📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৯১ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan
আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পর্ব শেয়ার করি সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সাথে নতুন একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য হাজির হয়েছি। মূলত গত কয়েক সপ্তাহ ধরে তেমন কোনো ফটোগ্রাফি পড়ব শেয়ার করা হয়নি। আমি একটি সিডিউল অনুযায়ী পোস্ট শেয়ার করি তবে গত কয়েক সপ্তাহ ধরে যেহেতু কমিউনিটিতে সুপার ওয়াল্ক নিয়ে টুকটাক পোস্ট হয়েছে সেহেতু ফটোগ্রাফি পর্বগুলো খুব একটা শেয়ার করা হয়নি তাছাড়া বান্দরবান ভ্রমণের পর্বগুলো পর্যায়ক্রমে তুলে ধরলাম তাই ফটোগ্রাফি পর্বগুলো বলা চলে একটু বাদ পড়েছে। আজকে আবার নতুন করে ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য হাজির হয়েছি কারণ দীর্ঘদিন ধরে আমার সংগ্রহ করা কিছু ছবি আমার গ্যালারিতে যুক্ত হয়েছে আর সেই যুক্ত হওয়া গ্যালারির ছবিগুলো ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের এলাকার পদ্মা নদী কেন্দ্রিক কিছু মানুষের জীবন যাত্রার মান এই ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করব। সেই সাথে শুরু থেকেই যেমন প্রতিটা ফটোগ্রাফি পর্বে একটি করে চাঁদের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি সেই ধারাবাহিকতা টাও আপনাদের সাথে অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।
চলুন তাহলে শুরু করি।
সরিষা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate
- এই ছবিটা তুলেছিলাম সকালবেলায় পদ্মা নদীর পাড়ে ঘুরতে গিয়ে। অনেকের কাছেই হয়তো বা মনে হতে পারে এই শীতের সময় পদ্মা নদীর তীরে কি করতে গিয়েছিলাম মূলত পদ্মা নদীর তীরে টাকা আখের রস পাওয়া যায় সকালবেলা গেলে দেখতে পারবেন সেখানে টাটকা আখের রস জ্বালিয়ে আখের গুড় তৈরি করা হচ্ছে। বাইক নিয়ে সেখানে আখের রস খেতে যাওয়ার সময় মাটির রাস্তা ধরে যেতে লক্ষ্য করলাম রাস্তার পাশ দিয়ে দীর্ঘ একটি সরিষার খেত। সরিষা ফুলগুলো দেখতে দারুণ লাগছে বিশেষ করে সরিষার ফুলের সাথে সকালের কুয়াশা জড়িয়ে আছে। চারিপাশটা কিছুটা অন্ধকার মত তখন চারিদিকে হালকা কুয়াশা আছে। ছবিটা দেখলে বুঝতে পারবেন চারিদিকে কিরকম কুয়াশট ছিল যাইহোক সরিষা ফুলের সৌন্দর্য টা কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন অবশ্যই।
কুয়াশা ঘেরা প্রকৃতি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- এই ফটোগ্রাফি দেখে যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারবে আসলে এটা শীতকালীন একটা সৌন্দর্য। আমাদের সুমন ভাই প্রতি সপ্তাহেই আমাদের মাঝে ফটোগ্রাফি নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেন বেশ কয়েক সপ্তাহ আগে এরকম একটা আয়োজন করেছিলেন যার ক্যাপশন ছিল শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্য। শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ছবি কালেক্ট করতে গিয়ে বেশ কিছু ছবি তুলেছিলাম যার মধ্যে এই ছবিটিও একটি। সবচেয়ে যে সুন্দর ফটোগ্রাফি টা হয়েছিল সেটা সুমন ভাইয়ের প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিলাম আর অবশিষ্ট যে প্রকৃতির সৌন্দর্যগুলো ফোন ক্যামেরায় সকালবেলা ক্যাপচার করেছিলাম সেগুলো ধারাবাহিকভাবে ফটোগ্রাফি পর্বে শেয়ার করব।
চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- প্রতিটা ফটোগ্রাফি পর্বেই একটা চাঁদের ছবি বিদ্যমান রাখার চেষ্টা করি। কখনো কখনো পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করেও চাঁদের ফটোগ্রাফি শেয়ার করি। আবার কখনো সদ্য তোলা চাঁদের সৌন্দর্য ফটোগ্রাফি পড়বে তুলে ধরার চেষ্টা করি তবে সেটা সময়ের উপর নির্ভর করে। অনেকেই হয়তো ভাবতে পারেন এই ছবিটা হয়তোবা আমার পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা। না এটা শীতকালের চাঁদের সৌন্দর্য এখন হয়তোবা অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে শীতকালে তো চারিপাশটা কুয়াশায় অন্ধকার থাকে তাহলে এমন চাঁদের সৌন্দর্য কিভাবে পেলাম?? গত সপ্তাহে বিকেলটা যেমন শরৎকালের মত ছিল ঠিক একই ভাবে সন্ধ্যার পরেও আকাশে দারুণ চাঁদ দেখা গিয়েছিল। বিকেল বেলার পরে সন্ধ্যার আকাশে যখন এরকম চাঁদ দেখলাম তখন সেই সৌন্দর্যটাও ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরলাম।
