লোভনীয় কিছু ফুড ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের সাথে কয়েকটা ফুড ফটোগ্রাফি শেয়ার করছি। ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছি। এ ধরনের ফটোগ্রাফি পোস্টে বিভিন্ন খাবারের ফটোগ্রাফি দেখা যায় যার কারণে আমার কাছে মনে হয় এই ধরনের ফটোগ্রাফি পোস্ট গুলো একটু বেশি ভালো লাগবে। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথমেই আপনাদের মাঝে লোভনীয় একটা ফটোগ্রাফি শেয়ার করলাম। কয়েকদিন আগে রেস্টুরেন্টে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম। রেস্টুরেন্ট টার নাম ছিলো rustic's. সেখানকার খাবার গুলো খুবই সুস্বাদু তবে দাম টা একটু বেশি। ভালো জিনিসের দাম বেশি হলেও সমস্যা হয় না। চিজি কর্নডগ টা সেদিন অনেক বেশি মজার ছিলো। সাথে চিকি ফ্রাইস টাও দারুন লেগেছে খেতে।
আচারের কথা শুনলেই তো কম বেশি সবার জিভে জল চলে আসে। এই বছর এই আমের আচার তৈরি করা হয়েছে। এটা অবশ্য আমি তৈরি করিনি। আম্মু বানিয়েছে। আমি জাস্ট ফটোগ্রাফি করলাম। টক ঝাল মিষ্টি এই আচারটা অনেক বেশি সুস্বাদু খেতে। বাসায় এখনও একটু রয়েছে এই আমের আচার। প্রায় প্রত্যেক বছরই এরকম আমের আচার বানানো হয়। খিচুড়ির সাথে বেশ ভালো লাগে খেতে।
এখানে কাঁচা আমের চাটনির ফটোগ্রাফি শেয়ার করলাম। এই চাটনি টাও এ বছর তৈরি করা। এটা অবশ্য আমি তৈরি করেছিলাম। প্রথমবার হিসেবে ভালোভাবেই তৈরি করতে পেরেছি। আর খেতেও বেশ মজার ছিল। এইটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই চাটনি টা কয়েকদিনের মধ্যেই সবাই মিলে খেয়ে শেষ করে ফেলেছি। ফটোগ্রাফি টা দেখে এখন আমার নিজেরও লোভ লাগছে।
এখানে আপনাদের সাথে চানা চাটের একটা ফটোগ্রাফি শেয়ার করলাম। এটা রমজানের সময় কনটেস্ট উপলক্ষে তৈরি করেছিলাম। রেসিপিটা ছোলা বুটের একটা রেসিপি। বিভিন্ন রকম মসলা দিয়ে তৈরি করা হয়। আর এর ওপরে টক দই, ঝাল চানাচুর এবং চিলি ফ্লেক্স এগুলো দেওয়া হয়। এই রেসিপিটাও অনেক বেশি সুস্বাদু খেতে। আর এটা বেশ পুষ্টিগুণ সম্পন্ন। ছোলা বুট, টক দই, টমেটো এসব কিছুই অনেক পুষ্টিগুণ সম্পন্ন। আর এই খাবারটা দেখতেও বেশ লোভনীয়।
এখানে আপনাদের সাথে দুই কাপ চায়ের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটা হচ্ছে বাদাম চা। আমি এবং আমার এক ফ্রেন্ড মিলে একদিন বের হয়েছিলাম। আমার ওই ফ্রেন্ড হচ্ছে চা লাভার। ওর সাথে বের হলে অন্য কিছু না খাওয়া হলেও চা এক কাপ খাওয়া হয়। সেদিন আমরা বাদাম চা খেয়েছিলাম। বেশ ভালোই খেতে। ২ / ৩ ধরনের বাদাম দিয়ে তৈরি করা হয়।
এখানে আপনাদের সাথে ফ্রাইড চিকেন এর ফটোগ্রাফি শেয়ার করলাম। ফ্রাইড চিকেন আমার খুবই পছন্দ। প্রায় অনেকদিন আগের ফটোগ্রাফি এটা। এক ফ্রেন্ড এর সাথে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। রেস্টুরেন্টের নাম GOLF INN. আমরা যখন গিয়েছিলাম তখন এটার এরিয়া বেশ ছোট ছিল। তবে ইদানিং উনারা বেশ বড় একটা এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা ওপেন করেছে। সময়ের অভাবে যাওয়াই হয় না সেদিকে। ফ্রাইড চিকেন গুলো বেশ ক্রিসপি ছিলো তাই খেতে ভালো লেগেছে।
ডিভাইস নেম:- Samsung Galaxy A14
