চোখের সামনে ঘটতে যাওয়া একটি বড় দুর্ঘটনা
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করবেন।
সবাইকে আমার পক্ষ থেকে সাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।
কমিউনিটির সকলে কেমন আছেন। সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি আশা করি সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।
আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি প্রকাশ করব সেই বিষয়টি হঠাৎ হয়ে যাওয়ার কারণে এ বিষয়ের ফটোগ্রাফি আমি করতে পারিনি। তবে এ বিষয়টি কিভাবে হয়েছে সেটি আমি আপনাদের মাঝে প্রকাশ করব। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি প্রকাশ করব সেই বিষয়টি হল আমার চোখের সামনে হঠাৎ একটি দুর্ঘটনায় ঘটে যাওয়া কিছু কথা।
আমি যখন আমাদের বাজারে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য তখন রাস্তার যে মোড় ছিল সেই মোড় খুবই ভয়ানক ছিল। সে মোড়ে আগেও অনেক ধরনের দুর্ঘটনা হয়েছে। কিন্তু আজকে আমি এই দুর্ঘটনা ঘটতে যাওয়ার আগ মুহূর্তের দৃশ্যটা দেখতে পারি । রাস্তার একপাশে একটি বাস আসছিল এবং আরেক পাশ থেকে একটি সিএনজি গাড়ি আসছিল। যখন এই দুটি গাড়ি একসাথে মোড়ে ঘুরছিল তখন অল্প একটুর জন্য বাসের সাথে এই সিএনজি ধাক্কা লেগে যেতে পারতো।
যখন এই বাসটি এর সামনের মাথাকে ঘুরিয়ে দিল তখন ওই সিএনজির পিছনের দিকটিও এই বাসের সাথে লাগতে আর মাত্র এক ইঞ্চি বাকি ছিল। আর এক ইঞ্চি যদি বাসটি ঘুরিয়ে দিত তখন সিএনজির পিছনের দিকে লেগে গিয়ে একটি বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো। তবে বাস ড্রাইভার খুবই সচেতন ছিলেন এবং ঐ মোড়ে যখন তিনি গাড়ি ঘুরাচ্ছিলেন তখন ওই সিএনজির কার্যকলাপ দেখে তিনি তৎক্ষণাৎ ব্রেক করলেন। বাস ড্রাইভার এর সচেতনতার কারণে এবং তার দক্ষতার কারণে বেঁচে গেল অনেক মানুষের জীবন।
যখন আমি এই ঝুঁকিপুর্ন ঘটনা আমার চোখের সামনে দেখতে পাই তখন আমি একটু আতঙ্কিত হয়ে পড়লাম। যখন এই বাসটি এখানে থেমে গিয়ে অনেকগুলো মানুষের জীবন বাঁচালো সেখানে বাজারে থাকা অনেকজন মানুষ বাস ড্রাইভার এর এই দক্ষতা এবং সচেতনতাকে সাধুবাদ জানায়। অন্যদিকে সিএনজি ড্রাইভার এর অসচেতনতাকে তীব্র ক্ষোভ জানায়।
তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।
আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।
মোবাইলের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি |
ক্যামেরা.মডেল | এ ১৩ |
ক্যাপচার | @bijoy1 |
অবস্থান |
https://maps.app.goo.gl/oFhN2EP48B12qTs79
BIJOY1
আমার সম্পর্কে কিছু কথা
** আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। **
চোখের সামনে এরকম দুর্ঘটনা দেখলে অনেক ভয় লাগে। যাইহোক অল্পের জন্য বেঁচে গেল বা কোন ক্ষতি হয়নি এটা জেনে অনেক ভালো লাগলো। আসলে এরকম ড্রাইভারদের সচেতন হওয়া উচিত না হলে অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত। সিএনজি ড্রাইভারের এত বেপরোয়াভাবে গাড়ি চালানো আসলে তার উচিত হয়নি।
আসলে ভাইয়া এই ধরনের দুর্ঘটনাগুলো চোখের সামনে দেখলে যেন নিজের মনের মধ্যেই ভয় ঢুকে যায়। ভাগ্য ভালো যে বাস এর ড্রাইভার সতর্ক ছিল না হলে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হতো।
বর্তমান সময়ে দুর্ঘটনা যেন অনেকটাই বেড়ে গিয়েছে বিশেষ করে এই ঈদের মৌসুমী দুর্ঘটনাটা আরো বেশি হয়। আমি মনে করি বড় বাস যদি সিএনজিকে ধাক্কা দেয় তাহলে সেই সিএনজি ভেঙ্গে চড়ে প্রশ্ন হয়ে যাবে অবশেষে বাস ড্রাইভারকে সত্যিই সাধুবাদ জানাই। বাস ড্রাইভার হয়তোবা তার সুদক্ষ কৌশলে তাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু সিএনজি ড্রাইভার আসলেই অনেক বেপরোয়া এরকম কিছু ড্রাইভার আছে যার কারণে মানুষ বিপদে পড়ে।
সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক অনেক বেশি। অথচ এই কথাটি অনেক ড্রাইভার মনে না রেখেই তার নিজস্ব গতিতে গাড়ি পরিচালনা করে। এছাড়া অদক্ষ ড্রাইভার তো রয়েছে। যাই হোক ভাই, আল্লাহর অশেষ রহমতে বাস চালকের পারদর্শিতার কারণে অনেক যাত্রী দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে, এটা জেনে খুব ভালো লাগলো। চোখের সামনে এমন দৃশ্য দেখলে হয়তো আপনার জায়গায় আমিও থাকলে আতঙ্কিত হয়ে যেতাম।