ঘুরতে ঘুরতেই দিন শেষ। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ23 hours ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৮ই ফাল্গুন | ১৪৩১ বঙ্গাব্দ | শনিবার | বসন্তকাল|


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000113932.png

Canva দিয়ে তৈরি



ব্যস্ততার মাঝে অনেক সময় দিন কেটে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে কোন কাজ ছাড়াই যেন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার হয়। হ্যাঁ এমন একটা দিনের বিবরণ আজকের এই পোষ্টের মাধ্যমে স্বল্প পরিসরে শেয়ার করব। গত বৃহস্পতিবার একজন বিশেষ মানুষের সাথে দেখা করার জন্য কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কিছু সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তবে সেই মানুষটাও দেখা করার জন্য বেশ বিভোর ছিল বলা চলে। একজন বিশেষ মানুষের সঙ্গে দেখা করবেন আর তার জন্য ফুল নিবেন না সেটা তো হয় না। অনেকগুলা ফুল দিয়ে সুন্দর একটা ফুলের তোড়া তৈরি করতে চেয়েছিলাম তবে সেটার আর সময় হয়নি।

আপাতত তার জন্য টকটকে লাল একটি গোলাপ নিয়েই তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি যখন মেইন গেটের সামনে গিয়ে তাকে বললাম আমি চলে এসেছি তখন সে আমাকে বলল পাঁচ মিনিট অপেক্ষা করুন আমি বের হচ্ছি। তার ডিপার্টমেন্টের সামনে যাওয়ার আগেই সে সোজাসুজি আমার কাছে চলে আসলো। প্রথমেই তার হাতে টকটকে লাল গোলাপ টি ধরিয়ে দিলাম সে অনেক খুশি হল এবং একটা মুচকি হাসি দিয়ে আমাকে নরম সুরে ধন্যবাদ দিল। নিজেদের মধ্যে কিছুটা প্রাইভেট কথাবার্তা ছিল সেগুলো সেরে নিয়ে আবার পরবর্তী কাজের জন্য যেতে হবে। আবার তার বান্ধবীর বিয়ে তার জন্য তাদের কয়েকজন বান্ধবীর সাথে একটা প্ল্যানিং আছে সে আবার সেই প্লানিং সাকসেসফুল করতে যাবে সেক্ষেত্রে তার হাতেও খুব বেশি সময় নেই। আপাতত দুপুর পর্যন্ত আমরা কিছুটা গল্প করে কাটিয়ে দিলাম।



1000113873.jpg

20250220_115637.jpg



দুপুরের পরবর্তী সময়ে আমাদের ব্যবসায়িক কাজে এক ঘন্টা সময় দিতে হয়েছিল। সেখানে কাজে শেষ হতেই বন্ধু @ripon40 আমাকে ফোন করে বলল তার নাকি নতুন পাঞ্জাবি কিনতে হবে তাছাড়া আমাদের বেশ কয়েকজন বন্ধু কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের সামনে আমার জন্য অপেক্ষা করছে সবাই একসাথে বসে চা খাব আর কিছু সময় আড্ডা দিব। ভাবলাম এখন দুপুর টাইম হয়ে গিয়েছে সবাই একসাথে কলেজ মাঠে কিছুটা আড্ডা দিয়ে পরবর্তীতে বাসায় ফিরে যাব। সেখান থেকে সোজা চলে গেলাম বন্ধু রিপনের জন্য পাঞ্জাবি কিনতে। মোটামুটি পছন্দ হতো সুন্দর একটা পাঞ্জাবি কিনলাম আমার নিজেরও বেশ ভালো লেগেছিল।



1000113882.jpg



কেনাকাটা শেষ করে আবার দ্রুত চলে আসলাম বন্ধুর রিপনের জন্য ডাক্তার দেখানোর যে সিরিয়াল দেয়া ছিল সেখানে। পাঞ্জাবি কিনতে গিয়ে জানতে পারলাম বন্ধু রিপন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখানোর জন্য এপোয়েন্টমেন্ট দিয়েছে। কথা বলে জানতে পারলাম খুব বেশি সময় লাগবে না তাই ভাবলাম এপোয়েন্টমেন্ট শেষ করে দুজন একসাথেই বাড়ি যাবো। প্রথমে ভেবেছিলাম ডাক্তার দেখাতে খুব বেশি সময় লাগবে না হয়তোবা আধাঘণ্টা সময় লাগতে পারে। যেহেতু আগে একদিন দেখিয়েছে বেশ কিছু রিপোর্ট দিয়েছিল সেগুলো কমপ্লিট করে ডাক্তারকে দেখিয়েছে তার আগে কে আবার ডাক্তার দেখানোর জন্য এসেছে তাই আমি আর উপরে না গিয়েই নিচে কিছু সময় অপেক্ষা করছিলাম। বেশ কিছু সময় কেটে যাওয়ার পরে কিছুটা বিরক্ত লাগছিল তখন রিপনকে ফোন দেওয়ার পরে রিপন বলল ডাক্তার একটা টেস্ট দিয়েছে সেটা করাতে হবে।



20250220_154206.jpg



বুঝলাম এবার বোধহয় একটু দেরি হবে। হয়তোবা এক ঘন্টা দেরি হবে। ভাবলাম তাহলে সবাই গিয়ে একসাথে একটু গল্প করতে করতে সময় পার করি। বাইক পরবর্তীতে পার্কিংয়ে রেখে আরো দুজন বন্ধুকে ডেকে নিয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর সপ্তম তলায় গিয়ে অপেক্ষা করছিলাম। সবাই একসাথে গল্প করতে করতে কখন যে দীর্ঘ সময় পার করে ফেলেছি সেটা বুঝতেই পারিনি। টেস্ট শেষ করে পুনরায় আবার ডাক্তারকে সেই রিপোর্টগুলো দেখিয়ে সেখান থেকে আসতেই বিকেল পাঁচটা বেজে গেল। যেহেতু আমরা বেশ কয়েকজন বন্ধু একসাথে ছিলাম তাই তারা আবার বলল সরকারি কলেজ মাঠের সামনে গিয়ে সবাই হালকা ফাস্টফুট খাব। আমি একা আর না করবো কিভাবে তাই সবার সাথে আমিও সম্মতি প্রকাশ করলাম।



এভাবে ঘুরতে ঘুরতেই দিন পেরিয়ে গেল। যখন কিছুটা অন্ধকার হতে শুরু করেছে অর্থাৎ সন্ধ্যা ঘনিয়ে আসছে তখন আর দেরি করতে চাইলাম না দ্রুত বেরিয়ে পড়লাম। মূলত সারাদিন খুব গুরুত্বপূর্ণ কোন কাজ ছিল না তবে তবুও বন্ধুদের সাথে সময় পার করে ঘুরতে ঘুরতেই দিন শেষ করে দিয়েছি। তবে মজার বিষয় দিন টা কিভাবে পার হয়েছে বুঝতে পারিনি যেন সময়টা অতি দ্রুত কেটে গিয়েছে আর এটাই বন্ধুদের সাথে থাকার অন্য রকম একটা মজার অনুভূতি।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়বসন্তকাল,২০২৪



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
 23 hours ago 

1000113953.jpg

1000113951.jpg

1000113950.jpg

1000113949.jpg

1000113948.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 96580.26
ETH 2763.74
SBD 0.66