শিক্ষক ও শ্রদ্ধা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা যতো দিন যাচ্ছে, ততোই জন্য বেয়াদব একটি জেনারেশন এ পরিণত হচ্ছে। কারণ আমাদের ছোটবেলার কথা যদি আমি বলি। তাহলে তখন এর সময় আসলে একটু খেয়াল করলে দেখবেন যে, তখন শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক ছিলো অনেক বেশি শ্রদ্ধার। অর্থাৎ একজন শিক্ষার্থী যদি মাঠে কিংবা রাস্তায় কোনো শিক্ষককে দেখতো।তখন যদি সে সাইকেল চালানো অবস্থায় থাকতো। তাহলে সে সাথে সাথেই নেমে যেতো। অর্থাৎ এটা আসলে অনেক বড় কিছু নয়। কিন্তু এটা একটি সম্মান দেখানো। অর্থাৎ শ্রদ্ধা করা।

এমনকি এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি যে। আমাদের ব্যাচের অনেক ছেলে আমাদের স্যারদের দেখলে সাথে সাথে হাত থেকে সিগারেট ফেলে দেয়। তার কারণ হলো ওই যে বললাম, শিক্ষকদের প্রতি আলাদা রকমের একটি শ্রদ্ধা রয়েছে। এমনকি চোখ থেকে সানগ্লাস পর্যন্ত খুলে ফেলে। এগুলো কিন্তু কোনো আসলে লিখিতভাবে কোথাও রয়েছে যে এভাবে করে শ্রদ্ধা করতে হবে, এমন নয়। কিন্তু শ্রদ্ধা ব্যাপারটা একান্তই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার।

কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমানে আসলে শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধা দেখানো উচিত সেটা অনেকটা অংশে কমে যাচ্ছে। কারণ বেশিরভাগ স্টুডেন্ট এর বাবা মা শিক্ষকদের এটা বুঝিয়ে দেয় যে, তাদের সন্তানদের একেবারে ফুলের মত করে মানুষ করতে হবে। যেটা আসলে সম্ভব নয়। কারণ কোনো কিছু শেখাতে গেলে আসলে কিছুটা ভয় দেখাতেই হয় এবং সেটা যখন ওই শিক্ষকেরা করে। তখন গার্ডিয়ান স্টুডেন্টদের সঙ্গে শিক্ষকদের অপমান করে। যার কারণে স্টুডেন্টরা নিজেরাই শিক্ষকদেরকে অসম্মান করা শুরু করে।আর এভাবে করেই যতো দিন যাচ্ছে, ততো শিক্ষকদের শ্রদ্ধা করাটা কমে যাচ্ছে। যেটা আমাদের সমাজের জন্য ভয়ংকর। তাই আমাদের পরবর্তী জেনারেশনকে আসলে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা দেখানোটা শেখানো আমাদের নৈতিক দায়িত্ব।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.031
BTC 83674.51
ETH 1589.03
USDT 1.00
SBD 0.78