📷🌼শখের ফটোগ্রাফি পর্ব-৮৯ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1000104014.png

Canva দিয়ে তৈরি

আজকে নতুন একটি ফটোগ্রাফি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে গত কয়েকটি ফটোগ্রাফি পর্বের তুলনায় আজকের এই ফটোগ্রাফি পর্বে কিছুটা ভিন্নতা খুঁজে পাবেন। দীর্ঘদিন ধরে প্রতিটা ফটোগ্রাফি পর্বে আর রাতের চাঁদের দৃশ্যটা তুলে ধরি তবে আজকের ফটোগ্রাফি পারবে কোন চাঁদের ছবি শেয়ার করুন। এটা একটা ভিন্নতা বলতে পারেন। যেহেতু প্রতিটা ফটোগ্রাফি পড়বে সাতটি ছবি শেয়ার করি আর সাতটি ছবির মধ্যে সবগুলো ছবি দিনের বেলার প্রকৃতির সৌন্দর্য ভরা যদি দিনের বেলার প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি রাতের বেলার চাঁদের সৌন্দর্যটা তুলে ধরা যায় সে ক্ষেত্রে রাত আর দিনের মধ্যে পার্থক্য আর রাতের সৌন্দর্য আর দিনের সৌন্দর্যের মধ্যে পার্থক্যটা সহজেই যাচাই করা যায়। যেহেতু এখন শীত চলে এসেছে তাই আজকের পর্বে কয়েকটি শীতের ফটোগ্রাফিও শেয়ার করেছি মূলত সকালবেলা কুয়াশা ঘেরা কয়েকটি দৃশ্য যদি তুলে ধরা যায় সেটা শীতের ফটোগ্রাফি হিসেবে গণ্য হয়। তাছাড়া প্রতিটা ফটোগ্রাফি পারবে পুরাতন অ্যালবাম থেকে অনেকগুলো ছবি শেয়ার করি তবে আজকে পুরাতন অ্যালবাম থেকে খুব বেশি শেয়ার করা হয়নি। মাত্র একটা ছবি পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা তাছাড়া বাকি ছবিগুলোই কয়েক সপ্তাহের ব্যবধানে ক্যাপচার করা যদিও সিলেট ভ্রমণের ফটোগুলো প্রায় এক মাস হতে চলেছে তবুও সেটা এখনো নতুন ফটোগ্রাফির তালিকায় রয়ে গিয়েছে এখনো পুরাতন অ্যালবামে যুক্ত করিনি। মূলত যে ছবিগুলো দীর্ঘদিন হয়ে যায় সেগুলো পুরাতন অ্যালবামে যুক্ত করি আর পুরাতন অ্যালবাম থেকে পরবর্তীতে কালেক্ট করে আলাদা আলাদা ফটোগ্রাফি পড়বে তুলে ধরার চেষ্টা করি

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

1000103996.jpg


পদ্মা নদী।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • বাংলাদেশ নদীমাতৃক দেশ সব এলাকাতেই শাখা নদীর কিছুটা অংশ বয়ে চলেছে ঠিক একই ভাবে আমাদের এলাকায় পদ্মার শাখা নদী আছে। কুষ্টিয়া জেলা এবং পাবনা জেলাকে পদ্মা নদী দুইটি ভাগে বিভক্ত করেছে তবে পাবনা জেলার অর্ধেকটা বলা চলে পদ্মা নদীর এরিয়া জুড়ে রয়েছে। নদীর পাশ দিয়ে মাটির রাস্তা দিয়ে বাইক নিয়ে গেলেই এরকম প্রকৃতির অনেক সৌন্দর্য দেখতে পারবেন মূলত মামাতো ভাই ঢাকা থেকে এসেছে তাই তাকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম তখন দেখতে পেলাম পদ্মা নদীতে পানি অনেকটা শুকিয়ে গিয়েছে বলা চলে পানি আগের তুলনায় নেই। তবে এটা যেহেতু পদ্মার শাখা নদী সেক্ষেত্রে এখানে পানি কমে যাবে স্বাভাবিক তবে পানি কমে গেলেও জেলেদের মাছ ধরার খরাটি রয়ে গিয়েছে। হ্যাঁ পানিতে মাছ ধরার যে ফাঁদ জাতীয় দেখতে পাচ্ছেন সেটাকে আমাদের এলাকায় খরা বলা হয়।
🌹📷ফটোগ্রাফি ২🌹

