শীতের সকাল|

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ২৮ শে,কার্তিক| ১৪৩০ বঙ্গাব্দ |সোমবার|হেমন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

GridArt_20231113_121322085.jpg



শীতের সকালের ফটোগ্রাফি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/hygienists.creasing.inferiority


তাহলে চলুন শুরু করি

নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।শীত এলেই মনে পড়ে যায় ছোটবেলার স্মৃতির দিনগুলো।গ্রাম অঞ্চলের সেই শীত আজও হৃদয়কে নাড়িয়ে দেয়।শীতের সকাল মানেই শীতের পোশাক পড়ে রৌদ্রে বসে গল্পের আসর বসানো।দিন দিন সেই আনন্দময় দিনগুলো হারিয়ে ফেলছি।আগের মতো আর সকালে ঘুম থেকে উঠা হয় না।আর যদি অফিসের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠি তাহলে তেমন আনন্দ আর লাগে না।বড় হওয়ার সাথে সাথে আনন্দও হারিয়ে ফেলছি।


IMG_20231113_121215.jpg

IMG_20231113_121238.jpg


সূর্য মামার উঁকি।।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/hygienists.creasing.inferiority


গাছের পাতা থেকে টুপটাপ শিশির পড়া অন্যদিকে পাখিদের কলরব।কি সুন্দর একটি মূহুর্ত।আলস্যের চাদর ও কুয়াশার ধূম্রজাল চিরে পূর্ব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত, আলতো সূর্যরশ্মিতে ঘাসের ডগায় শিশিরবিন্দুগুলো মুক্তোদানার মতো ঝলমল করত।শীতের সকালে চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে।দূরের কোনকিছু তেমন দেখা যায় না।তবুও শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে কার না ভালো লাগে।শিশির ভেজা মেঠোপথে খালি পায়ে দল বেঁধে হাটার যে কি একটা শান্তি। আহ মনে চায় শীতের সকাল গুলো গ্রামে থাকার।কিন্তু জীবনের তাগিদে তা আর হয়ে ওঠে না।


IMG_20231113_121046.jpg

IMG_20231113_121004.jpg


কুয়াশায় ঢাকা মাঠ।।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/hygienists.creasing.inferiority


শীতের সময় চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন থাকে।তেমনি মাঠের চিত্রে আলাদা সৌন্দর্যের সৃষ্টি হয়।কুয়াশা ভেদ করে সূর্যি মামা উঁকি দিচ্ছে।ফসলের ডগায় শিশিরবিন্দু জমা থাকে সূর্যের রশ্মি পড়ে সে ঝিলমিল হয়ে ওঠে।শীতের সময় মেঠোপথ ধরে হেটে গেলে দেখবেন আপনি পুরাই ভিজে গেছেন।


IMG_20231113_121132.jpg

IMG_20231113_121114.jpg


আখের রস।।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/hygienists.creasing.inferiority


শীতের সকালে আখের রস খাওয়ার অনুভূতি অন্যরকম।আখের রস খাওয়ার জন্য আমরা বাসা থেকে লেবু নিয়ে গেছিলাম।ঠান্ডা আখের রসে যখন মুখ দেওয়া যায় তখন পৃথিবীর সব সুখী মনে হয়।আখের রস ঠান্ডা ঠান্ডা খেলে শীতের তীব্রতা আরও বেড়ে যায়।ছোট সময়ে আখের রস থেকে গুড় বানানো দেখতাম।আর গুড়ের মধ্যে আলু,বেগুন অন্যান্য জিনিস সিদ্ধ করে খেতাম।অন্যরকম একটা অনুভূতি কাজ করতো।


IMG_20231113_120906.jpg

IMG_20231113_121151.jpg


কুয়াশায় ঢাকা মাঠ।।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/hygienists.creasing.inferiority


খোলা জায়গায়, সড়কে দলবেঁধে গালগল্পে মেতে ওঠে। কোথাও কোথাও আগুন পোহাবার মনোমুগ্ধকর দৃশ্যও চোখে পড়ে। শীতের সকালের প্রধান আকর্ষণ পেঁয়াজ-রসুনের সবুজক্ষেত, সরিষা ফুলের হলুদ মাঠ, মাচায় ঝুলে থাকা শিম- লাউয়ের বাহারি ফুল। সকালের সূর্যোলোক যেন তার নিপুণ হাতে প্রতিটি উদ্ভিদ ও পুষ্পকে নবরূপে সাজিয়ে তোলে।শীতের সকালের কথা লিখে শেষ করা যাবে না।


