হাতের কাজ // সেলাই মেশিনের সাহায্যে ডাইনিং টেবিলের কভার তৈরি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে এর আগে বলা হয়নি আমি সময় সুযোগ পেলে কিছু হাতের কাজ করে থাকি তার মধ্যে সেলাই করা অন্যতম। যদিও আমি সম্পূর্ণ নতুন আস্তে আস্তে সেলাইয়ের কাজ শিখছি তাই আজকে আমি আপনাদের মাঝে আমাদের ডাইনিং চেয়ারের কভার কেটে সেলাই করে শেয়ার করব। মাসখানেক হয়েছে আমাদের নতুন ডাইনিং চেয়ার এবং টেবিল অর্ডার দিয়ে কেনা হয়েছে। এক মাসেই আমাদের চেয়ার গুলো কেমন যেন মনে হলো আমার কাছে এর বার্নিশ গুলো কিছুটা নষ্ট হয়ে যাওয়ার পথে। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে আমার আম্মুকে বলেছিলাম যে আমাদের ডাইনিং চেয়ারের জন্য অন্তত কিছু কভার কিনে আনার জন্য। আর সেজন্য আম্মুও বেশ কয়েকটি জায়গায় ডাইনিং চেয়ারের জন্য কভার কেনার জন্য চেষ্টা করে কিন্তু সেরকম ভাবে পছন্দ না হওয়াতে আর কিনা হয়নি।
আমাদের বাসায় আমার আন্টির দেওয়া একটি মোটা কাপড় ছিল এবং কাপড়টি দেখতে অনেক সুন্দর ছিল। হঠাৎ মনে পড়ল সেই কাপড়টির কথা। তখন আম্মুকে বললাম যে ওই কাপড় দিয়ে যদি আমরা আমাদের ডাইনিং চেয়ারের জন্য কভার তৈরি করি তাদের দেখতে তো ভালোই হবে। তখন আম্মু বলল হ্যাঁ ঠিকই বলেছ তাহলে তো আমরা নিজেরাই এই ডাইনিং চেয়ারের কভারগুলো তৈরি করে ফেলতে পারি, যেহেতু আমাদের বাসায় মেশিন আছে। তখন আমি আম্মুকে বললাম যে যেহেতু আমি নতুন কাজ শিখছি আর এই কাজটা তেমন একটা কঠিন নয় তাই আমি এই কাপড়গুলো দিয়ে ডাইনিং চেয়ারের কভার তৈরি করব নিজের হাতে। এরপর আম্মু বলল তাহলে তো ভালই হয় এতে আরো তোমার কাজ শিখার প্রতি আগ্রহ বাড়বে এবং ভালো করে কাজটা শিখাও হয়ে যাবে। যেহেতু আমি নতুন তাই এই কভারগুলো বানাতে আমার অনেক সময় লেগে যায় এবং অনেকটা কষ্ট হয়ে তবে কষ্টকে কষ্ট না মনে করে অবশেষে ডাইনিং চেয়ারের কভারগুলো তৈরি করে ফেললাম। তাহলে চলুন বন্ধুরা কিভাবে আমি এই ডাইনিং চেয়ারের জন্য কভারগুলো তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে আসি।
ডাইনিং চেয়ারের কভারের সর্বশেষ ফটোগ্রাফি
- মোটা কাপড়
- মেজারমেন্ট টেপ
- কেঁচি
- কলম
- টেইলারিং রুলার
- সুতা ও
- সেলাই মেশিন।
- প্রথমে আমি চেয়ার গুলো উপরে মেজারমেন্ট টেপ দিয়ে এর প্রস্থ মেপে নিলাম।
- এরপর আমি আমাদের ডাইনিং চেয়ারের মেজারমেন্ট টেপ দিয়ে দৈর্ঘ্য ও উচ্চতা মেপে নিলাম।
- এবার আমি ফ্লোরে পুরো কাপড়টি বিছিয়ে নিলাম। তারপর যে মেজারমেন্টগুলো আমি নিয়েছি সেগুলো কাপড়ের মধ্যে টেইলারিং স্কেলের সাহায্যে কলম দিয়ে মার্ক করে নিলাম।
- এভাবে আমি এক একটা চেয়ারের জন্য বেক ও ফ্রন্ট পাট আর সাইটের জন্য দুইটা প্যানেল কেটে নিলাম। এভাবে আমি সবগুলো চেয়ারের জন্য কেটে নিলাম।
- এবার আমি সবগুলো প্যানেলের বর্ডার সেলাই করে নিলাম।
- তারপর আমি ব্যাক ও ফ্রন্ট পার্ট গুলো এক এক করে বর্ডার সেলাই করে নিলাম।
- তারপর আমি একটার সাথে একটা সেলাই করে ডাইনিং চেয়ার এর কভার তৈরি করে নিলাম। এবার আমি চারটি চেয়ারের জন্য চারটা কভার সেলাই করে তৈরি করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
বলতেই হয় আপনার হাতের কাজ খুবই চমৎকার। সেলাই মেশিনের সাহায্যে ডাইনিং টেবিলের খুব সুন্দর কভার তৈরি করেছেন। আমিও সেলাই মেশিনের টুকটাক কাজ পারি। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়ে আপনার হাতের কাজটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি হাতের কাজ শেয়ার করেছেন আপনি৷ এটি তৈরি করার মাধ্যমে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন৷ এরকমভাবে কভার তৈরি করা যায় সেটি আমার কখনো জানা ছিল না৷ আপনার কাছ থেকে প্রথম আমি এটা জানতে পারলাম৷ খুবই ভালোভাবে আপনি এটি তৈরি করে ফেলেছেন যা দেখে খুবই ভালো লাগলো৷
