আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৪৩ // শেয়ার করো তোমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা ।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৩-০৯-২০২৩)

dollar-1971104_1280.jpg

source

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার অনলাইন থেকে প্রথম ইনকামের অভিজ্ঞতা । আসলে যদি এই বিষয়ে আমাকে পোস্ট লিখতে হয় তাহলে পোস্ট অনেক বড় হয়ে যাবে তাও চেষ্টা করছি অল্প কিছু কথার মাধ্যমে পোস্টটি লেখার জন্য। আপনারা সবাই জানেন আমি ছোটবেলা থেকেই নানিদের বাড়িতে থাকতাম সেখান থেকে লেখাপড়া করেছি। আসলে সেখানে সব সময় মোস্তাফিজুর মামার সাথে আমার থাকা হতো। মোস্তাফিজুর মামা অনেক আগে থেকেই অনলাইনে অনেক বিষয়ে কাজ করেছে। আমি যখন নবম শ্রেণীতে পড়তাম তখন মুস্তাফিজুর মামা আমাকে বলেছিল একটা মোবাইল ফোন কিন তোকে অনলাইনে কাজ শিখায় দিবোনে। আমি তখন মোবাইল ফোন কিনেছিলাম না আমি ক্লাস টেনে উঠে মোবাইল ফোন কিনেছিলাম। তারপরেও আমি অনলাইনে কাজ করতে আগ্রহী ছিলাম না মোস্তাফিজুর মামা আমাকে জোর করে অনলাইনে কাজ শিখাইছে মূলত। মোবাইল ফোন কেনার প্রায় দুই থেকে তিন মাস পরে আমি আর মোস্তাফিজুর মামা বাড়ি থেকে একদিন বিকেল বেলায় হাঁটতে হাঁটতে স্কুলের দিকে রওনা দিয়েছিলাম। সেই সময় মোস্তাফিজুর মামা আমার মোবাইল ফোন হাতে নিয়ে আমার স্টিমেট অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। তখন মোস্তাফিজুর মামা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতো।


আমার স্টিমেট অ্যাকাউন্ট খোলার কয়েকদিন পর ঠিক দুপুর বেলার দিকে মোস্তাফিজুর মামা আমাকে ডাক দিচ্ছে তখন আমি বিছানাতে শুয়ে আছি তারপরে মামা আমাকে ধরে তুলে নিয়ে আসছিল। তারপরে মামা আমাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পরিচিত মূলক পোস্ট শেয়ার করতে বলে মামাই প্রথম কাগজে লিখে দিয়েছিল আমাকে। তারপরে আমি এভাবে কজ করি তখন আমি ঠিক বুঝতাম না অনলাইন জিনিসটা কি। লেভেলের ক্লাস গুলো করার সময় মুস্তাফিজুর মামায় আমাকে ক্লাসে জয়েন করায় দিত আমি ভালো পারতাম না সে সময়। এভাবে প্রায় তিন মাস ক্লাস গুলো করার পরে আমি ভেরিফাইড মেম্বার হয়েছিলাম। তখন আমি অনলাইন সম্পর্কে বেশ ভালই বুঝতে পেরেছিলাম। তখন স্টিমেটে sbd পে আউট দিতো স্টিম এর দামও বেশ ভালই ছিল।


আমার প্রথম অনলাইন থেকে ইনকাম হচ্ছে স্টিমেট থেকে। বিগত পাঁচ থেকে ছয় মাস কাজ করার পরে আমি স্টিমেট থেকে রোজার ঈদের সামনে ৬২০০ টাকা তুলেছিলাম। এই টাকা প্রথমে আমার তুলে দিয়েছিল আমার মোস্তাফিজুর মামা। আমি যেহেতু নানিদের বাড়িতে থাকতাম আমার সমবয়সী একটা খালাতো ভাই ছিল এবং আমি মোস্তাফিজুর মামা কাছ থেকে টাকাগুলো নিয়ে ছিলাম । টাকাগুলো নিয়ে আমি একাই মার্কেট করতে চলে এসেছিলাম। সেই সময় আমি তিনটা গেঞ্জি কিনেছিলাম আমাদের তিন জনের জন্য তিনটা গেঞ্জির কালার একরকম। যেহেতু মোস্তাফিজুর মামা আমাকে এখানে কাজ শিখিয়েছে তাই প্রথম স্টিমেটের টাকা দিয়ে মোস্তাফিজুর মামাকে আমি গিফট করেছিলাম ঈদের সামনে একটি গেঞ্জি। মুস্তাফিজুর রহমান বেশ খুশি হয়েছিল সেই সময়। সেই সময়ে গেঞ্জি তিনটির দাম নিয়েছিল ২৭৬০ টাকা। তারপরেও আমি স্টিমেট থেকে অনেক টাকা তুলেছি। কিছুদিন আগেই একটি মোবাইল ফোন কিনেছি স্টিমেট থেকে টাকা তুলে প্রায় ৩০ হাজার টাকা দিয়ে। সব মিলিয়ে এখন আমি স্টিমেট থেকে বেশ ভালো টাকা ইনকাম করি। এখন আমি স্টিমেট থেকে ইনকাম করে আমি আমার লেখাপড়ার খরচ বেশ ভালোভাবে চালাতে পারি।


