই ধোঁয়ার কারনে কৃষি জমিতে অনেক প্রভাব ফেলে।ক্ষেত তেমন ভালো ফলে না।


ফটোগ্রাফি ০৩



1638379429015-01.jpeg


নদী
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/chewed.graphic.jittery


পড়ন্ত বেলায় পশ্চিম আকাশে তেজ কমে যাওয়া সূর্যটা নদীর জলে ছড়িয়ে দেয় রক্তবর্ণ আভা।গোধূলিলগ্নে নদীপাড়ের পড়ন্ত বিকেলের গল্পগুলো হয়তো এমনই। আর হ্যাঁ, এমন দৃশ্যের ছোঁয়া পেতে এ প্রজন্মের তরুণ-তরুণীদের আগ্রহেরও যেন শেষ নেই। তাইতো নদীর পাড়ে যাওয়ার পরিকল্পনা থাকে অনেকের। কেউ বন্ধুর সঙ্গে, কেউ বান্ধবীর সঙ্গে শেষ বিকেলে মায়া জড়ানো অপূর্ব মুহূর্ত উপভোগে।


ফটোগ্রাফি ০৪



1638772558894-01.jpeg


সরিষা ক্ষেত
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/fastening.interactions.taskforce


ফটোগ্রাফি ০৫



1638772528169-01.jpeg


গ্রাম-বাংলার চারপাশ এখন সরিষা ক্ষেতে ঢাকা। যেদিকেই চোখ যায় শুধু হলুদ আর হলুদ। প্রকৃতির নির্মল বাতাসে ভেসে বেড়াচ্ছে সরিষা ফুলের মাতাল সুগন্ধ।এইতো কয়দিন আগে বড় ভাই ও বন্ধুদের সাথে করে ঘুরে আসলাম হলুদের রাজ্য থেকে।কিযে এক অনুভূতি তা আর বলে বোঝানো যাবে নাহ।


সরিষা ক্ষেত
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/fastening.interactions.taskforce


ফটোগ্রাফি ০৬



1638894330851-01.jpeg


গোধূলি সন্ধ্যা
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/yellowing.pronouns.cellulose


গোধূলি লগ্ন ভালো লাগে না এমন মানুষ মনে হয় খুব কম খুঁজে পাওয়া যাবে। নদীর বুকে সূর্যাস্ত,সাগরের বুকে সূর্যাস্ত কিংবা কোন এক রোদেলা দিনে তেপান্তরের মাঠ পেরিয়ে যে সূর্যাস্ত এমন গোধূলি লগ্ন কম বেশি সবার মনে আঁচড় দিয়ে যায়।



logo.gif

Sort:  
 3 years ago 

সত্যিই ভাই অসাধারণ ফটোগ্রাফি করেছেন গোধূলি সন্ধ্যার ইটের ভাটার দোয়ার ফটোগ্রাফি। চোখ জুড়িয়ে যাওয়ার মতো দেখাচ্ছিল আপনার সরিষা ফুলের যে প্রোগ্রামগুলো করেছিলেন সত্যিই অসাধারণ। আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ রবিউল ভাইয়া।

ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। বিশেষ করে সূর্য ডোবার ছবিগুলো খুবই দারুন লেগেছে আমার কাছে। ছবি তোলার অ্যাঙ্গেলটা খুবই ভাল হয়েছে। ধন্যবাদ ভাই আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

ছবিগুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। বিশেষ করে প্রথম ফুলটি সরিষা ফুলের সাথে সুর্যের ফটো টা অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

আপনার তিন নম্বর ছবিটি দুর্দান্ত হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগলো। ফোনের ক্যামেরা দিয়েও যে এত ভালো ছবি তোলা সম্ভব বিশ্বাসই হয়না। শুভকামনা আপনার জন্য

 3 years ago 

জেনে খুবই খুশি হলাম যে আপনার কাছে ভালো লেগেছে।

 3 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো বলতে গেলে একদম পার্ফেক্ট।

  • ভাটার কালো ধোঁয়া

  • সরিষা ক্ষেতের অসাধারণ দৃশ্য

  • নদীর কিনারে জলছবি

আসলে সবকটি ফটোগ্রাফি ছিল অসাধারণ। তাছাড়াও মারকদাউন ব্যবহার করেছেন অতীব চমৎকার যা ভাল লাগার মত।

শুভকামনা রইল ভাই আপনার জন্য।
সুন্দর কিছু শেয়ার করার জন্য আন্তরিক অভিনন্দন

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভাই বেশ ভালো ভালো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। তার মধ্যে 1 এবং 3 নাম্বার ফটোগ্রাফিটা আমার বেশ ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বাহ আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ।আপনি তো বেশ ভালো ফটোগ্রাফি করতে পারেন। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভাল লেগেছে। তবে তার মধ্যে ৫ নম্বর ফটোগ্রাফি সরিষা ফুলের মাঠ ফটোগ্রাফিটি দেখতে অনেক বেশি ভালো লেগেছে । এটি আমার কাছে খুবই ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য।

শীতকালের একটি সুন্দর নিদর্শন সরিষার ক্ষেত।দারুণ লাগছে ভাইয়া আপনার সরিষার ফটোগ্রাফিটি।গোধুলীর আকাশের ছবিটিও হয়েছে নজরকাড়া।পোস্টের ছবিগুলো সম্পর্কে বর্ণনা এবং উপস্থাপনা চমৎকার ছিল।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া শীতকালের একটি সুন্দর নিদর্শন হচ্ছে সরিষার ক্ষেত।সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন মদেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার তিন নাম্বার এবং 5 নাম্বার ফটোগ্রাফিটা আমার সবচাইতে বেশি ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

নজর কেড়ে নিয়েছে একদম সব কটা ছবিই। বিশেষ করে প্রথম আর তৃতীয় ছবি। অসাধারণ এক কথায়। প্রকৃতির প্রকৃত রূপ যেন ধরা পড়েছে আপনার ফ্রেমে। খুব সুন্দর। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু ❤️❤️

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94714.59
ETH 2664.33
SBD 0.68