সবজি বাগানে কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।


20250401_161050.jpg

আজকে আমি আপনাদের মাঝে একটা সবজি বাগানে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করছি। কিছুদিন আগে ঈদ উপলক্ষে নানু বাড়িতে গিয়েছিলাম। শহরের কোলাহল ছেড়ে গ্রামে প্রকৃতির মধ্যে সময় কাটাতে বেশ ভালো লাগে। আমার নানুমনির খুব সুন্দর একটা বাগান আছে। সেখানে অনেক ধরনের ফল ও সবজির গাছ আছে। আমরা বাগানে মুলুত গাছ থেকে কাঁচা আম পেড়ে খেতে গিয়েছিলাম। তখন দেখলাম বাগানে কিছু সবজি রয়েছে। একদম ফ্রেশ সবজি গুলো বেশ ভালো লাগছিলো দেখতে। আর গতবছর নোয়াখালী তে বন্যা হওয়ার কারণে এখন সেখানকার মাটি খুবই উর্বর। যেকোনো গাছেই বেশ ভালো ফলন এসেছে। ওখানে সবাই সবজি খেয়ে খেয়ে বিরক্ত। পরে আমি বললাম তোমরা ফ্রি তে পাও তাই বিরক্ত, আমাদের শহরে তো সবকিছুই কিনে খেতে হয়। যতদিন ছিলাম প্রায় প্রত্যেকদিন বিকেলে আমরা কাজিনরা এই বাগানে বসে আড্ডা দিতাম আর আম, শসা এসব খেতাম। মাঝে মাঝে আমরা সবজিও তুলে নিয়ে যেতাম।


20250401_160635.jpg

প্রথম ফটোগ্রাফি তে এগুলো ধুন্দুল সবজি। গরমের সবজি গুলো আমার খুব একটা ভালো লাগে না খেতে। এখানে খুব সুন্দর একটা মিষ্টি কুমড়ার ফটোগ্রাফি করেছি। গাছের ফ্রেশ সবজি গুলো আমার দেখতে অনেক ভালো লাগে। তাই আমি ঘুরে ঘুরে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছি। নিচে এগুলো বরবটি। এটা আবার মোটামুটি ভালোই লাগে। সেদিন আমরা অনেক বরবটি তুলেছিলাম। এগুলো বেশ ভালোই বড় হয়েছে।


20250401_160849.jpg

20250401_160658.jpg

নিচে ফটোগ্রাফি তে কিছু লাল শিমের ফটোগ্রাফি শেয়ার করেছি। শীত চলে গেলেও দেখলাম গাছ টায় এখনো শিম ধরেছে। নিচের ফটোগ্রাফি তে বেশ বড় একটা লাউ দেখা যাচ্ছে। এবার নাকি এতই লাউ হয়েছে যে সবাই বিরক্ত হয়ে গিয়েছে লাউ খেতে খেতে। তাই এগুলো গাছে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে। কেউ খায়ও না। আমার এটা দেখে বেশ খারাপ লেগেছে। এতো সুন্দর লাউ টা এভাবে গাছে নষ্ট হচ্ছে শুধু শুধু। আরো কিছু সবজির ফটোগ্রাফি আগামী পর্বে শেয়ার করবো।


20250401_160537.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লেগেছে। আসলে আপু এমন সবজি দেখলে লোভ সামলানো মুশকিল। সবজি গুলো দেখে মনে হচ্ছে কিছু নিয়ে নেই। ধন্যবাদ আপু সুন্দর কিছু সবজি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

এটা ঠিক বলেছেন এরকম তাজা সবজিগুলো দেখলে লোভ সামলানো যায় না। সবজি গুলো দেখে আমার কাছেও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 4 days ago 

শীতকাল মানেই অনেক ধরনের সবজি হয় তবে গ্রীষ্মকালে সবজিগুলো আপনার মত আমারও খুব একটা খেতে ভালো লাগে না। আবার কি জানেন তো গ্রীষ্মকালে যে ধরনের সবজিগুলো হয় সেই সবজিগুলো প্রত্যেকটা এই প্রচুর পরিমাণে জল বহন করে। যার কারণে সবজিগুলো খেলে আমাদের শরীরে অনেকটাই জল সরবরাহ হয়। প্রত্যেকটা ছবি খুব ভালো লেগেছে সবজিগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে তুলে নিয়ে এসে রান্না করি।

 3 days ago 

এজন্যই তো ভালো না লাগলেও খেতে হয়। একেক রকম খাবার আমাদের শরীরে একেক রকম প্রভাব ফেলে। মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু।

 3 days ago 

ঈদ উপলক্ষে নানু বাড়িতে গিয়ে ভালোই সবজি বাগান সৌন্দর্য উপভোগ করলেন। গ্রাম অঞ্চলে কম বেশি সবজি বাগান সবাই করে। আর যারা শহরে থাকে তারা গ্রামে আসলে তারা সবজি দেখলে তাদের কাছে খুব ভালো লাগে। আর আমাদের এদিকেও গরম চলে যাওয়ার পরও গাছের মধ্যে সিম আছে। তবে এটি ঠিক বলেছেন গত বছর নোয়াখালীতে বন্যার কারণে মাটির উর্বরতার জন্য ফসল করলে এখন ভালো হয়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 3 days ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

শহরের কোলাহল থেকে যখন গ্রামে যাওয়া হয় তখন অনেক ভালো লাগে। আপনার নানুর ফল ও বিভিন্ন ধরনের সবজির গাছ গুলো দেখে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা সবজি এতটা তরতাজা ও সতেজ যা দেখেই মনে হচ্ছে পেরে নিয়ে আসি।ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

বাহ! আপনার বাগানে ত ভালোই সবজি হয়েছে। মিষ্টি কুমড়া আমার ভীষণ পছন্দের। আর নিজের ক্ষেতের বা বাগানের সবজি অন্যরকম স্বাদ।

 3 days ago 

আপনার ফটোগ্রাফি সত্যি দেখার মতো।সাদা সিম খাওয়া হলেও লাল সিম কখনো টেস্ট করা হয়নি।লাল সিমগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.26
JST 0.031
BTC 84903.89
ETH 1638.24
USDT 1.00
SBD 0.76