বাসায় একটা সেলাই মেশিন থাকলে ভালো সেলাই করা যায় । আপনি তো ভালই আপনার আন্টির দেওয়া কাপড়টা দিয়ে সুন্দর চেয়ারের কভারগুলো বানিয়ে ফেলেছেন । ভালোই হয়েছে এখন নিজের হাতে ছোট ছোট করে কাজগুলো করতে পারবেন আর আপনার কাজটাও অনেক ভালো করে শেখা হবে ।
গঠনমূলক মন্তব্য করে সাহিত্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি নতুন সেলাইয়ের কাজ শিখছেন দেখছি। বাড়িতে আপনার আন্টির দেওয়া অনেকটা সুন্দর কাপড় থাকায় নিজেই মেশিনের সাহায্যে ডাইনিং চেয়ারের কভার তৈরি করে ফেলেছেন দেখে খুব ভালো লাগলো আপু। শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আগে প্রায় বাসায় গেলে দেখতে পেতাম ডাইনিং টেবিলের কভার । এখন তেমন একটা দেখা যায় না। আপনি ডাইনিং টেবিলের কভার তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। চেয়ারের কভার গুলো খুবই সুন্দর হয়েছে। নিজেই মেশিনের সাহায্যে ডাইনিং টেবিলের কভার তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম
আপু আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর দক্ষতার সহিত কাজ করেছেন সেটি হচ্ছে,সেলাই মেশিনের সাহায্যে ডাইনিং টেবিলের কভার তৈরি। কভারটি দেখে আমার অনেক ভালো লেগেছে এবং বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষ টেইলার্স ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার স্বরূপ আমাদের মাঝে দেওয়ার জন্য।
না ভাইয়া অত ভালো সেলাই করতে পারি না। তবে মাঝেমধ্যে একটু চেষ্টা করি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর একটি হাতের কাজ আজকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। সেলাই মেশিনের সাহায্যে অনেক কিছুই তৈরি করা যায়। তবে আজকে আপনি টেবিল এর কভার তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধাপগুলো বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু ধন্যবাদ।
ঠিকই বলেছেন আপু সেলাই মেশিনের মাধ্যমে অনেক কিছু তৈরি করা যায়। আমার কভার গুলো তৈরি করা আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনি তো আপু দারুন গুনে গুণান্বিতা। অনেক ভালো ক্রিয়েটিভিটি আপনার। বেশ সুন্দর করে মোটা কাপড় দিয়ে ডাইনিং এর কাবার তৈরি করে নিলেন। এ ধরনের কাজগুলো নিজে নিজে করতে পারলে কিন্তু কোন ঝামেলায় আর পড়তে হয় না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন এই ধরনের ছোটখাটো কাজগুলো নিজের হাতে করতে পারলে অনেক ঝামেলায় পড়তে হয় না। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আপনার আন্টির দেওয়া কাপড় খুব ভালো একটা কাজে লাগিয়েছেন। আপনার হাতের কাজ খুবই সুন্দর। বিয়ের আগে মা আমাকে অনেক বার বলেছিল সেলাই কাজ শেখার জন্য কিন্তু তখন গুরুত্ব দেওয়া হয়নি। এখন বুঝি সেই সময় না শিখে কত বড় ভুল করেছি। এখন বাড়তি কাজ করার সময়ই পাওয়া যায় না। যাই হোক আপনার ডাইনিং টেবিলের সুন্দর কভার দেখে ভালো লাগলো। ধন্যবাদ।
ঠিকই বলেছেন টুকটাক একটু হাতের কাছে জানা থাকলে আমাদের জন্য সেটি অনেক ভালো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ডাইনিং টেবিলের চেয়ার গুলোর কভার অনেক সুন্দর লাগছে হাতের কাজ টা দারুন হয়েছে অনেক পরিশ্রম করে বানিয়েছেন সুন্দর লাগছে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।