(এসো নিজে করি) : // হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন //
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সুন্দর একটি পোস্ট নিয়ে।
আজকে আপনাদের সাথে আরো একটি সেলাইয়ের পোস্ট শেয়ার করতে চলে এলাম।প্রতি সপ্তাহে একটি করে সেলাই এর পোস্ট করতে আমার খুবই ভালো লাগে। সেলাই করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। যদিও আমার ধৈর্য খুব কম।তবে সেলাই করতে বেশ ভালোই লাগে।আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর ফুলের হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন।এখানে আমি অনেকগুলো লেজি ডেইজি ফুল সেলাইয়ের মাধ্যমে ডিজাইনটি সেলাই করেছি।এই ধরনের ছোট ছোট ফুল সুঁই সুতার মাধ্যমে সেলাই করলে দেখতে অনেক সুন্দর দেখায়। আমি আসলে তেমন ভালো সেলাই করতে পারি না।তবে নিজের মতো করে চেষ্টা করি ভালোভাবে কাজগুলো করার। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইনটি করলাম।
১.সাদা কাপড়
২.সুঁই
৩.রঙিন এমব্রয়ডারি সুতা
৪.পেন্সিল
৫.ফ্রেম
প্রথমে আমি ফ্রেমের সাথে সাদা রঙের কাপড়টি সুন্দরভাবে সেট করে নিব। এরপর কাপড়টির উপর পেন্সিল দিয়ে লেজি ডেইজি ফুলের নকশাটি অংকন করব।
এরপর সুঁইয়ের মধ্যে বেগুনি রঙের সুতা পরিয়ে নিব।এরপর আমি লেজি ডেইজি সেলাই দিয়ে ফুলটি তৈরি করবো।প্রথমে সুঁইটি দাগ দেওয়া ফুলের নিচের অংশ দিয়ে উঠিয়ে নিব। এরপর একই জায়গায় আবার সুঁইটি নিচে নামিয়ে নিব। তারপর চিত্রের মতো করে সুঁইটি আবার নিচ থেকে সুতার মধ্যে দিয়ে তুলে আবার নিচে নামিয়ে নিব।এভাবে একটি পাপড়ি সেলাই করলাম।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
একইভাবে সবগুলো পাঁপড়ি সেলাই করার মাধ্যমে সম্পূর্ণ ফুলটি সেলাই করে নিব।
![]() | ![]() |
---|
একইভাবে এখানে আমি মোট ১১ টি ফুল সেলাই করে নিব।ফুলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল।
এখন সবুজ রঙের সুতা দিয়ে ফুলের ডাল সেলাই করে নিব।তাই প্রথমে সুঁইটি নিচ থেকে তুলে নিব।এরপর অনেক বড় একটি ফোঁড় দিয়ে আবার সুঁইটি নিচে নামিয়ে নিব।
![]() | ![]() |
---|
একইভাবে আমি এখানে মোট ছয়টি ডাল সেলাই করে নিব।
এরপর প্রতিটা ফুলের মধ্যে একটি করে ফ্রেঞ্চ গিঁট সেলাই দিব। প্রথমে কাপড়ের নিচ থেকে সুঁই উঠিয়ে নিব। এরপর সুঁই এর মাথায় সুতা দিয়ে তিনটি প্যাঁচ দিয়ে সুঁইটি কাপড়ের মধ্যে দিয়ে নামিয়ে নিচে টান দিব। এভাবেই হয়ে গেল ফ্রেঞ্চ গিঁট সেলাই।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
একইভাবে অনেকগুলো ফ্রেঞ্চ গিঁট সেলাই করে নিব।
এখন চিত্রের মতো করে বেগুনি রঙের সুতা দিয়ে ডালের নিচে সেলাই করে নিব।এখন ফুলের ডিজাইনটি দেখতে অনেক ভালো লাগছে।
আশা করি আপনাদের কাছে আজকের সেলাই করা হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের কাছে ফুলের নকশাটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আপনাদের সুন্দর মন্তব্য আমাকে সেলাইয়ের প্রতি আরো উৎসাহ প্রদান করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ডিভাইস | OPPO A15s |
---|---|
শ্রেণী | হ্যান্ড এমব্রয়ডারি পোস্ট |
ফটোগ্রাফার | @jerin-tasnim |
লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ |
---|
হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন দেখে খুব ভালো লাগলো। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন করার প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
ফুলের ডিজাইন প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে ।
সেই সাথে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর ফুলের ডিজাইন করেছেন আপনি, দেখতে তো দারুন লাগতেছে। আপনার এই কাজটা আমার কাছে অনেক ভালো লাগে। এর আগেও বেশ কয়েকটা হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন দেখেছি। আজকেও এরকম কিছুই করলেন দেখে অনেক ভালো লেগেছে। এক কথায় দারুন হয়েছে বলতে গেলে আপনার এই ফুলের ডিজাইন টা। সুতার কালারও অনেক সুন্দর ছিল। যার কারণে সাদা কাপড়ের উপর সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনি অনেক ধৈর্য ধরে এই কাজটা সম্পূর্ণ করেছেন। ধৈর্য আপনার না থাকলে কি হয়েছে, এগুলো করতে করতে এক সময় অনেক বেশি ধৈর্যশীল মানুষ হতে পারবেন আপনি।
আপু আপনার হাতের কাজ তো খুব সুন্দর। আপনি রঙিন সুতা দিয়ে খুব সুন্দর ভাবে সাদা কাপড়ের উপর ফুলের ডিজাইন করেছেন। ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে ফুলের কালার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাদা কাপড়ের উপরে যেন মনে হচ্ছে বাস্তবের এক গুচ্ছ ফুল রেখে দিয়েছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন দেখতে খুব ভালো লাগে। আপু আপনি সুচ ও সুতা ব্যবহার করে একগুচ্ছ ফুল তৈরি করেছেন। ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দেখে খুব সহজেই শিখে নেওয়া যাবে। ধন্যবাদ আপু।
আপনার শেয়ার করা হ্যান্ড এমব্রয়ডারি গুলো যথেষ্ট পরিমাণ সুন্দর হয় আপু। যেহেতু আপনি সময় দিয়ে ধৈর্য সহকারে করেন ভাল আউটপুটে আসে। অনেক ভালো লাগে আমার কাছে এমব্রয়ডারি গুলো। আজকেরটা অসাধারণ ছিল।
প্রায় প্রতি সপ্তাহে আপনার সেলাইয়ের পোস্টগুলো আমার দেখা হয়। এই ধরনের হাতের কাজগুলো আমি ভীষণ পছন্দ করি। আর এগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আজকের হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে তৈরি করা ফুলের ডিজাইনটি বেশ চমৎকার হয়েছে। বিশেষ করে সুতার কালার কম্বিনেশন টার কারণে খুব সুন্দর ফুটে উঠেছে। ভালো লাগলো আপনার কাজটা দেখে।
অনেক সুন্দর একটি ডিজাইন করেছেন আপনি ডিজাইনের প্রথমে সাদা কাপড়ের উপরে নীল রংটা ফুটে উঠেছে। আপনি ডিজাইন করার জন্য আপনি পেন্সিল দিয়ে প্রথমে আর্ট করে নিয়েছেন দেখে অনেক ভালো লাগছে আর ফুলের মাঝে হলুদ গোল গোল করে বল করেছেন সেটা আমার অনেক ভালো লেগেছে এবং প্রতিটা ধাপের বর্ণনা আপনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন অসাধারণ সুন্দর হয়েছে আপু।এই এমব্রয়ডারি গুলো ব্লাউজ, শাড়ি কিংবা বাচ্চাদের পোষাকে ভীষণ শোভা পায়।চমৎকার করে বানিয়েছেন আপনি ফুল গুলো।ধন্যবাদ আপনাকে এমব্রয়ডারি করার পদ্ধতি চমৎকার করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন দেখতে অনেক সুন্দর লাগতেছে আপু। এধরনের হাতের কাজ গুলো সত্যি প্রশংসনীয় কাজ। নিখুঁত ভাবে ডিজাইন করেছেন। আপনার সেলাইয়ের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। সব মিলিয়ে চমৎকার কাজ ধন্যবাদ আপনাকে আপু।