ক্লে দিয়ে কিউট অক্টোপাস তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে কিউট অক্টোপাস তৈরি করে শেয়ার করছি। যদিও এটা খুব সিম্পল। তবে আমার কাছে সিম্পল জিনিস গুলোই ভালো লাগে। অনেকদিন হলো ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছে না। রঙিন কাগজ দিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জিনিস তৈরি করেছি। তাই একটু ভিন্নতা আনার জন্য এটা তৈরি করলাম আজকে। এটা আমার নিজের কাছেই বেশ কিউট লাগছিল দেখতে। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।
অক্টোপাস গুলোর সর্বশেষ ফটোগ্রাফি
- ক্লে
- মার্কার পেন
প্রথমে আমি গোলাপি রঙের ক্লে ব্যবহার করে বেশ কয়েকটা ছোট ছোট বল তৈরি করে নিয়েছি।
এবার আমি ছোট ছোট বল গুলোকে একটার সাথে একটা জোড়া লাগিয়ে রিং তৈরি করে নিয়েছি।
এবার আমি সাইজে কিছুটা বড় একটা বল তৈরি করে নিলাম।
ছোট ছোট বল দিয়ে তৈরি করা রিং এর মাঝখানে আমি বড় এই বলটা বসিয়ে দিয়েছি।
এবার আমি অক্টোপাসের সাদা চোখ তৈরি করে নিয়েছি ক্লে দিয়ে। সাদা রংয়ের ক্লে এর মাঝখানে কালো রংয়ের জেল পেন দিয়ে একটা ডট দিয়ে দিলাম। সেই সাথে হলুদ রঙের ক্লে দিয়ে ঠোঁট তৈরি করে নিয়েছি।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1913620965231390889?t=16SfQuxjKywg_z5coxZ2Hg&s=19
https://x.com/IsratMim16/status/1913621569538261273?t=RV1baSHFTvJT1G-nP6H_Ug&s=19
অক্টোপাস দুটি ভিন্ন ভিন্ন কালারের হওয়াতে আরো চমৎকার দেখাচ্ছে। ক্লে দিয়ে চমৎকার ডিজাইনের মাধ্যমে দুটি দৃষ্টিনন্দন অক্টোপাস তৈরি করেছেন। আপনার শিল্প-কর্মের জন্য আপনাকে সাধুবাদ জানাই। কেননা আপনার তৈরি করা অক্টোপাসের দৃশ্য দুটি ভীষণ ভালো লাগলো আমার কাছে।
আপনাদের ভাল লাগাই আমার এই কাছে সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ক্লে দিয়ে করা কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে।আমার বাংলা ব্লগে অনেকেই প্রতিদিন নিত্যনতুন কিছু ক্লে দিয়ে তৈরি করে আমাদের সাথে শেয়ার করে থাকেন। জিনিসগুলো দেখতে খুব কিউট লাগে। আজ আপনি খেলে দিয়ে খুব সুন্দর কিউট অক্টোপাস তৈরি করেছেন দেখতে ভীষণ সুন্দর লাগছে। প্রতিটি ধাপ চমৎকারভাবে বিশ্লেষণ করে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে । আপনি আজ ক্লে দিয়ে বেশ সুন্দর অক্টোপাস তৈরি করেছেন আপু । ক্লে দিয়ে কিউট অক্টোপাস তৈরি দেখতে খুব সুন্দর লাগছে। আপনার অক্টোপাস তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।
ঠিক বলেছেন ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো আমার কাছেও বেশ ভালই লাগে ধন্যবাদ আপনাকে সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনার তৈরি করা অক্টোপাস গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। ক্লে দিয়ে কিউট অক্টোপাস তৈরি করেছেন দেখে সত্যিই অনেক ভালো লাগলো। নতুন কোনো কাজ করতে অনেক বেশি ভালো লাগে।
সুন্দর মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
বাহ বেশ দারুণ তো। দেখে কিন্তু বেশ চমৎকার লাগছে আপু। ক্লে দিয়ে কিউট অক্টোপাস টা দারুণ তৈরি করেছেন আপনি। বেশ অসাধারণ লাগছে আপনার পোস্ট টা। সবমিলিয়ে বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
একেবারে কিউট অক্টোপাস তৈরি করেছেন আপনি৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর অক্টোপাস দেখে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর অক্টোপাস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এবং এটি সবকিছু আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে এটি তৈরি করার ধাপগুলো একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ শেষ পর্যন্ত যখন এটি শেয়ার করেছেন এটি দেখে যেন মনে হচ্ছে এটি এখনই আমাদের কাছে চলে আসবে৷
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।
ক্লে দিয়ে চমৎকার সুন্দর অক্টোপাস বানিয়েছেন। ক্লে দিয়ে যে কোন কিছু বানাতে অনেক সহজ মনে হয় এবং বানানোর পর দেখতে অনেক সুন্দর লাগে। ক্লে দিয়ে আপনার বানানো অক্টোপাস টি সুন্দর হয়েছে ধাপে ধাপে অক্টোপাস বানানো পদ্ধতি আমাদের সঙ্গে চমৎকার সুন্দর করে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে ক্লে দিয়ে অক্টোপাস বানানোর পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।
ক্লে দিয়ে কোন কিছু তৈরি করার পর দেখতে আমার কাছে ও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।