বিশ্বাস এবং ভরসা জীবনে ভালো বন্ধু তৈরি করতে সাহায্য করে। জেনারেল রাইটিং।
বিশ্বাস এবং ভরসা জীবনে ভালো বন্ধু তৈরি হতে সাহায্য করে
🙏 সকলকে স্বাগত জানাই 🙏
একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। বিষয়টি হয়তো আপনারা সকলেই খেয়াল করে থাকবেন। মানুষ বড় বিচিত্র এক জীব। জীবজগতে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে আখ্যায়িত করা হয়ে থাকে। আর যার মান এবং হুঁশ আছে তার নাম মানুষ। পৃথিবীতে যত ধরনের জীবজন্তু আছে তাদের চেয়ে মানুষের বুদ্ধিমত্তা অনেকটা বেশি। বুদ্ধিমত্তা বেশি বলে মানব সমাজে হিংসার পরিমাণও অনেক বেশি। সাধারণত আমরা জীবজগতে যে পরিমাণ হিংসা দেখতে পাই, তার থেকে মানুষের সঙ্গে মানুষের হিংসা লোভ বা লালসার পরিমাণ তুলনামূলকভাবে সব থেকে বেশি।
আজ মানুষের একটি সাধারন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। একজন মানুষকে সঠিক ভাবে কখন চেনা যায়? যখন পরিস্থিতি একেবারে অনুকূলে থাকে তখন কোন মানুষকেই ঠিকমতো বিচার করা যায় না। অনুকূলে পরিবেশ এবং পরিস্থিতি থাকলে বন্ধুর অভাব হয় না। কিন্তু প্রতিকূল পরিবেশে বন্ধু পাওয়া বড় কঠিন বিষয়। বন্ধু তখনই আসল বন্ধু হয়ে ওঠে যখন সে প্রতিকূল পরিবেশে আরেকজন মানুষের পাশে থাকে। ভালো বন্ধু অনেক সময় আত্মীয়র উপরে উঠে যায়। আসলে পারিবারিক আত্মীয়-স্বজনেরা ঠিক যেভাবে মানুষের সঙ্গে মেশে, তার থেকে একজন ভালো বন্ধু অনেক আপন এবং কাছের মানুষ হয়ে উঠতে পারে। কিন্তু আজকালকার যুগে সঠিক বন্ধু পাওয়াটাই বড় কঠিন বিষয়। এখন প্রত্যেক মানুষ তার আশপাশের পরিজন এবং বন্ধুদের বিশ্বাস করে উঠতে পারে না। হয়তো দেখা যায় আজকের বন্ধু হঠাৎ করে কাল শত্রু হয়ে উঠতে পারে। তাই বিভিন্ন পরিস্থিতিতে কাউকে বিশ্বাস করা বর্তমান যুগে বড় কঠিন হয়ে গেছে।
তা বলে কি আমরা কাউকেই কখনো বিশ্বাস করতে পারবো না? বিশ্বাস হলো এমন একটি জিনিস, যা কখনো জোর করে নিজের মনে আনা যায় না। যে ব্যক্তি বা বন্ধুকে আমরা একবার বিশ্বাস করে ফেলি তার প্রতি বিশ্বাস সারা জীবন অটুট থাকে। অবশ্য যদি কোন কারনে সেই বিশ্বাস ভেঙে যায়, তবে আর তা কখনো ফিরে আসে না। তাই বন্ধুত্বের মধ্যে বিশ্বাস কখনো ভঙ্গ করতে নেই। এক বন্ধু যখন দুঃসময় আরেক বন্ধুর পাশে দাঁড়ায় তখন সেই বিশ্বাস আরো দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে ওঠে। বন্ধুত্বের সেই বিশ্বাস টুকু জীবনে বাঁচবার জন্য খুব দরকার। জীবনে যদি বিশ্বস্ত বন্ধু না থাকে তবে বিভিন্ন সময়ে বড় একাকী অনুভব হতে পারে। তবে বন্ধুত্ব যেকোনো বয়সী মানুষের সঙ্গেই হতে পারে। সে ক্ষেত্রে দুইজনকে সমবয়সী হতে হবে এমন কোন বিষয় নেই। এমনকি অনেক সময় পশুপাখি বা জীবজন্তুরাও আমাদের বন্ধু হয়ে ওঠে। ঠিক যেমনভাবে প্রভুভক্ত প্রাণী হিসাবে কুকুরের স্থান সবার উপরে। তাই একটি কুকুর একজন মানুষের খুব ভালো বিশ্বস্ত বন্ধু হয়ে উঠতে পারে।
