কবিতার আলো পত্রিকার জন্য ফেব্রুয়ারি সংখ্যার সম্পাদকীয় লিখলাম।
কবিতার আলো পত্রিকার জন্য লেখা ফেব্রুয়ারি মাসের সম্পাদকীয়
সবেমাত্র শেষ হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এখনো পর্যন্ত তার রেশ কাটিয়ে উঠতে পারিনি আমরা। বইমেলা মানেই প্রচুর নতুন বইয়ের সমাহার। সেই দিক থেকে দেখতে গেলে বইমেলা বাঙালির বারো মাসের চোদ্দতম পার্বণ। আর বইমেলা শেষ হওয়ার পর আমরা হাজির হলাম কবিতার আলো ফেব্রুয়ারী ওয়েবজিন সংখ্যা প্রকাশের মুহূর্তে। কবিতার আলোর কর্মকাণ্ড সম্বন্ধে আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন। আমরা কবিতার আলোকে উত্তর আধুনিক সাহিত্য চর্চার আলোকের অভিমুখে নিয়ে যেতে শুরু করেছি। কবিতার বিগত একশো বছরের যাত্রাপথকে মানদণ্ড ধরে বর্তমান সাহিত্য পথের দিশা খুঁজে পাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। আর সেই দিক থেকে আমরা কিছুটা সফলও বটে। কারন যে পরিমাণ লেখা আমরা আপনাদের থেকে গ্রহণ করছি, তা থেকে বোঝা যায় আপনারা কবিতার আলো'কে কিভাবে গ্রহণ করেছেন। লেখা বাছাই পর্বে আমাদেরকে রীতিমত বেগ পেতে হয়। কারণ অসংখ্য ভালো লেখা থেকে কয়েকটি লেখাকে বেছে নেওয়া বড় কঠিন একটি কাজ। কিন্তু সম্পাদকের দায়িত্ব পালন করতে হলে এই দায় যে কাঁধে তুলে নিতেই হয়। কবিতার আলো সেই দিক থেকে বর্তমানে সমৃদ্ধ এবং পরিণত।
কবিতার আলো বেশ কিছুদিন ধরে ওয়েবজিন সংখ্যা প্রকাশ করে আসছে। আমরা যেমন বিষয়ভিত্তিক কাজ করেছি, ঠিক তেমন সাধারণ সংখ্যাও বহুবার বের করেছি। আমাদের মূল উদ্দেশ্য হল বাংলা কবিতার আলোকে পাঠকদের আলোকিত করা। এইবারের সংখ্যায় বাছাই করে বিশেষ কিছু লেখাকে আমাদের ওয়েবজিনের পাতায় রাখা হলো। ই-পত্রিকার প্রসার বর্তমানে কতটা প্রবল তা আপনারা জানেন। বর্তমান নেটিজেনদের মধ্যে এই পত্রিকার জনপ্রিয়তা তুঙ্গে। তাই সেই জনপ্রিয়তাকে মাথায় রেখে এবং বর্তমান প্রজন্মের পাঠকদের কাছে আমাদের কাজ সহজে পৌঁছে দেওয়ার জন্য আমরা মূলত ই-পত্রিকার কাজ শুরু করি। তারপর তা ধীরে ধীরে আজকের জনপ্রিয় জায়গায় পৌঁছে যায়। আজ যে সংখ্যাটি আপনাদের সামনে তুলে ধরছি তা মূলত উত্তর আধুনিক কিছু লেখার উপর ভিত্তি করে প্রকাশ করা। বর্তমানে যারা লেখালেখির সঙ্গে যুক্ত আছেন তাঁদের প্রত্যেকের কাছ থেকেই ভালো এবং মৌলিক কিছু লেখা আমরা পেয়েছি। যাঁদের লেখা এই সংখ্যায় রাখতে পারিনি তাঁদের কাছে আবার পাঠানোর অনুরোধ রইলো। আর যাঁদের লেখা এই সংখ্যায় রইল, তাঁদের কাছে অনুরোধ করব সম্পূর্ণ পত্রিকাটি পড়বার এবং সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়ার মাধ্যমে পত্রিকার লিংক সকল পাঠকের কাছে পৌঁছে দেওয়ার। পত্রিকার ঘোষিত নিয়ম অনুযায়ী দয়া করে কবিতার স্ক্রিনশট নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করবেন না। আমাদের কাজকে মান্যতা দিতে এইটুকু অনুরোধ নিশ্চয়ই আপনারা মেনে চলবেন বলেই বিশ্বাস।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1892191007212531989?t=sW_b1e_ViuU9rOVJidSFoA&s=19
Dailt task-