"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩২ !! এসো নিজে করি - কার্ড বোর্ড দিয়ে ঘর তৈরী 🏠
২১ফাল্গুন , ১৪২৯ বঙ্গাব্দ
০৭মার্চ , ২০২৩ খ্রিস্টাব্দ
১৫শাবান, , ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
বসন্তকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
🏠🏠🏠
আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আমার আজকের পোস্ট কার্ডবোর্ড কেটে ঘর তৈরি। আমার বাংলা ব্লগ থেকে প্রতিনিয়তই নতুন নতুন আইডিয়ায় নতুন নতুন কনটেস্ট ছাড়া হয় ।যার মাধ্যমে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের ক্রিয়েটিভিটি টা প্রকাশ করতে পারি। আমার বাংলা ব্লগ মানেই প্রতিভা প্রকাশ করার একটি মাধ্যম।। আজ পর্যন্ত দেখলাম মাত্র পাঁচজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমি প্রায় দুই দিন সময় নিয়ে এই ঘরটি প্রস্তুত করেছি।। সঠিক মাপে সঠিক সিদ্ধান্তে সঠিক কাঠামো গড়ে ওঠে।। মাপ যদি সঠিক না হয় তাহলে যেকোনো ভিত্তিপ্রস্তই খুব সহজে নষ্ট এবং ভেঙে পড়তে পারে।। এজন্যই আমি খুব চিন্তা ভাবনা করে ভিত্তি থেকে শুরু করে ঘরটি নির্মাণের শেষ পর্যন্ত প্রত্যেকটি ধাপের সঠিক মাপের কার্ডবোর্ড কেটে প্রস্তুত করার চেষ্টা করেছি।। প্রত্যেকটা ধাপের সঠিক একটি মাপ থাকার কারণে হয়তো ঘরটির সৌন্দর্য বহুগুনে বেড়ে গিয়েছে।। এজন্য আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় একটি কথা আছে যে ইঞ্জিনিয়ার মাপে ফাঁকি দেবে সে আসলে মূলত ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতাই রাখেনা।। যাই হোক চেষ্টা করেছি আমি সঠিক মাপে কার্ডবোর্ড কেটে ঘরটি তৈরি করার জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
🏠🏠
প্রথমে আমি একটি কার্ডবোর্ড কেটে ১৫ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১২ সেন্টিমিটার প্রস্থ দিয়ে একটি শেড কেটে নিই। এখন ১৫ সেন্টিমিটার দৈর্ঘ্য থেকে ১০ সেন্টিমিটার এবং ৫ সেন্টিমিটার আলাদা করেছি। তারপরে উপরের দিক থেকে ১২ সেন্টিমিটার এর অর্ধেক ৬ সেন্টিমিটার করে একটি দাগ দিয়ে সেখান থেকে ত্রিভুজ আকৃতির ৮ সেন্টিমিটার করে একটি দাগ দিয়ে নিয়েছি। এবং দাগের বাইরের অংশটুকু কেটে ফেলেছি। একই মাপের দুইটি শেড প্রস্তুত করেছি।
🏠🏠
ঘর প্রস্তুত করলে ঘরের ভেতরে যাওয়ার জন্য অবশ্যই দরজার প্রয়োজন হয়। মাঝে মাঝে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখি যে ঘর প্রস্তুত করেছে এমনভাবে সিঁড়ি দিয়েছে বা দরদা রেখেছে না সিড়ি দিয়ে উপরে ওঠা যাবে না দরজা দিয়ে ঘরে ঢোকা যাবে।। আমি অবশ্য তেমনটি করিনি দরজা দিয়েছি ঘরে প্রবেশ করা যাবে। উপরের ধাপে যে দুইটি শেড প্রস্তুত করেছিলাম সেখান থেকে একটি শেডের উপরে ৯ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ৫ সেন্টিমিটার প্রস্থের একটি দরজার চিত্র প্রথমে অঙ্কন করি শেডের মিডিল পজিশনে। এরপর বামপাশটা এবং উপরের অংশ একদম কেটে ফেলি এবং ডান পাশের অংশ এক লেয়ার কেটে 2 লেয়ার রেখে দেই এতে দরজার কব্জা তৈরি হয়ে যায়।
🏠🏠
যেহেতু ঘর প্রস্তুত করব সেহেতু ঘরের দেয়াল লাগবে ঘর তো আর আগলা রাখা যাবে না ।বাইরে থেকে লোকজন উঁকি দেবে 😁😁। এবার ১৫ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১০ সেন্টিমিটার প্রস্থের দুইটি একই মাপের দেয়াল প্রস্তুত করি।
🏠🏠
