(এসো নিজে করি) ডাই :- ক্লে দিয়ে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র তৈরি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে ভিন্ন রকম ভাবে ক্লে দিয়ে খুব সুন্দর কিছু বিভিন্ন রকম বাদ্যযন্ত্র তৈরি করার চেষ্টা করলাম। সত্যি বলতে এই বাদ্যযন্ত্র গুলো তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগলো। কারণ এরকম বাদ্যযন্ত্র গুলো সব সময় ছোটবেলায় অনেক দেখতাম। বিশেষ করে মেলায় ঘুরতে গেলে এরকম সাজানো বাদ্যযন্ত্র গুলো দেখা যেতে।
তাই আজকে আমি ক্লে দিয়ে নিজের মতো করে এই বাদ্যযন্ত্র গুলো তৈরি করার চেষ্টা করলাম। বিশেষ করে এই ছোট ছোট বাদ্যযন্ত্র গুলো নিখুঁত হাতে তৈরি করতে একটু বেশি সময় লাগলো। কারণ ক্লে এগুলো নরম হওয়ার কারণে যে কোন জিনিস তৈরি করতে একটু সময় দিয়ে তৈরি করতে হয়। ঠিক তেমনি আমার তৈরি করা এই সুন্দর বাদ্যযন্ত্র গুলো তৈরি করতে অনেক সময় লেগেছিল। যে কোন জিনিস তৈরি করার পরে যখন আপনাদের কাছ ভালো লাগে সুন্দর মন্তব্য পায় তখন আরো ভালো লাগে। যাইহোক আশা করে আমার তৈরি করা এই বাদ্যযন্ত্র গুলো দেখে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে।
উপকরণ
✓ ক্লে
✓ কার্ডবোর্ড
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি হালকা কালারের দুটি গোল অংশ তৈরি করে তার চারপাশের কিছু অংশ চিকন করে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর মাঝখানে ক্লে দুপাশে হালকা অংশটাকে জোটা লাগিয়ে তার চারপাশে কিছু আঁকার লাগিয়ে মাঝখানে কালো রঙের বৃত্ত দিয়ে একটি তবলা তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
একই রকম ভাবে আরো একটু ছোট কেটে দিয়ে একটি ছোট তবলা সুন্দর করে ধাপে ধাপে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর হলুদ এবং কফি রঙের ক্লে নিয়ে একটি বাঁশির মতো করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর কফি কালার এবং আরো দুটি কালার দিয়ে সুন্দর একটি গিটার ধাপে ধাপে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
এরপর কফি কালার এবং সাদা ক্লে দিয়ে আরো একটি বাদ্যযন্ত্র সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর আরো দুটি কালারের ক্লে দিয়ে দুপাশ জোড়া লাগিয়ে আরো একটি বাদ্যযন্ত্র তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর তবলার মত করে আরও একটি তৈরি করে দুটি উপরে বাজনা বাজানোর লাঠি তৈরি করে লাগিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপর কফি রঙের ক্লে সমান করে দুপাশে আরো দুটি কালারের গেলে লাগিয়ে একটি ঢোল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ১০ :
এরপর বড় আরও একটি বাদ্যযন্ত্র সুন্দর করে আরো দুটি কালারের দিয়ে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ১১ :
তারপর এটি কার্ডবোর্ড এর উপরে হলুদ আর চারপাশে লাল রং করে তার উপরে সব বাদ্যযন্ত্র গুলো সাজিয়ে নিলাম।
ধাপ - ১২ :
এভাবেই খুব সুন্দর করে কয়েকটি বাদ্যযন্ত্র তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এই আকর্ষণীয় বাদ্যযন্ত্র গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো কাজটি করা শেষ করি। আশা করি আমার আজকের এই স্ট্রবেরিটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1898736282018406566?t=oiwemrf75KgS10622HXbQQ&s=19
ক্লে দিয়ে এভাবে বিভিন্ন জিনিস তৈরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনি তো অনেক সুন্দর করে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করেছেন ক্লে দিয়ে। প্রতিটা জিনিস দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল। অনেক নিখুঁতভাবে এবং অনেক সময় ব্যবহার করে আপনি এগুলো তৈরি করেছেন যা দেখেই বুঝতে পারছি।
আমার কাছে পুরোটাই খুব সুন্দর লেগেছে। আপনি সত্যি অনেক সুন্দর ডাই তৈরি করতে পারেন। আপনার এরকম হাতের কাজ দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে থাকা প্রতিটা জিনিস অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপু সুন্দর একটা ডাই তৈরি করে শেয়ার করার জন্য।
ডাইক্লে দিয়ে কত সুন্দর সব বাদ্যযন্ত্র তৈরি করেছেন আপু। আপনার এই হাতের কাজের প্রশংসা না করে পারছি না। প্রত্যেকটি বাদ্যযন্ত্র ভীষণ সূক্ষ্ম এবং সুন্দরভাবে তৈরি করেছেন। খুব সূক্ষ্মভাবে দেখলেও আপনার এই হাতের কাজটি দেখে অবাক হতেই হয়। যথেষ্ট পরিশ্রম করে এই শিল্পকর্মটি তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো।
ক্লে বা মাটি দিয়ে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তৈরি করা একটি শিল্পমূলক এবং সৃজনশীল প্রক্রিয়া।ক্লে দিয়ে বাদ্যযন্ত্র তৈরি শিল্পীর সৃজনশীলতা এবং ঐতিহ্যবাহী শিল্পের সংমিশ্রণ। এটি শুধু শিল্পের প্রকাশ নয়, বরং সংস্কৃতির ধারক ও বাহক হিসেবেও কাজ করে। আপনার ডাই প্রজেক্টটি দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
ক্লে দিয়ে যে এত কিছু তৈরি করা যায় শুধু দেখি আর ভাবি। আপনার পোস্টটা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম আপু। ক্লে দিয়ে তৈরি করা সকল প্রকারের বাদ্যযন্ত্র দেখতে অসাধারণ হয়েছে। এগুলো তৈরি করতে আপনার অনেক বেশি ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপনাকে ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে চমৎকার কয়েকটি বাদ্যযন্ত্র বানিয়েছেন। এই উপমহাদেশের দেশগুলোতে সংগীত চর্চা যত বেশি পরিমাণে হয় এবং সংগীতকে কেন্দ্র করে তার যন্ত্রপাতির চর্চাও অনেক বেশি। যার ফলে মানুষের মানসিক গঠন অন্যরকম হতে পারে। আপনি জানেন যে ডুগডুগিটা আপনি বানিয়েছেন সেই ডুগডুগির পেছনে বৃহৎ ইতিহাস রয়েছে। বলা যায় আমাদের এই দিকে প্রথম যে বাদ্যযন্ত্র তৈরি হয়েছিল তা ছিল ডুগডুগি। খুবই ভালো লাগলো আপনার হাতের কাজ আগেও তো দেখেছি এখনো ভীষণ ভালো হয়েছে ।