আমার বাংলা ব্লগে পরিচিতি মূলক পোস্ট
আসসালামু আলাইকুম
আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটি আমার পরিচিতি মূলক পোস্ট "আমার বাংলা ব্লগ " কমিউনিটিতে । আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ ও সদস্যগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আশা করবো এই সুন্দর কমিউনিটির সাথে দীর্ঘ পথচলার সুযোগ আমাকে দিবেন।
আমার নাম ফারহানা আয়শা , বয়স ২৩ বছর ২০০০ সালের ২৪শে মার্চ জন্মগ্রহণ করি এই সুন্দর ধরনীতে। আমি একজন বাংলাদেশী নাগরিক এবং বাংলা আমার মাতৃভাষা। চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার লামা উপজেলায় আমার জন্ম ও বেড়ে ওঠা, বর্তমানেও এখানেই বসবাস করছি।
২০১৭ সালে মাধ্যমিক এবং২০১৯ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে বর্তমানে বান্দরবান সরকারি কলেজ এ ম্যানেজমেন্ট বিভাগ থেকে (বি.বি.এ অনার্স) তৃতীয় বর্ষে পড়ছি।
অবসর সময়ে আমি ভ্রমণ, বাগান করা ও লেখা লিখি করতে ভালোবাসি। এছাড়াও আমার ফটোগ্রাফি এর শখ আছে ।মাঝেমধ্যে ক্রাফটিং এবং হ্যান্ডপেইন্ট এর কাজ করতে আমি ভীষণ রকম পছন্দ করি।বান্দরবানের পাহাড়ি অঞ্চলে আমার বসবাস হওয়ায় আমি পাহাড়ে বেড়াতে সবচেয়ে বেশি পছন্দ করি।
আমার বাসায় একটি কম্পিউটার থাকায় আমি কম্পিউটার ব্যবহার করে কিছু করার চিন্তা করছিলাম। এজন্য আমি ইউটিউবে সার্চ করার মাধ্যমে নতুন নতুন তথ্য জানতে চেষ্টা করি,এভাবে আমি ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং দুটি কোর্স সম্পন্ন করেছি। একদিন আমি ইউটিউবে স্টিমিট সম্পর্কে জানতে পারি এবং এর সম্পর্কে বিস্তারিত জানতে আরো তথ্য সংগ্রহ করতে শুরু করি। এভাবেই ২০২২ এর নভেম্বর মাসে আমি স্টিমিট এ প্রথম পোস্ট করা শুরু করি এবং একজন ভেরিফাইড সদস্য হিসেবে স্টিমিট সদস্য হই।
যখন প্রথম ডিসকোর্ড ওপেন করি এবং নিউ কমার্স কমিউনিটির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি এভাবে আমি বেশ কয়েকটি কমিউনিটিতে যুক্ত হয়ে পড়ি তারমধ্যে আমার বাংলা ব্লগ একটি।এছাড়া বেশ কিছুদিন যাবত আমি একটি বাংলা কমিউনিটির সন্ধান করছিলাম তখনই আমি বিউটি অব ক্রিয়েটিভিটিতে একজন সদস্যের পোস্টসমূহ দেখার জন্য আইডিতে প্রবেশ করলে আমি এই সুন্দর কমিউনিটির সম্পর্কে জানতে পারি এবং এর সম্পর্কে বিস্তারিত জানতে কয়েকদিন সময় নেই। অবশেষে এই কমিউনিটির রুলস এবং পোস্ট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে আজ আমার পোস্ট পাবলিশ করছি।আমার কোনো পরিচিত না থাকায় কোনো রেফারেন্স ছাড়াই আমার পরিচিত পোস্ট করছি। আশা করবো আমাকে নিজেকে প্রকাশিত সুযোগ দিবেন।
পিকচার :-
আমার ২য় ইনকোর্স পরিক্ষা চলছে তাই কলেজে অবস্থান কালিন এক ফ্রেন্ডের সাহায্য নিয়ে ব্যানার হাতে পিকচার তুলেছি।
আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।
Post | Description |
---|---|
Category | photography |
Camera | smartphone |
Device | OPPO Find X3 Pro |
Photographer | @farhanaaysha |
Location | Bangladesh |
Achievement:1 link
Achievement: 2 link
Achievement:3
Achievement:4
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।
আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।
কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।
আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW
নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।
"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ
অনেক ধন্যবাদ। লেভেল -১ ক্লাসের জন্য অপেক্ষায় আছি
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার জীবন বৃত্তান্ত খুবই সুন্দর। পড়ে ভালো লাগলো আপনি বান্দরবান আছেন যেখানে অনেক বার ঘুরতে গিয়েছি । যাই হোক ভালো লাগলো কম্পিউটার পড়ে আছে সেটা কাজে লাগানো উচিত আপনার জন্য শুভকামনা রইল।
তাহলে অন্যতম স্যোসাল মিডিয়া ইউটিউব থেকে আপনি আমার বাংলা ব্লগ সম্পর্কে জানতে পেরেছেন। আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনার লেখাপড়া ইচ্ছা শখ সম্পর্কে জানতে পেরে বেশ ভালো লাগল । আপনার জন্য শুভকামনা।
খুবই সুন্দর ভাবে আপনি আপনার পরিচিতি মূলক পোস্ট শেয়ার করেছেন৷ আর আপনার এই পরিচিতিমুলক পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো৷ পরবর্তীতে সকল ক্লাস গুলো করে ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের মাঝে অনেকগুলো পোস্ট শেয়ার করে যাবেন বলে আশা করি৷