মাঝ রাতের গল্প (পর্ব-০৬)|| by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৭ই বৈশাখ | ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | গ্রীষ্ম-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000115073.png

Canva দিয়ে তৈরি



গত সপ্তাহে পঞ্চম পর্ব শেয়ার করেছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়েছি। বেশ কয়েকদিন ধরে রহমত মিয়ার সাথে রাতের বেলায় অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছিল যেটা সে কারো সাথে শেয়ার করতে পারছিল না আবার রাতের বেলায় তার স্ত্রীর সাথে এই কথাগুলো শেয়ার করবে তাও পারছিল না কেননা রহমত মিয়ার ধারণা তার স্ত্রীর সাথে যদি এই কথাগুলো শেয়ার করে সেক্ষেত্রে তার স্ত্রীও ভয় পাবে আর তার সন্তানদেরকে নিয়ে আলাদা একটা ঝামেলার সৃষ্টি হবে। রাতের বেলায় হঠাৎ রহমত মিয়ার গোয়ালের ছোট্ট গাভীর ছানা ডেকে উঠলো। রহমত মিয়া আবারো কিছুটা ভয় পেল।

বেশ কিছুদিন ধরে প্রতিনিয়ত রহমত মিয়ার সাথে রাতে এমন উদ্ভট সব ঘটনা ঘটছে যার কারণে রাতের বেলায় তার ঠিকমতো ঘুম হয় না। একইভাবে রাতের বেলায় রহমত মিয়ার সাথে আবারো ঠিক একই ঘটনা ঘটছে গোয়াল ঘরে বাছুরের ডাক শুনে রহমত মিয়ার আবারও ঘুম ভেঙে গেল। রহমত নিয়ে ভাবল হয়তো বা বাছুর ছুটে গিয়েছে বা তার গাভীর ছুটে গিয়েছে তাই বাছুর ডাকছে এই ভেবে তার ঘর থেকে হারিকেনের আলো নিয়ে বাইরে গেল। তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে সেদিন সন্ধ্যা থেকেই আকাশে কিছুটা মেঘ ছিল তাই চাঁদের আলো না থাকায় রহমত মিয়া হারিকেনের আলো নিয়েই বাইরে গেল।



1000115075.jpg

Source



রহমত মিয়া হারিকেনের আলো নিয়ে যখন তার গরুর গোয়ালের কাছে যা ছিল তখন দেখতে পেল তার গরুর গোয়াল এর কাছে কিছু একটা রয়েছে দেখতে অনেকটাই গরুর মত যখন এই দৃশ্য দেখে রহমত মিয়া কাছে এগিয়ে গেল তখন ধীরে ধীরে গরুর মত সেই অদ্ভুত জন্তুটি হঠাৎ উধাও হয়ে গেল। প্রথম দিকে রহমত মিয়া ভাবল হয়তো বা কারো গোয়াল থেকে গরু ছুটে তার বাড়ির দিকে এসেছে আর সেই গরুকে দেখেই তার গরুর ছোট্ট বাছুর ডাকছে। রহমত মিয়া যখন তার গরুর গোয়াল এর কাছে গেল তখন দেখতে পেল যেখানে সে গরুটি দাঁড়িয়েছিল সেখানে গরুর কোন পায়ের ছাপ নেই। হঠাৎ করেই রহমত মিয়ার গা ঠান্ডা হয়ে গেল সে চিন্তা করতে লাগলো এখানে যেহেতু একটা গরুর মত প্রাণী দাঁড়িয়ে ছিল সেহেতু এখানে তো সেই প্রাণীর পায়ের ছাপ থাকবে তাহলে সেই প্রাণীটার পায়ের ছাপ নেই কেন। তখন রহমত মিয়া আবার আন্দাজ করতে পারল আসলে গত কয়েকদিন ধরে তার সাথে রাতের বেলায় যেটা ঘটে আসছে আজকে রাতেও ঠিক একই রকম ঘটনা ঘটছে।



1000115077.jpg

Source



রহমত মিয়া ঘরে গিয়ে দরজা আটকে দিল আর চিন্তা করল আজকে রাত্রে যাই ঘটুক না কেন সে আর বাইরে বের হবে না কেননা সে বুঝতে পারলে আসলে তার সাথে আশ্চর্য কিছু ঘটনা ঘটছে আর এর শেষ পরিণাম আরো বেশি ভয়ংকর হতে পারে। রহমত মিয়া রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করছিল আসলে এই ভয়ংকর অবস্থা থেকে সে কিভাবে মুক্তি পাবে আর কিভাবেই বা এই সমস্যার সমাধান করবে। হঠাৎ করেই সে ভাবলো সকাল হলেই পাশের গ্রামের হুজুরের কাছে গিয়ে পানি পড়া নিয়ে আসবে সেই সাথে হুজুরের কাছে গিয়ে বেশ কয়েকদিন ধরে তার সাথে ঘটে যাওয়া রাতের বেলার এই পুরো ঘটনাটুকু বর্ণনা করে এর একটা সমাধান করবে। কেননা রাতের বেলায় মাঠের মাঝখানে একা বাড়িতে এমন ঘটনা ঘটলে টেনশন হওয়া স্বাভাবিক।

এবারে রাত পেরিয়ে যখন সকাল হলো তখন রহমত নিয়া ঘুম থেকে উঠেই দেখতে পেল রাতের বেলায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। রহমত নিয়ে আবার চিন্তা করছিলে কোন প্রাণী রাতের বেলায় এসে হয়তোবা তার বাড়ির আশপাশে ঘোরাফেরা করে আর বৃষ্টি হওয়ার কারণে সেই প্রাণীটি পরবর্তীতে আর কোন সারা শব্দ না দিয়ে চলে গিয়েছে। পরবর্তীতে চিন্তা করছিল যদি কোন প্রাণী হয় সেক্ষেত্রে তো সেই প্রাণীর পায়ের ছাপ থাকবে তাহলে তার বাড়ির আশপাশে কোন প্রাণীর পায়ের ছাপ নেই কেন এমন নানান টেনসনে রহমত নিয়া ধীরে ধীরে অস্থির হয়ে যাচ্ছিল। সব চিন্তাভাবনা শেষ করে রহমত নিয়ে সকালবেলায় একটি জগের মধ্যে কিছু পানি নিয়ে পাশের গ্রামের হুজুরের কাছে যাওয়ার জন্য রওনা হল।

(..........চলবে)



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG-20211015-WA0027.jpg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.032
BTC 94618.30
ETH 1789.10
USDT 1.00
SBD 0.84