ধন্যবাদ সবাইকে



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png


Sort:  
 last year 

শীতের সকালের কুয়াশা, আখের রস শীতের একটা আমেজ পাওয়া যাচ্ছে আপনার আজকের এই পোস্টে, খুব সুন্দর কয়েকটি ফটোগ্রাফি করেছেন শীতের সকালের একটা শীতল অনুভূতিতে।

 last year 

ফটোগ্রাফি করতে আমি বরাবরই অনেক পছন্দ করি। আর যদি সেটা শীতের সকাল হয় তাহলে তো কোন কথাই নেই। সব মিলিয়ে শীতের সকালের অনুভূতিটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছিল।

 last year 

আপনি খুব অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। শীতের সকালে আখের রস খেতে ভীষণ ভালো লাগে। কুয়াশা ভরা এমন দৃশ্য কেবল মাত্র গ্রামে থাকলেই উপভোগ করা যায়।

 last year 

শীতে সকালে আখের রস খেতে খুবই টেস্ট লাগে। আর আপনি কথা ঠিকই বলেছেন কুয়াশায় আচ্ছন্ন এমন দৃশ্য শুধু গ্রামেই দেখা যায়। মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

শীতের সকালের বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইজান। বেশ ভালো লাগলো আপনার এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো। আসলে শীতের সকালে মাঠের দৃশ্য গুলো কুয়াশায় ডেকে থাকে। তাই ভালোভাবে দেখা যায় না, তবে ফটোগ্রাফি করতে ভালো লাগে।

 last year 

এখনো তেমন শীত পড়েনি বেশি শীতের মধ্যে কুয়াশা বেশি থাকে। কুয়াশায় আচ্ছন্ন দৃশ্য ক্যামেরা বন্দি করার মজা অন্যরকম। চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করার। মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

এতে সকাল মানেই শীতের পোশাক পরে রোদে বসে আগুন পোহানো। আপনার দেওয়া সবগুলো ফটোগ্রাফির মধ্যে শীতের সৌন্দর্য স্পষ্ট ফুটে উঠেছে। আখের রস কখনো লেবু দিয়ে খাওয়া হয়নি। ফটোগ্রাফি টা বেশ সুন্দর।

 last year 

আখের রসের লেবু দিয়ে খেয়ে দেখবেন আরো টেস্ট বেড়ে যাবে। ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি। সুন্দর কিছু দৃশ্যকে ক্যামেরা বন্দি করার আনন্দ অন্যরকম। আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

শীত নিয়ে আপনি আজকে বেশ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ছোটবেলায় শীতের সময় এই সমস্ত আনন্দই ফিল করতে পারতাম কিন্তু এখন ব্যস্ত হয়ে যাওয়ার কারণে সব আনন্দ গুলো যেন কেমন হারিয়ে যাচ্ছে। তবে শীতের সকালে আমি কখনোই আখের রস খাইনি তবে খেজুরের রস খেয়েছি। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

শীতে সকালে খেজুরের রস আমার কাছে অনেক দারুন লাগে। তবে আখের রসও মোটামুটি ভালই। শীতে সকালে আখের রস খাওয়ার অনুভূতি টা অন্যরকম ছিল। সুন্দর মতামতের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

শীতের সকালের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। শীতের সকালে কুয়াশায় ঘেরা পরিবেশ গুলো দেখতে ভীষণ ভালো লাগে। শীতের সকালে আখের রস খাওয়ার সুন্দর একটি ফটোগ্রাফি করেছেন। ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো।

 last year 

শীতে সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। শীতের সকালে আখের রস খেয়ে মনে প্রশান্তি জেগে ছিল। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

শীতকাল আমাদের মাঝে আগমন করেছে। কুয়াশা ভেজা সকালের প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যের বেশ অসাধারণ। সত্যি ভাই শীতের সকালে আখের রস খাওয়ার অনুভূতি অন্যরকম। আপনার ফটোকপি গুলো বেশ অসাধারণ হয়েছে। সূর্যোদয়ের দৃশ্য খুবই দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

শীতের সকালে কুয়াশার মাঝে সকালের সূর্যোদয় বেশ দারুন একটা মজা দেখতে। তেমন দৃশ্য ক্যামেরা বন্দি করতে পেরে আমি অনেক খুশি। আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। সুন্দর মতামতের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

সব ঋতুর সেরা ঋতু হচ্ছে শীতকাল। শীতকালে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়,যেমন আখের রস, তালের রস। তবে শীতকালে শহরের মানুষের থেকে গ্ৰামের মানুষ অনেক বেশি উপভোগ করতে পারে। কেননা শহরের থেকে গ্ৰামে একটু বেশি আমেজ উঠে শীতকালে।

 last year 

ঠিক কথা বলেছেন শীতকালে শহরের মানুষের থেকে গ্রামের মানুষ অনেক বেশি উপভোগ করে। শীতকাল মানে গ্রামে অন্যরকম একটা আমেজ। শীতকালে আখের রস খুব দুর্দান্ত লাগে খেতে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95730.82
ETH 2731.31
SBD 0.68