সমুদ্র না পাহাড় কোনটা সেরা

in Account Booster 👍3 years ago

IMG_20211006_221312.jpg

প্রিয় পাঠকগণ,
আশাকরি সবাই ভালো আছেন। আজ বাংলাতে নিজের কথাগুলো লিখবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আপনারা অনেকেই জানেন প্রকৃতির ডাকে ছুটে যাওয়া আমার অন্যতম নেশা।

তাই সুযোগ পেলে সেটা আমি পারতপক্ষে হাতছাড়া করতে নারাজ।

প্রতিবার যখনই কোথাও ঘুরতে যাবার পরিকল্পনা করা হয়, সর্ব প্রথম যে বিষয়টা আমি খেয়াল করি সেটা হচ্ছে নানা মুনির নানা মত। কারোর পাহাড় পছন্দ আবার কারোর সমুদ্র।

IMG_20211216_192443.jpg


IMG_20211217_220350.jpg

একদিক এ সুবিধা আমার পাহাড় এবং সমুদ্র দুটোই সমান পছন্দের।

আমি মনে করি দুজনেই তার নিজেস্ব সৌন্দর্য্য বহন করে চলেছে। কাজেই যখন এই তর্কের মাঝে আমার মতামত জিজ্ঞাসা করে তখন আমি ফেঁসে যাই।

একজনের সপক্ষে বলতে হলে অন্য কোন এর গাল ভার! আবার চুপ করে থাকলে অন্য অসুবিধা।

মাঝে পড়ে আমার অবস্থা ওই ভঙ্গিল পর্বতের মত। এই রে আবার পাহাড়ের উদাহরণ দিলাম সমুদ্র প্রেমীরা নির্ঘাত ক্ষেপে যাবেন।

IMG-20210909-WA0016.jpg

যাক অবশেষে বলতে চাই প্রকৃতির সবসৌন্দর্য তার নিজেসহ ঐতিহ্য বহন করে।
আশাকরি আজকের ছবিগুলো সেটা বুঝতে আপনাদের সাহায্য করবে।

আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 77107.68
ETH 1483.71
USDT 1.00
SBD 0.71