কলকাতায় আয়োজিত হস্তশিল্প মেলায় বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুলের ছবি।
হস্তশিল্প মেলায় বিভিন্ন ধরনের কৃত্রিম বাহারি ফুলের ছবি
আজ আপনাদের সঙ্গে কিছু আর্টিফিশিয়াল ফুলের ছবি শেয়ার করবো। কিছুদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম যেখানে কলকাতায় অনুষ্ঠিত হস্তশিল্প মেলা বিষয়ক লেখা লিখেছিলাম। কলকাতা আন্তর্জাতিক বই মেলা থেকে হঠাৎ কিছুটা সময় বার করে চলে গিয়েছিলাম এই হস্তশিল্প মেলায়। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এই হস্তশিল্প মেলাতে একটি বিশাল স্টল ছিল যেটি সম্পূর্ণ কৃত্রিম ফুলের উপর। সারা দোকান জুড়ে প্রচুর ধরনের কৃত্রিম বা আর্টিফিশিয়াল ফুলের বাহার আমার নজর টেনেছিল রীতিমতো। বিভিন্ন রকম ফুল এবং রংবেরঙের আয়োজন রীতিমতো আকর্ষণীয় হয়ে উঠেছিল। সেখানে সুলভ মূল্যে সেইসব ফুল কেনাকাটি করছিলেন প্রচুর মানুষ। কিন্তু আমি অত সুন্দর ফুলগুলি দেখে কেনবার আগেই নিজের মোবাইল ক্যামেরায় ছবি তুলতে শুরু করি। তখন থেকেই মাথায় ঘুরতে থাকে এই সুন্দর ফুলগুলির ছবি আপনাদেরকে দেখাতেই হবে। যেমন চিন্তা তেমন কাজ। সরাসরি মোবাইল ফোন বার করে বেশ কয়েকটি ক্লিক করলাম। তাতেই সুন্দর সুন্দর সব ফুলের ছবি আমার যন্ত্রে ক্যামেরাবন্দি হয়ে রইল। আজ এই পোস্টে আপনাদের সঙ্গে সেইসব আর্টিফিশিয়াল ফুলের ছবি শেয়ার করব। এই ফুলে গন্ধ নেই, বর্ণ আছে। এই ফুলের মৃত্যু নেই, শুধু জীবন আছে। হীরক রাজার দেশে সিনেমায় একটি ডায়লগ মনে পড়ে?
এ ফুল মরে না, পাতা ঝরে না...
ঠিক তেমনভাবেই আমার তোলা এইসব ফুলগুলিও কোনভাবেই মরে না, এবং পাতাও ঝরে না। আসুন এবার আমরা সকলে মিলে দেখে নিই সেইসব আকর্ষণীয় আর্টিফিশিয়াল ফুলের ছবিগুলি।
হস্তশিল্প বেলার সেই স্টলে কোন ধরনের ফুল নেই সেটি দেখার। আসলে সেখানে সমস্ত ধরনের ফুলের বাহার সাজিয়ে রাখা ছিল। তার মধ্যে গোলাপ, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী থেকে শুরু করে ডালিয়া বা জবা, সমস্ত রকম ফুলের আয়োজন ছিল। আর সেখান থেকে প্রচুর পরিমাণ ফুলের বিক্রি চলছিল অনবরত।
প্রথম যে ছবিটি আপনাদের দেখাবো সেটি আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ছবি। ঘরে একটি ফুল দাড়িতে এই গোলাপ ফুল সাজিয়ে রাখতে পারেন।
এই আর্টিফিশিয়াল ফুলগুলির বিভিন্ন রকমের বাহারি আয়োজন নজর টানছিল সদস্য বা দর্শকদের।
এই মেলা উপলক্ষে ফুলের স্টলটি যেখানে বসে ছিল, তাতে বিভিন্ন রকমের ফুলের সুসজ্জিত আয়োজন ছিল চোখে পড়বার মত। তারই মধ্যে কিছু ফুলের ছবি এখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্লগে।
অসাধারণ সব ফুলের আয়োজন সেখানে প্রতিনিয়ত দর্শকদের আকর্ষণ করছিল। বিভিন্ন আকারের এবং বিভিন্ন ধরনের ফুল সেখানে শোভা পাচ্ছিল। আর দাম ছিল সুলভ। ফলে বহু মানুষ সেখান থেকে কেনাকাটি করতে পারছিল।
এই কৃত্রিম ফুলের ফটোগ্রাফি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করবেন।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1892636745457345003?t=ZMYMt3n602giXRu_ycS-iQ&s=19
Daily tasks-
Upvoted! Thank you for supporting witness @jswit.
হস্তশিল্প মেলার আরো কিছু ফটোগ্রাফি আগে দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখেও ভালো লাগলো। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ফুলগুলো অনেক পারফেক্টলি তৈরি করা হয়। দেখে মনে হয় যেন আসল ফুল। আপনার ফটোগ্রাফি গুলো দারুন ছিল। আর্টিফিশিয়াল হলুদ গোলাপের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ দাদা ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন। এই মেলার আরো কিছু ফটো আগে আপলোড করেছিলাম। আপনার সুন্দর মন্তব্যটি পেয়ে আমার খুব ভালো লাগলো।
হস্তশিল্প মেলায় বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আর্টিফিশিয়ালি ফুল গুলো সৌন্দর্য একেবারে হৃদয় জুড়ে গেলো। আসলে বাসা বাড়ির এবং অফিস আদালতে সৌন্দর্য বৃদ্ধির জন্য আর্টিফিশিয়ালি ফুলগুলো ব্যাপক ব্যবহার করা হয়ে থাকে। আপনার প্রত্যেকটি আর্টিফিশিয়ালি ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।
এই কারণে এই ধরনের ফুল বর্তমানে প্রচুর ব্যবহৃত হয়। আমার পোস্ট আপনার ভালো লাগায় আমি আনন্দিত।
এটা আমাদের একটা অভ্যাস বলতে পারেন। কোথাও গেলেই ফটোগ্রাফি করা হা হা। দারুণ লাগল আপনার সুন্দর আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো। ফুলগুলো বেশ সুন্দর। এবং আপনি ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ করেছেন। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।