তাই এক্ষেত্রে দেখা যায় বিশ্বাস জিনিসটি ধীরে ধীরে মনের মধ্যে তৈরি হয়, যা থেকে কোন একজন ব্যক্তিকে বা প্রাণীকে আমরা ভরসা করতে পারি এবং আমরা বুঝতে পারি যে বহু প্রতিকূল সময়ে এলেও সেই মানুষটি কখনো আমার কাছ থেকে যাবে না। তাই আমার মনে হয় বন্ধু সবসময় বুঝে করা উচিত। সব মানুষ কখনোই জীবনে ভালো বন্ধু হয়ে উঠতে পারে না। সারা জীবনে খুব গুটিকয়েক মানুষই ভালো বন্ধুত্বের জায়গাটি নিতে পারে। তাই কাউকে বন্ধু বানাতে গেলে আগে আমাদের সেই মানুষটির উপর অনেক ভরসা এবং বিশ্বাস জন্মাতে হয়। তারপরে সে জীবনে একজন ভালো বন্ধু হয়ে উঠতে পারে।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1895177391925817657?t=CHPixo_FW_80CPsg3tyfow&s=19
Daily tasks-
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখাটি খুবই গভীর এবং জীবনকে উপলব্ধি করার একটি সুন্দর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। বিশ্বাস এবং ভরসা আসলেই বন্ধুত্বের ভিত্তি, আর যেকোনো সম্পর্কের জন্য সেগুলোর গুরুত্ব অস্বীকার করা যায় না। আপনি যা বলেছেন, বন্ধুত্ব শুধুমাত্র পরিস্থিতির উপর নির্ভর করে তৈরি হয় না, বরং জীবনের কঠিন মুহূর্তগুলোতে একে অপরকে পাশে পাওয়া ও বিশ্বাসের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। সত্যিই, জীবনে কিছু ভালো বন্ধু পাওয়া খুবই দুষ্কর, কিন্তু একবার যখন সেই বিশ্বাস প্রতিষ্ঠিত হয়, তখন সেই বন্ধুত্ব জীবনজুড়ে অমূল্য হয়ে ওঠে। আপনার জেনারেল রাইটিং পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ দাদা।
আপনার এত সুন্দর সুচিন্তিত মতামত ওরে আমার খুব ভালো লাগলো আপু। বন্ধুত্বের ভিত্তি আসলেই বিশ্বাস এবং ভরসা। এই দুই যেখানে থাকে সেখানে সুদৃঢ় বন্ধুত্ব গড়ে ওঠে।
যেকোনো সম্পর্কে বিশ্বাস ভীষন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আর এই বিশ্বাস একজন মানুষ কে অন্য মানুষের প্রতি ভরসা যোগায়।আর বন্ধুত্বের ক্ষেত্রে ভরসা তো আরো বেশী দরকার হয়।একজন ভালো মানুষ, ভরসা করা যায় এমন মানুষের সাথেই বন্ধুত্ব গড়ে তোলে।তাই বিশ্বাস আর ভরসা খুবই গুরুত্বপূর্ণ একজন ভালো মনের বন্ধু তৈরি করতে।ধন্যবাদ দাদা সুন্দর এই বিষয়টিকে খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
বিশ্বাস ছাড়া একটি সম্পর্ক কখনোই সুদৃঢ় হয়ে উঠতে পারে না। আপনার সুচিন্তিত মন্তব্য আমার খুব ভালো লাগলো আপু।