কুয়াশা ভেজা ঘাস।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- অনেক সময় ছবি কিন্তু কথা বলে। এই ছবি দেখলেই চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটা শীতের মৌসুমের সকালবেলার ছবি হ্যাঁ আসলেই এটা শীতের মৌসুমের সকালের ছবি গত সপ্তাহে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম মাঠের মধ্যে গিয়ে কিছু কুয়াশা ভেজা ফটোগ্রাফি করব তখন যাওয়ার পথে দেখতে পেলাম মেঠো পথের পাশ দিয়ে যে ছোট ছোট ঘাস জন্মেছে সেই ঘাসের উপরে কুয়াশার ফোঁটা গুলো জড়িয়ে আছে। যে কারো কাছেই এই কুয়াশা ভেজা ঘাসের দৃশ্যটা ভালো লাগবে বিশেষ করে সবুজ ঘাসের উপরে স্বচ্ছ সাদা শিশির ফোঁটা গুলো এত সুন্দর লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ তার সৌন্দর্যের একাংশ ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছি।
বন্যফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- মূলত গ্রাম্য রাস্তার পাশ দিয়ে অনেক রকম ফুলের দৃশ্য আপনি দেখতে পারবেন কিছু কিছু ফুলের দৃশ্য আপনাকে বেশ আকৃষ্ট করবে তবে হ্যাঁ শীতকালে যদি ফুলের দৃশ্য ক্যাপচার করেন সেক্ষেত্রে সকালের দিকে যদি সেই ফুলের সৌন্দর্যটা ক্যাপচার করা যায় সে ক্ষেত্রে বেশি ভালো লাগে। কেননা শীতকালে কুয়াশা থাকে আর এই কুয়াশার কারণে ফুলের উপরের অংশে বা ফুলের পাপড়ির উপরে ভেজা একটা আবরণ তৈরি হয়। উপরে যে ছবি আপনাদের সাথে শেয়ার করেছি সেই ফুলের নামটা জানিনা তবে এটা রাস্তার পাশে জন্মানো এক ধরনের উদ্ভিদের ফুল তবে হ্যাঁ দেখতে অনেক সুন্দর। এটা সাধারণত বন্যফুল নামে বেশি পরিচিত। যদি কারো এই ফুলের সঠিক নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
পদ্মা নদীর ঘাট।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- ছবিতে নদীর একপাশের ছোট্ট একটি অংশ দেখতে পারছেন। মূলত এটা পদ্মার একটি শাখা নদীর ঘাট যেখানে সাধারণ মানুষ নদী পারাপারের জন্য ডিঙ্গি নৌকা ব্যবহার করে থাকেন। সাধারণত সকালবেলায় আপনি যদি এই নদীর ঘাটে যান সে ক্ষেত্রে দেখতে পাবেন নদীর ঘাট দিয়ে সারি সারি নৌকা বেঁধে রাখা হয়েছে। যখন বেলা উঠে যায় অর্থাৎ সূর্য ওঠে তখন ধীরে ধীরে স্থানীয় লোকজন নৌকা নিয়ে নদী পার হয়ে চর এলাকায় কৃষি কাজের জন্য ছড়িয়ে পড়ে। মূলত কয়েকদিন আগে আমরা সবাই মিলে সকালবেলায় সেখানে একটি কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম তখন দেখতে পেলাম সারিসারি নদীর ঘাটে নৌকা বাধা রয়েছে আর সূর্যের আলো সবেমাত্র চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। হ্যাঁ এখন শীতের মৌসুম নদীতে পানি অনেক কম তবে বর্ষার মৌসুমে পুরোপুরি পানিতে ভরপুর থাকে।
কুয়াশা ভেজা ফসল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- আমাদের এলাকায় বেশ ভালোই ফসলের চাষ হয়। ভিন্ন ভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ফসলের চাষ হয়, বর্তমানে শীতের মৌসুমে মাঠের দিকে তাকালেই আপনি সরিষা ফুল দেখতে পারবেন সেই সাথে গম চাষ শুরু হয়েছে যেখানে ছোট ছোট গমের গাছ দেখতে পাবেন। সেদিন সরিষা ফুলের ছবি তুলতে গিয়ে লক্ষ্য করলাম ছোট ছোট গমের যে গাছগুলা জন্মেছে তার উপরে কুয়াশার একটা আস্তরণ জড়িয়ে আছে ঠিক সেই জায়গায় সূর্যের আলো পড়েছে যার কারণে আরো বেশি ভালো লাগছে। প্রথমে ফোন ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলাম কিন্তু খুব একটা ক্লিয়ার আসলো না পরবর্তীতে যখন ম্যাক্রো লেন্সে ছবি তুলতে গিয়েছিলাম তখন মোটামুটি বেশ সুন্দর এসেছিল। গম গাছের পাতার উপরে কুয়াশার আবরণটা কিভাবে জড়িয়ে আছে সেটা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের একটা অংশ। আর হ্যাঁ এই সৌন্দর্যটা শুধু আপনি শীতকালেই দেখতে পারবেন।
আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness OR
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই আমরা। আর মুগ্ধ করার মতোই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে এটি শীতের প্রকৃতি। কুয়াশা ভেজা ঘাস কুয়াশা ভেজা ফসল, পদ্মা নদীর ঘাট এবং সরিষা ফুল। সবকিছুতেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য লুকিয়ে রয়েছে। ধন্যবাদ ভাই দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ভালো লাগা ফটোগ্রাফি গুলোর বিবরণ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার পোস্টে প্রতিনিয়ত প্রাকৃতিক দৃশ্যের চমৎকার চমৎকার রূপ গুলি দেখতে পাই। কেননা আপনার ফটোগ্রাফিতে প্রকৃতিকে নতুনভাবে উপলব্ধি করা যায়। ফটোগ্রাফি পর্ব ৯১ তে শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি চমৎকার ছিলো। সবথেকে বেস্ট ছিলো সূর্যের দৃশ্য গুলি আর সরিষা ফুলের ফটোগ্রাফি একেবারে দুর্দান্ত ছিলো।
হ্যাঁ আমি একটু প্রকৃতি কেন্দ্রিক ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।
সত্যি আজকের ফটোগ্রাফি গুলো কিন্তু দারুন হয়েছে। আপনি বেশ সুন্দর সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফিতে কেমন যেন শীতের প্রকৃতি বেশ সুন্দর করে ফুটে উঠেছে। ধন্যবাদ এমন দারুন ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
গঠ মুলক মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি আজকে আপনার শখের ফটোগ্রাফি ৯১ তম পর্ব শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে অসাধারণ লাগছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সরিষা ফুল এবং বন্য ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও আপনার বাকি ফটোগ্রাফি গুলো বেশ সাজানো গোছানো ।
আপনার ভালো লাগা ফটোগ্রাফির বিবরণ প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার শেয়ার করা দুই নাম্বার ফটোগ্রাফি টা একদিন ডিসকর্ডে দেখেছিলাম। আপনি চমৎকার ফটোগ্রাফি ধারণ করেন। আপনার ধারণ করা আজকের প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফির পাশাপাশি খুবই সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
হতে পারে কোন একদিন শেয়ার করেছিলাম। বাহ আপনি তো সবকিছুই স্পষ্ট মনে রেখেছেন হা হা হা।
ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। তবে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং ধৈর্য ধরের ফটোগ্রাফি গুলো করে এবং সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনার মতামত প্রকাশ করি পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার আজকের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। প্রতিটি ছবিতে প্রকৃতির সৌন্দর্য নতুনভাবে উঠে এসেছে। বিশেষ করে সূর্যের আলো এবং সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো মনোমুগ্ধকর ছিল এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শীতের প্রকৃতি আপনার লেন্সে দারুণভাবে ফুটে উঠেছে, যা দেখলে সত্যিই মুগ্ধ হতে হয়। প্রতিটি ছবির সঙ্গে আপনার দেওয়া বর্ণনাগুলোও চমৎকার ছিল। ফটোগ্রাফি পর্ব ৯১-তে শেয়ার করা প্রতিটি দৃশ্যই অনবদ্য। আপনার শেয়ার করা প্রকৃতির রূপ সবসময়ই অন্যরকম ভালো লাগে দেখতে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার ফটোগ্রাফি পোস্টগুলো কিন্তু দারুন লাগে দেখতে। ফটোগ্রাফির ক্ষেত্রে আপনি বেশ দক্ষ। আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলোই আপনাদের পোস্ট দেখা যায়, যার কারণে আরো বেশি ভালো লাগে দেখতে। আপনার আজকের ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি এবং পদ্মা নদীর ঘাটের ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মুগ্ধ হয়ে গেলাম দেখে। মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার ভালো লাগা ফটোগ্রাফি গুলোর বিবরণ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।