**ভেরিফিকেশন পোস্ট**
আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন সবাই। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হয়েছিলাম প্রায় ২৫ দিন আগে। এই কমিউনিটিতে প্রথম পরিচয়মূলক পোস্টের মাধ্যমে অনেকের সাথে পরিচিত হয়েছিলাম। উক্ত পোস্টে আমার কিছু ছবি দিলেও ভেরিফাই করার মত কোন ছবি বা তথ্য দিয়েছিলাম না ভূলবশত। যার কারণে আজ আবার আলাদা করে ভেরিফিকেশন পোস্ট করা।
আমার প্রথম পোস্টের Link
আমার পরিচয় সংক্ষেপে আবার তুলে ধরছি।
আমার নাম-ফারহান লাবিব
আমার ঠিকানা-ফরিদপুর,বাংলাদেশ
আমি সমাজবিজ্ঞান বিভাগে অনার্স ২য় বর্ষে অধ্যায়নরত।
পরিচিতিমূলক পোস্টে নিজের সম্পর্কে বিস্তারিত বলেছি দেখে একই কথা আর বলতে চাচ্ছি না। চাইলে আমার ১ম পোস্ট টি দেখে আসতে পারেন। একটি কথা আগে বলা হয়েছিল না, আমার পোষা ৩ তি বিড়াল আছে। গত পোস্টে একটি বিড়ালের ছবি দিয়েছিলাম। তায় এদের কিছু ছবি শেয়ার করতে চাচ্ছি।
ভবিষ্যতে হয়ত এদের নিয়ে বিস্তারিত একটি পোস্ট দিব।
আমি ধন্যবাদ দিতে চাই সকল এডমিন,মডারেটর এবং সম্মানিত মেম্বার দের যারা অনেক কষ্ট করে এত সুন্দর একটি কমিউনিটি তৈরি করেছেন। আশা করি সবার সাথে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই।
সকল ছবির Location
ধন্যবাদ
@labib2000
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে স্বাগতম।আশা করি সবসময় কমিউনিটির নিয়ম মেনে চলবেন,এবং আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ ভাই। আপনার জন্যেও শুভকামনা রইল।
🙂🙂