আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে। |

আজকের পোস্টে ভিন্ন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।আমার বাংলা ব্লগে সপ্তাহ ব্যাপী একটি দারুণ রেসিপি কন্টেস্ট চলছে।শেয়ার করো তোমার সেরা ইফতারির জন্য স্ন্যাকস রেসিপি।আসলে রেসিপি মানেই দারুণ,কারণ নতুন আইটেমের রান্নার স্বাদ নেয়া যায়।তবে এইবারের রেসিপিটি অনেক বেশি সুস্বাদু হয়েছিল, যেটি হয়তো না খেলে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। আমি সবার উদ্দেশ্যে রেসিপি এর বিষয়বস্তু যথাযথ বর্ণনা সহকারে তুলে ধরলাম, যাতে করে কেউ চাইলে এই রেসিপি বাসায় বানিয়ে খেতে পারে।

মজাদার ক্রিস্পি এগ বল রেসিপি। |

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ |
উপকরণ | পরিমাণ |
সিদ্ধ ডিম | ২টি |
পেয়াজকুচি | ১টি |
কাঁচামরিচ কুচি | ৩টি |
মরিচগুড়ো | ১/২ চা চামচ |
গোলমরিচ গুড়ো | ১/২চা চামচ |
চাট মসলা | ১/২ চা চামচ |
লবণ | ১/২ চা চামচ |
ময়দা | ১/৩ কাপ |
অরিগানো | ১/২ চা চামচ |
ডিম | ১টি |
বিস্কুটের গুড়া | ১ কাপ |
তেল | ১ কাপ |

প্রথমে দুটো সিদ্ধ ডিমকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম।


এই ধাপে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম গুঁড়ো মসলা সমূহ। এর মাঝে ছিল চাট মসলা, মরিচ গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো এবং লবণ।


এই ধাপে সামান্য পরিমাণ অরিগানো এবং ১/৩ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম।


সবগুলো উপকরণ এখন ভালোভাবে হাত দিয়ে মেখে একটা মিশ্রণ তৈরি করে নিলাম ।


এরপর হাতে তেল মেখে নিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নিলাম। সবগুলো মিশ্রণ দিয়ে একই সাইজের বল তৈরি করে নিয়েছি।


এই ধাপে একটা বাটিতে ডিম ভেঙ্গে নিলাম। তারপর ডিমটাকে ভালোভাবে কাটা চামচের সাহায্যে ফাটিয়ে নিলাম।


আগে যে বলগুলো তৈরি করেছিলাম একটা বল ডিমের মধ্যে দিয়ে তারপর বিস্কুটের গুড়োর মধ্যে ভালোভাবে কোটিং করে নিয়েছি।
সবগুলো বল এভাবে কোট করে নেয়ার পর ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম। তারপরে এক এক করে বল গুলো ছেড়ে দিলাম। ৫ মিনিটের মতো ভালোভাবে দুপাশ ভেজে নিয়ে তুলে নিলাম।













অবশেষে খুব মজাদার একটা স্নাক্স তৈরি হয়ে গেলো। যেটা খেতে অসম্ভব মজা হয়েছিল। পরিবেশনের বিষয়টার দিকে একটু নজর দিলাম যাতে করে দেখতে সুন্দর লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Nevlu123/status/1909819265273991434
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। চমৎকার স্ন্যাকস রেসিপি নিয়ে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করেছেন। এগ বল রেসিপিটি দেখে তো অনেক লোভনীয় লাগছে। রেসিপিটি নাস্তা কিংবা ইফতারিতে খাওয়ার জন্য বেশ পারফেক্ট। লোভনীয় রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
বেশ দারুন ইফতারির জন্য স্ন্যাকস রেসিপি তৈরি করেছেন। আপনার স্ন্যাকস রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। স্ন্যাকস তৈরি প্রক্রিয়া খুব দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন । ধন্যবাদ আপনাকে ভাইয়া।
বেশ মজার একটা স্নাক্স এর রেসিপি তৈরি করেছেন ভাইয়া। রেসিপির প্রত্যেকটা স্টেপ দেখে মনে হচ্ছে খুব সহজেই তৈরি করা যাবে। খুব ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। স্টেপ গুলো যেমন সহজ দেখতেও তেমন লোভনীয়। সম্ভব হলে একদিন এটা ট্রাই করে দেখব। ধন্যবাদ ভাইয়া এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।
ভীষণই লোভনীয় একটি স্নাক্স রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ডিম খেতে এত সুন্দর হয় তাই ডিম দিয়ে তৈরি করা যেকোনো রেসিপি খুব ভালো লাগে। এ রেসিপিটা আমিও মাঝেমধ্যে তৈরি করে থাকি তবে এখন যেহেতু গরম পড়ে গেছে তাই তেলে ভাজা খাব না ভেবে এগুলো থেকে বিরত থাকছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই।
বেশ মজার একটা স্নাক্স এর রেসিপি তৈরি করেছেন ভাইয়া।বেশ সহজ একটি রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন রেসিপিটি। আর বিকালের নাস্তায় পারফেক্ট একটা রেসিপি। ধন্যবাদ ভাইয়া এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।
https://x.com/Nevlu123/status/1910032341726290096
2 | https://x.com/Nevlu123/status/1910032523813617876
3 | https://x.com/Nevlu123/status/1910032990585123293
4 | https://x.com/Nevlu123/status/1910033192570216823
5 | https://x.com/Nevlu123/status/1910033704396939750
6 | https://x.com/Nevlu123/status/1910034105888329956