ধন্যবাদান্তে
@isratmim
এত সব লোভনীয় খাবারের ফটোগ্রাফি দেখে কোনো রকমেই আর লোভ সামলে রাখতে পারছি না। দেখেই ইচ্ছে করছে, খেয়ে ফেলি। এইসব মজার মজার খাবার গুলো খেতে পছন্দ করে না এরকম মানুষ কম পাওয়া যাবে। তবে সব কিছুর থেকে আচারের ফটোগ্রাফি টা দেখে বেশি লোভ লেগেছে। কারণ আচার আমার অনেক পছন্দের।
আচার আমারও খুব পছন্দের খেতে বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দেখছি আজকে বেশ কয়েকটি জনপ্রিয় খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লাভ লেগে গেল আপু। বিশেষ করে আপনারা শেয়ার করা চানা চাটের ফটোগ্রাফিটি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ধরনের খাবার বেশি অসাধারণ ছিল।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু লোভনীয় ফুড ফটোগ্রাফি আপনার ক্যামেরায় ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি প্রত্যেকটি খাবার দেখে আমার বেশ লোভ লেগেছে আপনার। এত সুন্দর ভাবে খাবারের ফটোগ্রাফি গুলো ধারণ করে আমাদের মাঝে বর্ণনা দিয়ে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
লোভনীয় খাবার গুলো দেখেই তো লোভ লেগে গেল।বাইরের খাবার খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এগুলো অস্বাস্থ্যকর হলেও ভীষণ লোভনীয়। আমের আচার, কাঁচা আমের চাটনি এগুলো ভীষণ লোভনীয়।এতসব লোভনীয় খাবার একসাথে দেখলে লোভ লাগাটা তো স্বাভাবিক। ধন্যবাদ আপু লোভনীয় খাবারগুলোর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
খাবারের ফটোগ্রাফি দেখতে আমার অনেক ভালো লাগে ।কেননা বিভিন্ন ধরনের খাবার একসঙ্গে দেখতে পাওয়া যায়। আসলেই আপনি আজকে অনেক লবণীয় কিছু খাওয়ার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন ।সব থেকে আমার কাছে ফ্রাইড চিকেন এর ফটোগ্রাফি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাদের ভাল লাগাই আমারে কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
বাদাম চা কখনো খাইনি আপু। নতুন ধরনের একটি খাবারের কথা জানতে পারলাম। আর এত মজার মজার সব খাবারের ছবিগুলো উপস্থাপন করেছেন দেখে সত্যিই লোভ লেগে গেল। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
আপু খাবার গুলো দেখে তো জিভে জল চলে আসলো। প্রত্যেকটি খাবার খুবই লোভনীয় দেখাচ্ছে। ইচ্ছে করতেছে একটা একটা করে প্রত্যেকটি খাবার টেস্ট গ্রহণ করার জন্য। শেষের দিকের চায়ের কাপ আরো বেশি ভালো লাগলো। কথায় খুব অসাধারণ হয়েছে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
খুবই মজার মজার খাবারের ফটোগ্রাফি করেছেন আপু। দেখেই তো নিজের লোভ সামলানো মুশকিল হচ্ছে। চোখের সামনে যদি এমন মজাদার খাবার বিশেষ করে আচার দেখানো হয় তাহলে এমনিতেই জিভে জল আসবে। অসাধারণ ছিল প্রতিটি ফটোগ্রাফি। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
চমৎকার সব লোভনীয় খাবার-দাবারের ছবি আপনি শেয়ার করেছেন। নানান ধরনের খাবার খেতেও যেমন ভালো লাগে রান্না করতেও তেমনি ভালোই লাগে। আমের আচার চাটনি এইসবই খুব লোভনীয় খাওয়ার। ফটোগ্রাফি গুলো তারিফ করার মত হয়েছে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।