আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -৪৩ | প্রথম অনলাইন থেকে ইনকামের অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 years ago

1000026245.jpg
source

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগকে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এই প্রতিযোগিতার মাধ্যমে নিজের পুরনো দিনের কথাগুলো তুলে ধরা যাবে, এটা অবশ্যই বেশ ভালো লাগার ব্যাপার।

যদিও আমার বিয়ে হওয়ার পর থেকেই দেখছিলাম আপনার ভাইয়া প্রতিনিয়ত এখানে কাজ করতো, তবে তখন আমি সংসার সামলিয়ে এখানে সেভাবে কাজ করতে পারিনি। তাই এখানে আমার যুক্ত হওয়াটা অনেকটা দেরীই হয়েছিল।

আমার অনলাইন জগত শুরু হয়েছিল মূলত হাইভ প্লাটফর্ম এর মাধ্যমে। কেননা সেই সময় স্টিমিট সবেমাত্র ভেঙে নতুন করে হাইভ সৃষ্টি হয়েছিল। অতঃপর আপনাদের ভাইয়ের কাছ থেকে টুকটাক নিয়মকানুন শিখে ক্রমাগত কাজ করতে লাগলাম হাইভে।

করোনাকালীন সময়ের ঠিক প্রথম দিকের ঘটনা, পড়াশুনার চাপ তেমন খুব একটা ছিল না । সবেমাত্র অনার্সে উঠেছি তাতেই করোনা মহামারীর হানা। পড়াশোনা আর সেভাবে হয়েই উঠলো না। অবশেষে জীবন জীবিকার তাগিদে যুক্ত হয়ে গেলাম হাইভ প্ল্যাটফর্মে। আমার আসলে খুব একটা তেমন আহামরি পরিশ্রম করতে হয়নি, কেননা আমাকে হাতে কলমে শেখানোর মানুষ আমার কাছেই ছিল।

সেসময় প্রথম মাসের ইনকামের টাকা সম্ভবত হয়েছিল ৩০০০ টাকার মতো। অনেকটাই খুশি হয়ে গিয়েছিলাম। প্রথমত নিজে ইনকাম করতে পারছি এটা ভেবে আর দ্বিতীয়ত তখন থেকে নিজের চাহিদা গুলো নিজেই পূরণ করতে পারতাম টুকটাক।

প্রথম তিন হাজার টাকা দিয়ে সম্ভবত আমার পায়ের রূপার নুপুর বানিয়েছিলাম। তাছাড়া সময়গুলো সেই সময় ভালোই যাচ্ছিল। তবে হঠাৎই আকাঙ্ক্ষিত কারণে হাইভে আমরা বেশিদিন টিকে থাকতে পারিনি। কেননা নিজেদের লোকজনই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল আর অযৌক্তিক কিছু বিষয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছিল।

তবে এখন এসে মনে করি, সেই সময় যদি আমাদের সঙ্গে ঐরকম ঘটনা না ঘটতো, তাহলে হয়তো স্টিমিটে এত দ্রুত যুক্ত হতে পারতাম না। আজকে যখন এই প্রতিযোগিতার মাধ্যমে কথাগুলো তুলে ধরলাম, তখন অনেকটাই হালকা বোধ করছি নিজের থেকে। জীবন থেকে যা চলে গিয়েছে তা নিয়ে কষ্ট পাচ্ছি না বরং এখন জীবনটা আমাদের কাছে যেভাবে ধরা দিয়েছে, সেটাকেই বেশ ভালোভাবে উপভোগ করছি।

তবে আমাদের এই চলার পথে যারা যেভাবেই সহযোগিতা করেছে, তাদের সকলের জন্যই রইল আমার বা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা।

1000006401.gif

1000007984.png

Sort:  
 2 years ago (edited)

