রেনডম ফটোগ্রাফি
আমার বাংলা ব্লগের সবাইকে শুভ সকাল। আজকে সকালটা শুরু হয়েছে কোকিল আর টুনটুনি পাখির কলকলানিতে, এর পর শ্যামা আর দোয়েলের ডাকে ঘুমটা পুরোপুরি চলে গেলো। এরপর ভাবলাম সকাল সকাল একটি ফটোগ্রাফি পোস্ট করি।
কালো ট্যাপ ও সূর্যের ফটোগ্রাফি
কিছুদিন আগে বিকেলে ছাদে গিয়েছিলাম। ছাদে নতুন পানির লাইন দিয়েছে তাই দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি অনেক গুলো কালো ট্যাপ পড়ে আছে, ব্যবহার করে এগুলো এখানেই ফেলে গেছে। তখন সূর্যও প্রায় অস্তমিত, আমি ট্যাপ গুলো নিয়ে চাকার মতো খেলছিলাম, তখন হঠাৎ মনে আসলো এগুলো দিয়ে তো আমি সূর্যের ছবি তুলতে পারি, যেই ভাবা সেই কাজ, ছবি তুলতে লেগে গেলাম।
প্রতিদিন সূর্য ওঠে এবং অস্ত যায়, কিন্তু আমরা কি কখনো সেটিকে ভিন্নভাবে দেখার চেষ্টা করি? সাধারণ দৃশ্যও যখন নতুনভাবে উপস্থাপিত হয়, তখন তা এক অনন্য শিল্পে পরিণত হয়। ছবির মূল আকর্ষণ হলো সূর্য, যা বৃত্তাকার ফ্রেমের মধ্য দিয়ে উজ্জ্বল হয়ে উঠেছে। সূর্যাস্তের নরম কমলা আভা চারপাশের প্রকৃতির সঙ্গে মিশে এক সৌন্দর্যের আবহ তৈরি করেছে।
ডালিয়া ফুলের ফটোগ্রাফি
প্রথম ছবির এই হলুদ-কমলা ডালিয়া ফুলটি যেন জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি। তার পাপড়িগুলোতে সূর্যের কোমল আভা, কিন্তু নিচের অংশে কিছু পাপড়ি ম্লান হতে শুরু করেছে। এটি যেন একজন অভিজ্ঞ মানুষের মতো, যার জীবন নানা রঙের অভিজ্ঞতায় ভরা। ফুলটির উজ্জ্বল অংশ আমাদের শেখায়, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত, আর বিবর্ণ অংশটি মনে করিয়ে দেয়, সময়ের সঙ্গে সবকিছুই বদলে যায়।
দ্বিতীয় ছবির সাদা-গোলাপি ডালিয়া ফুলটি যেন একেবারে সরল ও কোমল স্বভাবের একজন মানুষ। তার পাপড়িগুলো যেন শিশিরবিন্দুর মতো কোমল, আর গোলাপি রঙের সংমিশ্রণ তাকে আরও মোহনীয় করে তুলেছে। এই ফুলের সৌন্দর্য দেখে মনে হয়, এটি কারও হৃদয়ের মতো, যা ভালোবাসায় পূর্ণ এবং সবকিছুকে আনন্দের রঙে রাঙিয়ে দিতে চায়।
তৃতীয় ছবির লাল ডালিয়া ফুলটি যেন এক আত্মবিশ্বাসী ও শক্তিশালী ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। তার উজ্জ্বল লাল রঙ মনে করিয়ে দেয়, জীবনে সাহসী হতে হবে, নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। যেভাবে এই ফুলটি তার শাখাগুলোর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক তেমনই মানুষেরও নিজের যোগ্যতা ও সৌন্দর্যে বিশ্বাস রাখা উচিত।
গাড়ির ফটোগ্রাফি
এই ছিলো আমার কিছু ফটোগ্রাফি, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Twitter promotion https://x.com/Junaid_2208/status/1902567420646359524
Task
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি আজকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। প্রথম ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ফুলের সৌন্দর্য সবসময় আমাদেরকে মুগ্ধ করে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া
আপনি আপনার সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর ভাবে করেছেন দেখে আমি তো মুগ্ধ হলাম। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। আমার কাছে আপনার প্রথম ফটোগ্রাফি গুলো সব থেকে বেশি ভালো লেগেছে। আর ফুলের ফটোগ্রাফিও অনেক বেশি সুন্দর ছিল। এরকম সুন্দর ফটোগ্রাফি আশা করি সব সময় শেয়ার করবেন।
ধন্যবাদ আপু।
আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া, আপনাদের প্রশংসাই আমার ছবি তুলার প্রেরণা।
আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। গাড়ির ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ডালিয়া ফুলের ফটোগ্রাফিও চমৎকার ছিল। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার ডালিয়া ফুল ও গাড়ির ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম। আপনার এরকম আন্তরিক মন্তব্যই আমার ছবি তুলার প্রেরণা। ধন্যবাদ আপু।