কুষ্টিয়ার কালা মানিক নামে ১৬০০শ কেজি ওজনের গরু

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু-আলাইকুম।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আমি@ Al-Aminইসলাম আছি আপনাদের সাথে।
আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে কুষ্টিয়ার কালো মানিক এর কথা আলোচনা করব ,আপনারা হয়তো ভাবছেন কুষ্টিয়ার কালো মানিক আবার কে কুষ্টিয়ার কালো মানিক আর কেউ নয় খনি নয় ,আসামি নয় ,কুষ্টিয়ার কালো মানিক হলো একটি গরুর নাম ।কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সাতবাড়িয়া গ্রামে সাবেক ধর্মপুর ইউনিয়ন পরিষদ মেম্বার মাহাবুল ভাই তার গরুর নাম শখ করে রাখেন কুষ্টিয়ার কালা মানিক। আজ শুক্রবার ছুটির দিন করোনা আর শাটডাউন কোনকিছুই মন মানে না তাই আসরের নামাজ শেষ করে আমি আর আমার এলাকার বড় ভাই মোটরসাইকেল নিয়ে বিকেলবেলা ঘুরতে বের হলাম তো বড় ভাই বলল চল গরু দেখে আসি আমি বললাম কার গরু , বড় ভাই বলল মাহাবুল ভাইএর গরু ।গত এক মাস আগে আমি যখন গাজীপুর ছিলাম তখন ফেসবুকে ইউটিউবে দেখেছিলাম কুষ্টিয়ার কালা মানিক কে এবং তার টিউটোরিয়াল দেখছিলাম ওই টিউটোরিয়ালে উল্লেখ ছিল মাহাবুল ভাইয়ের গরুর ওজন ১৬০০ কেজি অথবা ৪০ মণ এবং সবচেয়ে মজার বিষয় হলো মাহাবুল ভাই হলো আমার বাসা থেকে এক কিলো দূরে তার বাসা, ইউটিউবে টিউটোরিয়াল দেখেছিলাম এবং গরুকেও দেখেছিলাম ছবিতে গরুকে দেখে মনে হলো না যে গরুর ওজন ১৬০০ কেজি অথবা ৪০ মণ তাই বাস্তবে দেখার জন্য তার বাড়ি যায় যে দেখি তার খামারের সামনে অনেক মানুষ ভিড় করে আছে এবং সত্যিই কালা মানিক কে দেখে আমার ভয় হয় কারন
জীবনের প্রথম বাস্তবে এত বড় গরু দেখলাম, এত বড় পশু দেখছি তার নাম হাতি ,কুষ্টিয়ার কালা মানিক বড় একটা হাতের সমান, মাহাবুল ভাই এর সাথে কথা হল ,ভাই বলল গরু কোরবানি ঈদের আগে বিক্রয় করতে হবে ,আমি ভাইকে বললাম কত টাকা হলে বিক্রয় করবেন মাহাবুল ভাই বলল ৩০ লাখ টাকা ,আমি তখন বললাম এখন পর্যন্ত কত লাখ টাকা দাম উঠছে ,তিনি বললেন ১৮ লাখ টাকা পর্যন্ত দাম উঠছে, সত্যিই অবাক করার বিষয় একটা গরুর দাম ১৮ লাখ টাকা ১৬০০কেজি হবে তার মাংস বা ৪০ মণ ।এই কুষ্টিয়ার কালা মানিক সশরীরে দেখে আসার সময় আমার ছোট্ট মোবাইল ফোনের তার কিছু আলোকচিত্র নিয়ে এসেছি তা আপনারা দেখতে পাচ্ছেন এবং গরুটি এখনো বিক্রয় হয় নাই যদি গরুটি কেউ নিতে চান তাহলে ইউটিউব সার্চ করবেন তাহলে মাহাবুল ভাইয়ের নাম্বার আপনি পেয়ে যাবেন এবং গরুটির বর্ণনা পেয়ে যাবেন এমনকি আমাকেও বলতে পারেন গরুটিকে দেখে আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন ।ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

IMG20210709180220.jpg

W3w

IMG20210709180439.jpg

W3w

IMG20210709180207.jpg

W3w

DeviceRedmi Note 8
Camera48 mp
Photo byAl-Amin

IMG_20210704_013550.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিকাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ওদশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, বর্তমানে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি,আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Sort:  
 4 years ago 

লেখাগুলো বিভিন্ন প্যারায় বিভক্ত করে এবং ছবিগুলো লেখার মাঝখানে মাঝখানে সাজিয়ে দিলে পোস্টটি দেখতে অনেক সুন্দর লাগতো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94028.11
ETH 2640.97
USDT 1.00
SBD 0.68