মৃত্যুর আগের বলে যাওয়া কথা রাখা হয় তো?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
প্রতিনিয়ত আপনাদের সাথে নিজের সব চিন্তা ভাবনা গুলো আলোচনা করতে বরাবরই ভালো লাগে। তাই আজকে হঠাৎ করে যে প্রশ্নটা মাথায় এসেছে, ভাবলাম যে সেই প্রশ্নটা আপনাদের কেই করা যাক। আসলে টাইটেলে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন। সেটাই আমার প্রশ্ন। অর্থাৎ আমরা অনেক সময় দেখতে পাই যে, অনেক মানুষ মৃত্যুর আগে অনেক কথা বলে যায়। এবং আমি যদি ইসলামী ভাষায় বলি, তাহলে এটাকে বোধহয় অসিয়ত করে যাওয়া বলে।আমি ভুল ও হতে পারি। কারণ শব্দচয়নটা হয়তো আমি ভুল করছি।
অর্থাৎ মূল ব্যাপারটি হলো, মৃত্যুর আগে কোনো কিছু বলে যাওয়া। কিন্তু আমার মনে হঠাৎ করেই একটা প্রশ্ন ঘুরছে যে, কোনো মানুষ যখন মৃত্যুর আগে কোনো কথা বলে। তখন স্বাভাবিকভাবে কিন্তু অনেক বেশি ভালো চিন্তাশক্তিতে সে থাকেনা এবং সে কি বলে হয়তো অনেক সময় সেটা সে নিজেও জানে না কিংবা হয়তো জানে। কিন্তু আমার প্রশ্ন হলো, কেউ যখন কোনো কিছু বলে যায়। তখন কি সেটা আসলেই রাখা হয়?
আসলে আমার জীবনে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এই ধরনের ঘটনা ঘটেনি। অর্থাৎ এমন কোনো প্রিয় মানুষ জীবন থেকে চলে যায়নি, যে কোনো কথা দিয়ে আমাকে এরপর যাবে। তাই ব্যাপারটা আমি জানিনা।তাই আমি আপনাদের কাছে জানতে চাইছি যে, এটা কি সত্যি হয় এবং কেউ যদি কোনো কথা বলে যায় মৃত্যুর আগে। তাহলে কি তার মৃত্যুর পরে সে কাজটি পূর্ণ করা হয় নাকি হয় না?
আর কেউ যখন মৃত্যুর পরের কোনো কিছু বলে যায়। সেটা আসলে কোনো বেসিস এই বলে যায়। কারণ ধরুন আমি যদি মারা যাই। তাহলে কিন্তু ওই কাজটির আমার কাছে কোনো ভ্যালু থাকবে না। তার কারণ হলো, আমি তো ওই কাজটি দেখতে পারছি না তাই। সেটা হলো কি হলো না, তাতে আসলে কি যায় আসে?
এই বিষয়টা আমিও ক্লিয়ার না।তবে শুনেছি এমন কথা।আমার এক বড় মা মারা যাওয়ার আগে বলেছিলেন তার নাতির সাথে একটা মেয়ের বিয়ে দেয়ার কথা।যেখানে তারা দুজন কেউই রাজি ছিল না।কিন্তু বড় মায়ের শেষ কথায় তাদের অমতেই বিয়ে করতে হয়েছে। আর এই কথার কোনো মূল্য আছে কিনা জানিনা।তবে একজন মৃত মানুষের কথার জন্য জীবিত মানুষদের পছন্দ বা ইচ্ছার বলি দিতে হয়। যদিও আমি জানিনা এটার ফল কি। তবে আমাদের বাড়িতে আবার একটা নিয়ম আছে। প্রতিবছরই রমজান মাসে একটা বড় খাবারের আয়োজন করতে হয়। সেটা না করা হলে কলেরা লেগে যায়,আর গণকবর করা লাগে। এটা আমাদের বাড়ির সর্বপ্রথম মানুষের ওসিয়ত করা,যিনি অনেক বড় একজন মানুষ ছিলেন। কিন্তু একবছর না করার কারণে অনেক মানুষের প্রাণহানি হয় কলেরার জন্য।