স্টিমিটে আমার প্রথম পোস্ট !
প্রথমেই বলি , আপনার কেমন আছেন ? আশা করি ভালোই আছনে। আমি স্টিমিট এর নাম তো শুনেছি কিন্তু আশা হয়নি অনেক দিন ধরে , বলতে গেলে একটু বাসায় চাপে ছিলাম তাই আর আসতে পারিনি , কিন্তু এখন একটু ফ্রি আছি , তাই ভাবলাম আপনাদের সাথে যদি কিছু শিক্ষণীয় বিষয় শেয়ার করি , আর আমার নাম : রুজিনা বেগম , নামটা একটু পুরুনো পুরুনো ,তাই আমাকে অনেকেই রুজি বলে ডাকে , আর আমি বর্তমানে আমার বাড়িতে মানে গাজীপুর এ থাকি , আর ইচ্ছা ছিল ডেভেলপার হবো মানে কোডিং করবো কিন্তু কোরোনার কারণে একটু পিছিয়ে যাচ্ছি ,
আর নিজের সম্পর্কে বলতে গেলে কেমন আটকিয়ে আটকিয়ে যাই , মনে আর আর কিছু জানিনা , আর সত্যি বলতে আমি জানিনা যে এখনই কোডিং বিষয়ক কিছু শেয়ার করা যাবে , আমি ওই দিন দাদার পোস্ট এ দেখতে পেলাম যে টুনি পাইথন শিখাচ্ছে , আসলে এইটা দেখার পর আমার অনেক খুশি হয়েছি যে যারা কোডিং শিখতে চাচ্ছেন তারা এখান থেকে অনেকটা উপকৃত হবে , আর সত্যি বলে আমিও চাই মাঝে মাঝে আপনাদের সাথে কোডিং বিষয়ক কিছু শেয়ার করতে , সাপোর্ট পাই আর না পাই সেটা বড় কথা নয় , সব থেকে বড় কথা হলো যে আমার দ্বারা কেউ একজন উপকৃত হচ্ছে , আর জীবনে একজনকে সাহায্য করা থেকে ভালো মনে হয়না আর কিছু আছে !
আপনারা ভাবতে পারেন মেয়ে হয়ে কিভাবে কোডিং শিখব , কিন্তু আমি যে ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিচ্ছিলাম সেটাতে শুধু মেয়েরাই শিখতো , ও খানে শুধু আমি না আরো প্রায় শত খানেক মেয়ে আছে যারা কোডিং শিখছে !
এই ছবি গুলো হয়তো আপনাদের কাছে আজব আজব লাগছে , কিন্তু কিচ্ছু করার নেই আমার ফোন দিয়ে আর থেকে বেশি ভালো ছবি উঠে না :( . তাই বাধ্য হয়েও এই ছবি গুলো দিতে হয়েছে , আসা করি আপনাদের তথ্য সংগ্রহ করতে কোনো সমস্যার মুখ মুখী হয়ে হবে না , আর যদি হয় তাহলে দোয়া করে আমার ক্ষমা করবেন !
ধন্যবাদ !
আপনি অবশ্যই পারবেন। চেষ্টা করে যান।
দাদার পোস্ট গুলো ফলো করুন। অনেক কিছু জানতে ও শিখতে পারবেন।
জি ভাইয়া , আমি দাদাকে দেখেই উৎসাহিত হয়েছি আপনাদের সাথে কোডিং রিলেটেড কিছু শেয়ার করার জন্য , অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)
Btw , vaiya , ami discord a general chat access korte parchina , maybe role deya lagbe , apni jodi diya den tahole upokritto hobo :)
@rujinabegum প্রিয় আপু,
আমার বাংলা ব্লগ সম্পূর্ণ বাংলায় লেখার একটি ব্লকচেইন সোস্যাল সাইট। এখানে যা লিখবেন বাংলায় লিখবেন, রোমান হরফে বাংলা লিখা থেকে বিরত থাকুন। এতে আপনার আমাদের সাথে যাত্রা অনেক ভালো হবে।
ধন্যবাদ আপনাকে আপু।
আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকার জন্য এবং ডিসকর্ড সার্ভারে যুক্ত হওয়ার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপু :)
আমাদের কমিউনিটি তে আপনাকে স্বাগতম। শুভেচ্ছা রইল আপনার জন্য। আশা করছি আপনি সকল নিয়ম কানুন মেনে আগামীতে আমাদের সাথে ভাল ভাল পোস্ট শেয়ার করবেন।
ধন্যবাদ আপু :)
আপনাকে বাংলা ব্লগে স্বাগতম জানাচ্ছি।আশা করছি আপনি আমাদের কমিউনিটির সাথে কাজ করে অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া :)
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম জানাচ্ছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি নিজস্ব কিছু নিয়ম-কানুন রয়েছে। আশা করি সেগুলো আপনি মেনে চলবেন এবং আমাদের কমিউনিটি তে কিছু পিন করা পোস্ট আছে যেগুলো দেখলে আপনি আমাদের কমিউনিটি আপডেট ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া :)
প্রথমেই আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগত জানাই।
মেয়ে হওয়ার সাথে কোডিং করতে পারার কোনো সম্পর্ক নেই। মেয়েরা সবই পারে। আমি আপনার কাছ থেকে কিছু শেখার জন্য অধীর আগ্রহে রইলাম
ধন্যবাদ ভাইয়া :)