আমার স্টিমেট জার্নিতে সব সময় আমাকে সহযোগিতা করতে মোস্তাফিজুর মামা। মোস্তাফিজুর মামার স্টিমেট আইডির নাম @mostafezur001। আমাকে সব সময় হাতে ধরিয়ে যেকোনো কাজ শিখিয়ে দিত মুস্তাফিজুর মামা। ক্লাস করার পরে আমি যখন ভালো বুঝতে পারতাম না তখন মুস্তাফিজুর মামার কাছে জিজ্ঞেস করলে সবকিছুই বেশ ভালোভাবে আমাকে বুঝিয়ে দিত। এখনো যদি কোন বিষয়ে বুঝতে সমস্যা হয় সবার প্রথমে আমি মোস্তাফিজুর মামার সাথে কথা বলি। আসলে আমি মোস্তাফিজুর মামার কাছে চির কৃতজ্ঞ থাকবো আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে দেওয়ার জন্য।


আশা করি স্টিমেট থেকে এখনো আমার অনেক বড় স্বপ্ন আছে আমি সেগুলো আপনাদের মাঝে ইতিমধ্যেই অনেকবার শেয়ার করেছি। ছোটখাটো বেশ কয়েকটি স্বপ্ন স্টিমেট থেকে আমার পূরণ করা হয়েছে। আশা করি সামনের স্বপ্নগুলো স্টিমেট থেকে আমি পূরণ করতে পারব যদি লেগে থাকতে পারি। চেষ্টা করব নিজের সবটুকু দিয়ে লেগে থাকার জন্য। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল


আমার অনলাইন থেকে সর্বপ্রথম ইনকামের সাইড

পোস্ট তৈরির বিবরণ
শ্রেণীপ্রতিযোগিতায় অংশগ্রহণ
ডিভাইসoppo f21s pro
লেখক@kibreay001
অবস্থানগাংনী , মেহেরপুর
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 
 last year 

মোস্তাফিজুর ভাইয়ের হাত ধরেই আপনি আমার বাংলা ব্লক কমিউনিটির মাধ্যমে প্রথমবারের মতো অনলাইনে ইনকাম করেছেন জেনে খুবই ভালো লাগলো।রোজার মাসে ৬২০০ টাকা তোলার মাধ্যেমে প্রথম ইনকাম শুরু করেছিলেন। প্রথম ইনকামের অনুভূতিটি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 last year 

আসলে মোস্তাফিজুর মামার কাছ থেকেই স্টিমেটের সকল কাজ শিখেছি বললে ভুল হবে না। ধন্যবাদ ভাই এত সুন্দর গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 last year 

প্রথমে মামা তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তুমি আমাদের মাঝে এই কনটেস্টে অংশগ্রহণ করে বিস্তারিত আমাদের মাঝে তুলে ধরেছ। আর এই বিস্তারিত জানতে পেরে অনেক খুশি হলাম।

