শেয়ার করো তোমার সেরা ইফতারির জন্য স্ন্যাকস রেসিপি।

in আমার বাংলা ব্লগ17 days ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20250408_101223.jpg
আজকের পোস্টে ভিন্ন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।আমার বাংলা ব্লগে সপ্তাহ ব্যাপী একটি দারুণ রেসিপি কন্টেস্ট চলছে।শেয়ার করো তোমার সেরা ইফতারির জন্য স্ন্যাকস রেসিপি।আসলে রেসিপি মানেই দারুণ,কারণ নতুন আইটেমের রান্নার স্বাদ নেয়া যায়।তবে এইবারের রেসিপিটি অনেক বেশি সুস্বাদু হয়েছিল, যেটি হয়তো না খেলে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। আমি সবার উদ্দেশ্যে রেসিপি এর বিষয়বস্তু যথাযথ বর্ণনা সহকারে তুলে ধরলাম, যাতে করে কেউ চাইলে এই রেসিপি বাসায় বানিয়ে খেতে পারে।

20250408_101441.jpg

মজাদার ক্রিস্পি এগ বল রেসিপি।

20250408_101532.jpg

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
সিদ্ধ ডিম২টি
পেয়াজকুচি১টি
কাঁচামরিচ কুচি৩টি
মরিচগুড়ো১/২ চা চামচ
গোলমরিচ গুড়ো১/২চা চামচ
চাট মসলা১/২ চা চামচ
লবণ১/২ চা চামচ
ময়দা১/৩ কাপ
অরিগানো১/২ চা চামচ
ডিম১টি
বিস্কুটের গুড়া১ কাপ
তেল১ কাপ

VideoCapture_20250408-212626.jpg

প্রথম ধাপ

প্রথমে দুটো সিদ্ধ ডিমকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম।

20250408_093321.jpg

VideoCapture_20250408-212747.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম গুঁড়ো মসলা সমূহ। এর মাঝে ছিল চাট মসলা, মরিচ গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো এবং লবণ।

VideoCapture_20250408-212756.jpg

VideoCapture_20250408-212815.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে সামান্য পরিমাণ অরিগানো এবং ১/৩ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম।

VideoCapture_20250408-212824.jpg

VideoCapture_20250408-212830.jpg

চতুর্থ ধাপ

সবগুলো উপকরণ এখন ভালোভাবে হাত দিয়ে মেখে একটা মিশ্রণ তৈরি করে নিলাম ।

VideoCapture_20250408-212834.jpg

VideoCapture_20250408-212851.jpg

পঞ্চম ধাপ

এরপর হাতে তেল মেখে নিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নিলাম। সবগুলো মিশ্রণ দিয়ে একই সাইজের বল তৈরি করে নিয়েছি।

VideoCapture_20250408-212943.jpg

VideoCapture_20250408-212945.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে একটা বাটিতে ডিম ভেঙ্গে নিলাম। তারপর ডিমটাকে ভালোভাবে কাটা চামচের সাহায্যে ফাটিয়ে নিলাম।

VideoCapture_20250408-212951.jpg

VideoCapture_20250408-212954.jpg

সপ্তম ধাপ

আগে যে বলগুলো তৈরি করেছিলাম একটা বল ডিমের মধ্যে দিয়ে তারপর বিস্কুটের গুড়োর মধ্যে ভালোভাবে কোটিং করে নিয়েছি।

VideoCapture_20250408-212959.jpgVideoCapture_20250408-213004.jpg
VideoCapture_20250408-213008.jpgVideoCapture_20250408-213016.jpg

অষ্টম ধাপ

সবগুলো বল এভাবে কোট করে নেয়ার পর ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম। তারপরে এক এক করে বল গুলো ছেড়ে দিলাম। ৫ মিনিটের মতো ভালোভাবে দুপাশ ভেজে নিয়ে তুলে নিলাম।

VideoCapture_20250408-213033.jpg

VideoCapture_20250408-213027.jpg

VideoCapture_20250408-213044.jpg

VideoCapture_20250408-213052.jpg

পরিবেশন।

20250408_101249.jpg

20250408_101259.jpg

20250408_101319.jpg

20250408_101325.jpg

20250408_101416.jpg

20250408_101425.jpg

20250408_101438.jpg

20250408_101441.jpg

20250408_101532.jpg

অবশেষে খুব মজাদার একটা স্নাক্স তৈরি হয়ে গেলো। যেটা খেতে অসম্ভব মজা হয়েছিল। পরিবেশনের বিষয়টার দিকে একটু নজর দিলাম যাতে করে দেখতে সুন্দর লাগে।

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণস্ন্যাকস রেসিপি।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

Screenshot_20250409-113815_Chrome.jpg

 17 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। চমৎকার স্ন্যাকস রেসিপি নিয়ে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করেছেন। এগ বল রেসিপিটি দেখে তো অনেক লোভনীয় লাগছে। রেসিপিটি নাস্তা কিংবা ইফতারিতে খাওয়ার জন্য বেশ পারফেক্ট। লোভনীয় রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 17 days ago 

বেশ দারুন ইফতারির জন্য স্ন্যাকস রেসিপি তৈরি করেছেন। আপনার স্ন্যাকস রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। স্ন্যাকস তৈরি প্রক্রিয়া খুব দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন । ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 17 days ago 

বেশ মজার একটা স্নাক্স এর রেসিপি তৈরি করেছেন ভাইয়া। রেসিপির প্রত্যেকটা স্টেপ দেখে মনে হচ্ছে খুব সহজেই তৈরি করা যাবে। খুব ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। স্টেপ গুলো যেমন সহজ দেখতেও তেমন লোভনীয়। সম্ভব হলে একদিন এটা ট্রাই করে দেখব। ধন্যবাদ ভাইয়া এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 17 days ago 

ভীষণই লোভনীয় একটি স্নাক্স রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ডিম খেতে এত সুন্দর হয় তাই ডিম দিয়ে তৈরি করা যেকোনো রেসিপি খুব ভালো লাগে। এ রেসিপিটা আমিও মাঝেমধ্যে তৈরি করে থাকি তবে এখন যেহেতু গরম পড়ে গেছে তাই তেলে ভাজা খাব না ভেবে এগুলো থেকে বিরত থাকছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই।

 17 days ago 

বেশ মজার একটা স্নাক্স এর রেসিপি তৈরি করেছেন ভাইয়া।বেশ সহজ একটি রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন রেসিপিটি। আর বিকালের নাস্তায় পারফেক্ট একটা রেসিপি। ধন্যবাদ ভাইয়া এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 94277.06
ETH 1810.20
USDT 1.00
SBD 0.86