প্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর আপনার অনলাইন ইনকামের অভিজ্ঞতা জেনে খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার পোষ্ট টি পড়ে মনে হলো, যা হয় ভালোর জন্যই হয়। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটুক না কেন, তার ফলে দ্রুত আপনি এই প্লাটফর্মে কাজ শুরু করেছেন। শাপে বর হয়েছে আপনার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ দিদি তখন ভেঙ্গে পড়েছিলাম তারপর যখন, "আমার বাংলা ব্লগ" এ যুক্ত হয়েছি তখন সেই কষ্টটা ভুলে গিয়েছি।ধন্যবাদ দিদি সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার অনলাইন ইনকামের শুরু হয়েছিল হাইভ এর মাধ্যমে এটা জেনে ভালো লাগল। আর সত্যি করোনার সময়ে আমাদের যেমন করার মতো কিছু ছিল না। পাশাপাশি আমাদের অধিকাংশের অবস্থা করুন হয়ে গেছিল। সেই সময়ে এইরকম ইনকাম বেশ উপকারী ছিল। আপনি আপনার প্রথম ইনকাম দিয়ে রুপার নুপুর তৈরি করেছিলেন। বেশ চমৎকার। ধন্যবাদ আপনার প্রথম অনলাইন ইনকাম এর বিষয়টি আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া করোনা কালীন সময়ে অধিকাংশ মানুষের অবস্থা খারাপ হয়ে গেছিল। সেই সময় প্রথম ইনকাম তিন হাজার টাকা এটা আমার জন্য অনেক বেশি ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অনলাইনে প্রথম ইনকাম হাইভ দিয়ে শুরু করেছিলেন। এবং প্রথম মাসেই ৩০০০ টাকা ইনকাম করেছেন। সেই তিন হাজার টাকা দিয়ে পায়ের নূপুর তৈরি করেছেন। ঘটনাগুলো করে খুবই ভালো লাগলো আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর অনুভূতি ছিল আপু। তাহলে তো অনেক আগে থেকে আপনি অনলাইনে ইনকাম শুরু করেছেন। আপনার অনুভূতি থেকে বুঝতে পারলাম আপনি প্রথম টাকা উত্তোলন করার পরে খুবই আনন্দিত ছিলেন। আসলে ওই সময় ৩০০০ টাকা মানে হচ্ছে অনেক টাকা। যাক অবশেষে আপনি স্টিমিটে আসলেন। আপনার যাত্রা খুবই সুন্দর যাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 2 years ago 

জ্বি আপু অনেক আগে থেকে মনে হয় 2019 সাল থেকে। তবে এখন আপনাদেরকে আগের দিনগুলো প্রায় ভুলে গেছি কারণ তখন আমাদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। আর তখন যদি সেটা না করতো আজকের এই দিনগুলো আমরা মিস করতাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার অনলাইনে প্রথম ইনকাম করেছেন তিন হাজার টাকা। ওই টাকা দিয়ে আপনি পায়ের রূপার নুপুর কিনেছেন। আসলে এরকম কিছু নিজে করে এবং ওই টাকা দিয়ে কিছু নিতে পারলে সত্যি অনেক আনন্দ লাগে। আপনার অনলাইনে অনুভূতিটির পোস্ট পড়ে সত্যি অনেক ভালো লাগলো।

 2 years ago 

নিজের টাকার খরচ করার শান্তি আলাদা। আমার তো বরের কাছে দশটা টাকা চাইতেও লজ্জা করে। অবশ্য তার কাছে কিছু চাইতে হয় না। না চাইতে অনেক কিছু পেয়ে যায়। যাইহোক ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবং আপনি অনলাইনে প্রথম ইনকাম করা পোস্ট শেয়ার করেছেন। প্রথম ইনকাম করা স্মৃতি সব সময় মনে থাকবে। করুনার সময় আপনি অনলাইনে কাজ করে তিন হাজার টাকা ইনকাম করেছেন। এবং এই তিন হাজার টাকা দিয়ে আপনি পায়ের রুপার নুপুর কিনেছেন। যদিও প্রথম অনলাইনে কাজ করা নিয়ে আপনার নিজস্ব কিছু লোকের কারণে আপনার অনেক অসুবিধা হয়েছে। আসলে আপু খারাপ লোক থেকে দূরে থাকাই ভালো। ধন্যবাদ আপনাকে আপনার প্রথম অনলাইনে ইনকাম নিয়ে খুব সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বী ভাইয়া তখন নিজের লোকের অনেক কথা শুনেছি। কিন্তু এখন আর কথা বলার মত আশেপাশে কেউ নেই। আর সেগুলো মনে হয় সহ্যও করব না। যাইহোক খুবই সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনলাইনে ইনকামের অসম্ভব সুন্দর অনুভুতি প্রকাশ করেছে। নিজের শখের জিনিস কিনতে পেরেছেন।আসলে সৃষ্টি কর্তা যা করে ভালোর জন্যই করে আপনার সামনে ভালো কিছু অপেক্ষায় ছিলো জন্য হয়তো এমনটি হয়েছিল,যাই হোক বর্তমানে আপনি স্টিমিটে যোগ দিয়ে মহাখুশি তা জেনে ভালো লাগছে।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জীবনের অন্য রকম মোড় ঘুরিয়ে দেয়।হাইভ এ কাজ বন্ধ হয়ে গিয়েছিলো বলেই আজ আমার বাংলা ব্লগ এর মতো সুন্দর একটি প্ল্যাটফর্মে কাজ করতে পারছে।ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন।সুন্দর কিছু মুহুর্ত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাবি।অনেক অনেক শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 83685.72
ETH 1821.79
USDT 1.00
SBD 0.68