 last year 

ধন্যবাদ মামা মতামত প্রকাশ করার জন্য।

 last year 

মোস্তাফিজুর ভাই আপনাকে কাজ শিখিয়েছে এবং আপনি খুশি হয়ে তাকে একটি গেঞ্জি কিনে দিয়েছেন এটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো ভাই। এছাড়া আরো ভালো লেগেছে তিন জনে একই কালারের গেঞ্জি কিনেছেন শুনে। অনলাইনে প্রথম ইনকামের অভিজ্ঞতা সত্যি সকলের মাঝে খুবই আনন্দের ছিল এটা আমিও বেশ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। যাই হোক ভাই, আপনার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতার কথা শুনে খুব ভালো লাগলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আসলে প্রায় তিনজন সব সময় একসাথে থাকা হতো তাই তিনজন একই কালারের গেঞ্জি নিয়েছিলাম ভাই।

 last year 

বেশ ভালোমতোই বুঝতে পারছি ভাগ্নে তুমি এই স্টিমিটে কাজ করে অনেক কিছুই করেছো। গেঞ্জি কিনেছো লেখাপড়া চালাচ্ছ আবার তো বেশ কিছুদিন আগেই একটা দামী ফোনও কিনেছো যার দাম ৩০০০০ টাকা। আর আমি যতটুকু জানি তুমি এখান থেকে টাকা তুলে নিজের ইচ্ছামতো যখন যা পেয়েছ তাই কিনে খেয়েছ। সবমিলে এখান থেকে বেশ ভালো মত কিছু টাকা ইনকাম করেছ তুমি। এভাবে সামনের দিকে আরো ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 last year 

চেষ্টা করি মামা এখান থেকে নিজের শখ গুলো পূরণ করার জন্য। ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 last year 

আসলেই সবাই নিজেদের কষ্টের কিছু টাকা তোলার অভিজ্ঞতাটা আজকে আমাদের মাঝে শেয়ার করতেছে। কষ্ট এবং পরিশ্রম ছাড়া এ কখনোই এভাবেই টাকা তোলা সম্ভব হতো না। আর আপনিও সঠিক ভাবে কাজ করে রোজার মাসে টাকা তুলেছেন জেনে খুশি হলাম। আর মোস্তাফিজুর ভাইয়াকে একটি গেঞ্জি কিনে দিয়েছেন যিনি আরো ভালো লাগলো। আসলে যে আমাদেরকে কোন কাজ শেখায় তাকে আমাদের সবসময় মনে রাখা উচিত। আর আপনার ইনকামের গল্পটি শুনে ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য ও।

 last year 

ঠিক বলেছেন আপু আপনি আমাদের যে উপকার করে তাকে সব সময় আমিও মনে করি মনে রাখা উচিত। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 last year 

আপনি তো তাহলে বেশ সহযোগিতা পেয়েছেন মুস্তাফিজ ভাইয়ের কাছ থেকে। আসলে মোস্তাফিজ ভাই অনেক ভালো মনের মানুষ যতটুকু বুঝতে পেরেছি আমি। তবে আপনাকে অনেক কষ্ট করে কাজগুলো শিখিয়েছেন। আপনি তো বেশ ভালোই জার্নি করলেন স্টিমিটে। আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে প্রথম ব্লগিংয়ের মাধ্যমে টাকা তুললেন। বেশ ভালো একটা অনুভূতি ছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আপু আপনি আমি এখন পর্যন্ত মোস্তাফিজুর মামার কাছ থেকে সহযোগিতা পাচ্ছি আশা করি যতদিন থাকবো এভাবেই সহযোগিতা পেতে থাকবো। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 last year 

মোস্তাফিজুর ভাই যদি আপনাকে এতোটা জোরাজুরি না করতো, তাহলে হয়তোবা এই প্লাটফর্মে আপনার আসা হতো না। পরবর্তীতেও অনেক হেল্প করেছে আপনাকে। আপনি খুব লাকী, কারণ এমন একজন মানুষের কাছ থেকে প্রতিনিয়ত গাইডলাইন পেয়েছিলেন। স্টিমিট থেকে ইনকামের মাধ্যমে হয়তোবা সামনে অনেক বড় কোনো স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। লেগে থাকুন এই প্লাটফর্মে। অবশ্যই আরো ভালো কিছু হবে। যাইহোক এমন চমৎকার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন ভাই আপনি মোস্তাফিজুর মামা যদি সেই দিন আমাকে এত জড়াজড়ি না করতে তাহলে হয়তো আজকে আমি অনলাইন থেকে কোন ইনকাম করতে পারতাম না। ধন্যবাদ ভাই পোস্টটি পড়ে এত সুন্দর মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 96296.42
ETH 2809.07
SBD 0.68