বয়সটা যখন আঠাঁরো তখনি রাজ্যের যত চাপ !! [ shy-fox 10%]]
আজ - ২৭ই, অগ্রহায়ণ |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |
নমস্কার - আদাব ৷ মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন৷
হয়তো বা আজকের শিরোনাম টি দেখেছেন৷ যে আসলে আজকের পোস্টের মেইন মেনুটি কি হতে যাচ্ছে ৷ বয়স জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নাম৷ আমরা প্রতিক্ষনে প্রতি মুহূর্তে উপভোগ করছি৷ আবার আরেকটা সময় এলে সেই পুরনো সময়টাকে আর কখনোই ফিরে পাবো না ৷ বলতে গেলে সেই বয়সেও আর ফিরে যেতে পারবো না৷ তবে মানব জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বয়সের নাম হলো আঠাঁরো বছর ৷ এই ১৮ বছর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি জীবনটাকে চেনার জন্য বোঝার জন্য নতুন ভাবে তৈরি করার জন্য সবচেয়ে পারফেক্ট হলো এই আঠারো বছর বয়স৷ যেটা জীবনের গতি জীবনের উন্নতি বা যেটাই হোক না কেন পরিবর্তন করতে পারে ৷
খুব বেশি ঘুরিয়ে পেঁচি কথা না বললেও সরাসরি বলতে গেলে ৷ আমরা বাংলা ব্লগের প্রায় অধিকাংশ সদস্যই আঠারো প্লাস বলা যায়৷ তা আপনারা নিশ্চয়ই এই বয়সের সময়ে কে কতটুকু কতটা অনুভব উপলব্ধি করছেন তা জানি না৷ তবে বয়সের মধ্যে যে কত কিছু লুকিয়ে আছে৷ তা আসলে কয়েক টি পর্ব লিখলেও আসলে শেষ করার মতো না৷ এটা আসলে মনের এক অভ্যন্তরীণ লুকানো৷ আসলে মাঝে মাঝে কিছু মনের অনুভূতি যা আসলে প্রকাশ করার মতো নয়৷ যেটা প্রতিটি ব্যক্তি বা মানুষের ক্ষেত্রেই ৷
সেই ছোট্ট থেকে শুরু করে একটা বয়সে পা রাখা৷ জীবনের আসল মানে কি জীবনের অর্থ কি?? এবং কি পরবর্তী জীবনে ধাপিত হওয়ার জন্য তুমি আমি আপনি কি করবে৷ তার প্রতিটি প্রশ্নই থাকে এই আঠারো বছর বয়সের ক্ষেত্রে৷ তবে সেটা সবাই হয়তো উপলব্ধি করতে পারে কিংবা পারে না৷
ইন্টার ফার্স্ট ইয়ার বাংলা প্রথম পত্র বইয়ের ১৮ বছর বয়সের যে কবিতা ৷ সেটা সবাই পড়েছেন৷ যেখানে লেখা ছিল৷ ১৮ বছর বয়স কী দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি ৷ বিরাট বিশ্বসেরা দেয় যে উকি ৷
সব করবো সবকিছুকে জয় করবো মনে হাজার স্বপ্ন একদিন এটা হবে একদিন সেটা হব৷ সব কিছু জয় করার যে প্রবণতা সেটা আসলে এই বয়সটাতে৷ তবে সেই স্বপ্নটা পূরণ হোক বা না হোক৷ মনের মধ্যে এক কৌতূহল মনের মধ্যে উদ্দীপনা এক দুঃসাহস প্রতিনিয়তই উদ্দিত হতে থাকে ৷
কিন্তু এই বয়সটাতে এসে ভিড় করে হাজারো রাজ্যের চাপ ৷ যেখানে তোমাকে প্রতিনিয়তই ছুটে হাজারো স্বপ্ন এসে তোমাকে নতুন পথ দেখাবে৷ কিন্তু সেই স্বপ্নের মধ্যে কিছু স্বপ্ন রয়েছে শুধু ভ্রম৷ যেটা আসলে বাস্তবে গ্রুপে কখনোই নয় ৷ আবার কিছু কিছু স্বপ্ন যেটা জীবনকে নতুন রঙ্গিন এবং কি জীবনের পথকে সমৃদ্ধ করে ৷ আমরা কি করি অনেকেই সেই ভালোর পথে এগিয়ে যাই৷ আবার অনেকেই ভালোর পথে গিয়ে সবচেয়ে বিপদের পথেই ধাবিত হয়৷ এটা আমার কথা নয়৷ আমি বাস্তব বা নিজের অনুভূতি থেকে বলছি ৷
আবার এই বয়সের মাঝে রয়েছে হাজার কষ্ট দুঃখ বেদনাঐ যা আসলে কখনোই কাম্য ছিল না৷ যদিও বিশেষ করে বলতে হয় তাহলে নিম্ন বা মধ্যবিত্ত পরিবারের প্রতিটি সন্তানের কথা বলতে হয় ৷ তার জানে জীবনের আসল অর্থ মানে কি????৷
ঠিক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান দিতে হবে তার জীবনকে চিনতে শিখেছিল সেখান থেকে সে একটু উন্নত এবং কি উন্নত পথের দিকে ধাবিত হওয়ার লক্ষ্যে পৌঁছানোর আগেই তাকে আবারও সে পথ থেকে ফিরিয়ে আসতে হয়। এটি হলো সবচেয়ে বড় দুঃখ এবং কি কষ্টের জায়গা। এবার নেতা স্বপ্ন পূরণ করতে দিনশেষে পড়তে হয় হতাশায়৷
কারণ সে দিনে এক বেলা খেলে৷ আর বাকি আরেক বেলা খেতে পারবে কিনা তা নিয়ে কোন খবর নেই ৷ পরিবারের মা-বাবা অসুস্থ ভাই বোনকে দেখাশোনা কিংবা মা-বাবা দুজনেই পৃথিবী ছেড়ে চলে গেছেঐ তারা কিভাবে এই বয়সটির উপলব্ধি করবে৷ ঠিক সেভাবেই বলতে গেলে এই বয়সটা ভিন্ন এক মতবাদ ৷ যা জীবনকে অনেক কিছু শেখায়৷
আজ এ পর্যন্তই আবার হাজির পরবর্তী নতুন কোনো ব্লগ নিয়ে৷ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে চলুন৷
https://twitter.com/gopiray36436827/status/1603064744931270659?t=UVp1dozbgpDxhP-TfQY1Jw&s=19
আসলেই আঠারো বছর বয়স টা একটু কনফিউজড, হঠাৎ করেই জীবনে অনেক গুলো পরিবর্তন চলে আসে। এই সময়টা আমরা কিশোর ও না আমরা একদম যুবক ও নয় অদ্ভুতভাবে একটা মধ্যের শ্রেণীতে পড়ে যাই।
জি ভাই এই বয়সটা সত্যিই অনেক কনফিউজড ৷ আর এই বয়সটা সত্যি জীবনকে নতুন করে৷