1000103999.jpg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • প্রতিটা ফটোগ্রাফি পর্বেই একটা চাঁদের ছবি বিদ্যমান রাখার চেষ্টা করি। কখনো কখনো পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করেও চাঁদের ফটোগ্রাফি শেয়ার করি। যেহেতু এখন গরমের মৌসুম বিদ্যুৎ না থাকলেই গ্রামের মানুষ কিন্তু বাইরে গিয়ে চাঁদের সৌন্দর্যটাই উপভোগ করে। তবে এখন শীতকাল চাঁদের দৃশ্যটা খুব একটা দেখা যায় না কারণ শীতকালে স্বাভাবিকভাবে কুয়াশা চারিদিকটা অন্ধকার থাকে সন্ধ্যার পর থেকেই কুয়াশায় চারিপাশ ঘিরে যায়। মাঝে মাঝে আবহাওয়া পরিষ্কার থাকলে তাদের সৌন্দর্যটা দেখা যায় কিছুদিন আগে সন্ধার পরে দেখলাম পূর্ব আকাশে চাঁদের দেখা মিলেছে। গরমের সময় নিয়মিত চাঁদ দেখা হয় কিন্তু শীতের সময় চাঁদের দৃশ্যটা যেন অনেকদিন পরে সামনে আসে। চাঁদের এমন দৃশ্য দেখে ফটোগ্রাফি করেছিলাম আর সেটা শেয়ার করেছি।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20241224_121230.jpg


সরিষা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • ছবিতে যে ফুলের দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা বলা চলে বাংলাদেশের প্রতিটা মানুষ চোখ বন্ধ করে বলে দিতে পারবে এই ফুলের নাম। সরিষা ফুল এটা মূলত শুধু শীতের মৌসুমে দেখতে পারবেন। গ্রামের প্রতিটা অঞ্চলের মাঠ এলাকায় দেখবেন সরিষার চাষ হচ্ছে কৃষকের লম্বা জমিতে শুধু সরিষা ফুল চোখে আসবে। মূলত আমাদের এলাকার পদ্মা নদীর পাড় দিয়ে প্রচুর পরিমাণে সরিষার চাষ হয় যখন পানি কমতে থাকে তখন সেই সমস্ত জমিতে সরিষা ছিটিয়ে বোনা হয় যা থেকে পরবর্তীতে গাছের রূপান্তরিত হয় ছবিতে যে সরিষা ফুলগুলো দেখতে পাচ্ছেন সেটা পদ্মা নদীর পানি কমে যাওয়ার পরে ছিটিয়ে বোনা হয়েছে। যদিও আমাদের এলাকার মাঠগুলোতে সরিষা চাষ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20241224_112030.jpg


নাম না জানা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে যে ফুলের দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই ফুলটা অনেকের কাছেই নতুন মনে হতে পারে কেননা আপনি সবখানে এই সমস্ত ফুলের দৃশ্যটি দেখতে পারবেন না। সম্ভবত এই ফুলটা স্যাতসেতে জায়গায় জন্মে হঠাৎ নদী কেন্দ্রিক এলাকাগুলোতে যেখানে দীর্ঘ সময় পানি জমে থাকে সেই এলাকাগুলোতে এই ধরনের ফুলের দৃশ্য দেখতে পারবেন অদ্ভুত এক উদ্ভিদের উপরে এই ফুলের দৃশ্যটি দেখতে পারবেন। পোস্টের প্রথমেই উল্লেখ করেছি ঢাকা থেকে আমার মামাতো ভাই আমাদের বাড়িতে ঘুরতে এসেছে তাই তাকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। লক্ষ্য করলাম নদীর পাড় দিয়ে এক ধরনের উদ্ভিদের উপরের অংশে এই ফুলটি ফুটে আছে মূলত ফুলের সৌন্দর্যটা তুলে ধরার জন্যই ফোন ক্যামেরা মাধ্যমে এই ফুলের ছবি ক্যাপচার করেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20241219_072903.jpg


কুয়াশা ঘেরা সকাল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • শীতের সকালের দৃশ্যটা সবার কাছেই অনেক বেশি ভালো লাগে চারিপাশের কুয়াশার চাদরে ঘেরা মাঝেমাঝে সূর্যের লাল রশিটা যেন জমিনে ছড়িয়ে পড়ছে। যদি এই ছবির উপরের অংশে অর্থাৎ আকাশের দিকটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কুয়াশার পর্দা ভেদ করে সূর্যের লাল অংশটা যেন আকাশ পানে জড়িয়ে যাচ্ছে হ্যাঁ এভাবেই শীতের সকালে সূর্যের আলো সরিয়ে পড়ে আর সকালের কুয়াশা ভাবটা ধীরে ধীরে কেটে যায়। আমি যখন হাঁটতে বের হয়েছিলাম তখন লক্ষ্য করলাম ধীরে ধীরে কুয়াশার ভাব কেটে যাচ্ছে। এ বছরে তুলনামূলক এখনো প্রচন্ড কুয়াশা দেখতে পায়নি তবে কয়েকদিন সীমিত পরিসরে কুয়াশা দেখেছি যেটা সূর্যের আলোর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গিয়েছে।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20241023_115912.jpg


গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে যে গাছের দৃশ্য টা দেখতে পাচ্ছেন সেটা আমি সিলেট থেকে তুলেছিলাম। আমরা যখন সিলেটে ঘুরতে গিয়েছিলাম তখন মোটামুটি আবহাওয়াটা নাতিশীতোষ্ণ অবস্থায় ছিল অর্থাৎ খুব বেশি গরম ছিল না আবার শীত শুরু হয়েছে এমনটা নয়। মাঝে মাঝে একটু বৃষ্টি হয়েছিল তবে সেখানে গিয়ে জানতে পারলাম সিলেটে নাকি নিয়মিত বৃষ্টি হয়। আমরা যখন সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্টে গিয়েছিলাম তখন আকাশে মোটামুটি ভালোই মেঘ ছিল। যখন নৌকা নিয়ে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে গেলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল মূলত আকাশটা কালো মেঘে ঢেকে যাচ্ছিল আমরা বুঝতে পারছিলাম হয়তোবা বৃষ্টি হবে কিন্তু কিছু সময় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার পরে আকাশ পরিস্কার হয়ে গিয়েছিল তবে যখন আকাশ মেঘলা ছিল তখন মেঘলা আকাশের নিচে থেকে এই গাছের ফটোগ্রাফি করেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20241206_112119.jpg


কৃষক।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে দেখতে পাচ্ছেন কয়েকজন কৃষক তাদের জমি থেকে ধান গোছাতে ব্যস্ত। মূলত শীতের শুরু থেকেই নবান্ন উৎসব শুরু হয় আর নবান্ন উৎসব মানেই কৃষকের ঘরে নতুন ধানের উৎসব। এই মৌসুমে কৃষক ধান কেটে জমিতে রেখে দেয় পরবর্তীতে যখন ধানের খড় গুলো কিছুটা শুকিয়ে যায় তখন সেগুলো বাড়িতে এনে মাড়াই করা হয়। আমাদের বাড়ির পিছনের অংশে লম্বা বড় একটি মাঠ আছে যেখানে ধান চাষ হয়। কিছুদিন আগে লক্ষ্য করলাম ঠিক আমাদের পুকুরের বিপরীত পাশে তিনজন লোক তাদের ধান গুছাতে ব্যস্ত। তারা ধান গোছাতে ব্যস্ত সেই সময়ে আমি তাদের জীবনযাত্রার দৃশ্যটা ফোন ক্যামেরায় ক্যাপচার করেছিলাম।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Sort:  
 2 months ago 

1000104032.jpg

1000104033.jpg

1000104034.jpg

1000104035.jpg

1000104036.jpg

1000104037.jpg

 2 months ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা শরিষা ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

ওয়াও এত চমৎকার ফটোগ্রাফি গুলো দেখেতো আমি ফটোগ্রাফির মাঝে হারিয়ে গেলাম। আপনার অসাধারণ দক্ষতার সাথে সুন্দর কিছু প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করে আমাদের মুগ্ধ করে দিয়েছেন। আপনার ফটোগ্রাফিগুলো দেখেই বুঝা যাচ্ছে আপনি খুব ভালো ফটোগ্রাফি করতে পারেন।

 2 months ago 

চেষ্টা করি প্রতি ফটোগ্রাফি পর্বতে যেন প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে পারি কেননা প্রকৃতির সৌন্দর্য সবাইকে বেশি আকৃষ্ট করে।

 2 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া রেনডম ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগে। আসলে এই ফটোগ্রাফি এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়। তবে নাম না জানা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার কাছে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

শীতকালীন সময়ে প্রাকৃতিক সৌন্দর্য এবার তেমন একটা উপভোগ করা হয়নি। আগের তুলনায় ঘোরাঘুরির পরিমাণ খুবই কমে গিয়েছে। খোলামেলা পরিবেশে ে গেলে এরকম সৌন্দর্য উপভোগ করা যায়। মাঠের এই সৌন্দর্যগুলো শুধু দেখতে মন চায়। অসাধারণ ফটোগ্রাফি করেছ বন্ধু।

 2 months ago 

চলো লম্বা একটা প্রোগ্রাম করি যেখানে শুধু প্রকৃতি আর প্রকৃতি থাকবে।

 2 months ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কৃষকের ফটোগ্রাফি এবং সরিষা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 months ago 

আপনার ভালোলাগা ফটোগ্রাফির কথা আমাকে জানান দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মুহূর্ত সত্যিই অসাধারণ। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন, দেখতে পেয়ে ভাল লাগল। প্রকৃতির দৃশ্যগুলো যেন ফুটিয়ে তুলেছেন।

 2 months ago 

আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মুহূর্ত সত্যিই অসাধারণ। আপনি প্রকৃতির মাঝে খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন আর ফটোগ্রাফি করেছেন। সরিষা ফুলের দৃশ্যের ফটোগ্রাফি অসাধারণ লেগেছে।

 2 months ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে সরিফুলের সৌন্দর্যটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 months ago 

আপনি চমৎকার ছবি তোলেন, বলতেই হচ্ছে।
প্রথম ছবিটাতেই চোখ আটকে গেছে। তাছাড়াও সরিষা ফুলের ছবিটি অসাধারণ ছিল। আর বেশ গুছিয়ে বর্ননা দিয়েছেন।
অনেক ধন্যবাদ ভাই, সুন্দর ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

আপনার প্রশংসা শুনে মন ভরে গেল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 86222.94
ETH 2342.74
USDT 1.00
SBD 0.68