বিয়ের মরশুমে সুন্দর আর্টে সাজানো মিষ্টির কয়েকটি তত্ত্বের ছবি।
বিয়ের মরশুমে সাজানো মিষ্টির তত্ত্বের ছবি
🙏 সকলকে স্বাগত জানাই 🙏
আজ আপনাদের সামনে সুন্দর কিছু বিয়ের তত্ত্বে সাজানো মিষ্টির ফটোগ্রাফি নিয়ে এলাম। বিয়ের তত্ত্ব হলো এমন একটি ব্যবস্থাপনা যার মাধ্যমে বর এবং বৌ পক্ষ উভয়েই পারস্পরিকভাবে সাজিয়ে গুছিয়ে ট্রেতে করে উপহার পাঠিয়ে থাকে। সাধারণত বিয়ের দিনে ছেলের বাড়ির তরফে সাজানো তত্ত্ব আসে মেয়ের বাড়িতে। এবং বৌভাতের দিন মেয়ের বাড়ি থেকে তত্ত্ব সাজিয়ে নিয়ে আসা হয় ছেলের বাড়িতে। এই জিনিসটি বেশ মজার। তত্ত্ব সাজানোয় বিভিন্ন রকম শিল্পের প্রয়োগ বহু যুগ ধরে দেখা যায়। যেমন শাড়ি তোয়ালেকে ভাঁজ করে বিড়াল বা প্রজাপতি বানানোর প্রচলন বহুদিনের। তবে এই ধরনের শিল্পকর্ম এক একজন এক একরকম ভাবে করে থাকেন। তবে যে যত সুন্দর করে তত্ত্বের থালাগুলি সাজাতে পারে, তাকেই দক্ষ শিল্পী হিসেবে মান্যতা দেওয়া হয়। এবং বিয়ের সময়ে এই সাজানো তত্ত্বগুলির কথা বার বার সকলের মুখে মুখে উচ্চারিত হয়।
গতকাল আমি কয়েকটি মিষ্টি কেনবার জন্য একটি মিষ্টির দোকানে গিয়েছিলাম। দোকানটি আমার বাড়ির পাশেই অবস্থিত। এখন বিয়ের মরশুম চলছে বলে চারিদিকে বিয়েবাড়ি লেগেই রয়েছে। আর বিয়ে বাড়ি মানেই আলোর রোশনাই ও তত্ত্ব সাজানোর হুড়াহুড়ি। মিষ্টির দোকানে গিয়ে আমি দেখলাম কয়েকটি মিষ্টির তত্ত্ব ট্রে ভীষণ সুন্দরভাবে তৈরি করে সাজানো রয়েছে। সেগুলি সবকটিই সন্দেশ অথবা রসের ভাজা মিষ্টি দ্বারা প্রস্তুত করা হয়েছে। এমন কয়েকটি মিষ্টি ভাজা পাকে তৈরি করা। তাই বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে সুন্দর সুন্দর এক একটি ডিজাইনের মিষ্টি তৈরি করা হয়েছে এবং সেগুলি ট্রেতে সুন্দর করে সাজানো আছে। চোখের সামনে এমন সুন্দর তত্ত্বের মিষ্টি দেখতে পেয়ে আমি ছবি না তুলে পারলাম না। আর সেই সব সুন্দর সুন্দর তত্ত্বের ট্রের ছবি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ঠিক করলাম। আমার যেমন ভাবনা তেমনি কাজ। সবকটি ছবিকে একত্রিত করে তাই ব্লগ সাজাতে এলাম।
এবার পর পর আপনাদের জন্য রইল সেই সব মিষ্টির তত্ত্ব ট্রের ছবিগুলি। এই ছবিগুলিতে দেখতে পাবেন বেশ কয়েকটি তত্ত্বের ট্রে সুন্দর করে মিষ্টি রেখে সাজিয়ে রাখা হয়েছে। সেখানে সবথেকে সুন্দর লাগলো একটি মাছের ডিজাইনে তৈরি করা মিষ্টির ট্রে। সম্পূর্ণ সন্দেশটিকে একটি মাছের আকারে তৈরি করে ট্রেতে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। এখন আপনাদের সামনে সেই ছবিটিও তুলে আনলাম। নিশ্চয়ই এমন সুন্দর মিষ্টির আকার দেখে আপনারা অনেক মজা পাবেন। এছাড়াও অন্যান্য ট্রেতে অনেক সুন্দর সুন্দর কয়েকটি মিষ্টির ছবি তুললাম। সব মিলিয়ে এই পোস্টখানি একেবারে মিষ্টতায় ভরা। ছবি থেকে বের করে যদিও আপনারা এখনই হাতের সামনে এগুলিকে খাওয়ার জন্য পাবেন না, কিন্তু তাও ছবিতে দেখলে হয়তো অর্ধেক খাওয়া হয়ে যাবে। আর সে ক্ষেত্রে আপনারা অনেক মজা করে সেই সব মিষ্টির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1897725073219633173?t=LM7cMJmLykjKWCUYYm_zFA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily tasks-
প্রত্যেকটা তত্ত্ব খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা। বিভিন্ন রকম দক্ষতা দিয়ে এই সুন্দর জিনিসগুলো সাজানো হয়। এরকম সামনাসামনি দেখা হয়নি কখনো। আপনার পোস্টের মাধ্যমে ভিন্ন কিছু দেখলাম। ধন্যবাদ দাদা এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
তত্ত্বগুলো এমন সুন্দর করেই ডেকোরেশন করা থাকে আপু। আজকাল তো বিয়ের তত্ত্ব সাজানোর জন্য লোকে অনেক শিল্পীকে বরাত দেয়। তাই তার মধ্যে আমি শুধু মিষ্টির ট্রেগুলি তুলে আপনাদের দেখাবার চেষ্টা করেছি। এরপর কখনো সমস্ত তত্ত্বের ছবি শেয়ার করব।