রোদ বৃষ্টি এবং ঝড় ঠেকানোর জন্য ঘরের উপরের ছাদ বা ছাউনি বা চাল যেটাই বলেন দিতে হবে। এজন্য ১৯ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১৯ সেন্টিমিটার প্রস্থের একটি কার্ডবোর্ড কেটে নিয়ে। ঘরের বেড়ার মাপের সাথে মিল রেখে ছাদের মাপটি কাটা হয়েছে। যেহেতু কার্ডবোর্ডটি থ্রি লেয়ার ছিল এজন্য উপরের একটি লেয়ার তুলে ফেলেছি। যার কারণে কার্ডবোর্ডটি এখন টিনের চালার মতো মনে হচ্ছে।
🏠🏠
এবার ঘরের দরজা এবং দুই পাশের দেয়াল এবং ঘরের চালার মাপ পর্যবেক্ষণ করে ঘরের ভিত্তি বা ঘরের মূল কাঠামো যেখানে স্থাপন করব যাতে সৌন্দর্য প্রকাশ পায় ।এবং একটি ঘরের এরিয়া ঠিক থাকে তার ওপর পর্যবেক্ষণ করে ২১ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ২১ সেন্টিমিটার প্রস্থের একটি কার্ডবোর্ড কেটে নেই।
🏠🏠
এবার ২১ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ২১ সেন্টিমিটার প্রস্থ এর ভিত্তি উপর প্রথমে পিছনের দেয়াল এবং পরে ডান পাশের দেয়াল গ্লু গান আঠার সাহায্যে স্থাপন করি। এবং দ্বিতীয় চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের দেয়াল এবং দরোজা গ্লু গান আঠার সাহায্যে স্থাপন করেছি।
🏠🏠
এই ধাপে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঘরের চালাব বসানোর দৃশ্য। ঘরের চালা পূর্বেই প্রস্তুত করে রেখেছিলাম। ১৯ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১৯ সেন্টিমিটার প্রস্থের ।এবার এটি মাঝ বরাবর ভাগ করে ভিত্তি প্রস্তর উপর বসিয়ে দিয়েছি। এবং পরে গ্লু গান আঠার সাহায্যে লাগিয়েছি।।
🏠🏠
বাড়ি প্রস্তুত করলাম এখন যদি বাড়ির গেট না থাকে তাহলে কেমন হয়। বাড়ির গেট না দিলে দেখা যাবে কিছু দুষ্টু লোক বাড়িতে ডাকাতি করেছে😁😁। এজন্যই খুব ভেবেচিন্তে শক্তিশালী এবং মজবুত করে একটি গেট বানিয়েছি। প্রথমে ২১ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ৯ সেন্টিমিটার প্রস্থের একটি কার্ডবোর্ড কেটে নিই। এবার 2পাশ থেকে ৫ সেন্টিমিটার ফেলে রাখি।। তারপরে মিডিল পজিশন ঠিক করে রাউন্ড দিয়ে কেটে গেট আকৃতি প্রস্তুত করে উৎকৃষ্ট অংশ ফেলে দেই। এবং এটি বাড়ির মূল কাঠামোর সামনে গুলো গান আঠার সাহায্যে স্থাপন করে দেই।
🏠🏠
এখন শুধু গেট দিয়ে তো আর চোর-ডাকাত শেখানো যাবে না তার জন্য দরকার বাড়ির চারপাশ দিয়ে মজবুত দেওয়াল। এবার ২ সেন্টিমিটার দৈর্ঘ্য করে ৫ সেন্টিমিটারের দুইটি এবং 20 সেন্টিমিটারের দুটি কার্ডবোর্ড কেটে নিয়ে বাড়ির চারপাশ দিয়ে লাগিয়ে দিয়েছি গ্লু গান আঠার সাহায্যে। উপরের তিনটি চিত্রের মাধ্যমে তা আপনারা দেখতে পাচ্ছেন।
🏠🏠
**ভালো পজিশনে ভালো একটি বাড়ি প্রস্তুত করলে অনেক কোম্পানি তাদের পণ্যের প্রচার করার জন্য দেয়াল রং করে তাদের নির্দিষ্ট লিখনি লিখে থাকে। আমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে 😁😁 অনেক কোম্পানি আমার বাড়িতে রং করে দেবে এবং তাদের এডভাইস লিখে প্রচার করবে বলে আমার সাথে অনেক ডিল করতে চেয়েছিল। আমি অবশ্য শেষ মেষ আর এফ এল এর রেইনবো কোম্পানির সাথে ডিল করেছি তারা আমার বাড়ির দেয়ালের চারপাশ রং করে দিয়েছে এবং তাদের রুমের প্রচার করেছে। রেইনবো পেইন্ট ছড়াও জীবনের রং। যাহোক অনেক মজা করে ফেললাম😁😁। আমার কাছে রেইনবো কোম্পানির স্টিকার ছিল সেটি কেটে আমি বাড়ির দেয়ালের চারপাশ দিয়ে লাগিয়ে দিয়েছি।।
🏠🏠🏠🏠
এবার সম্পূর্ণ ধাপ শেষ করার পরে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ অবশ্যই আমার বাংলা ব্লগ পরিবারের সবার দাওয়াত রইলো একদিন আমার এই বাড়িতে জমিয়ে সবাই মিলে একটি সন্ধ্যা আড্ডা দিয়ে পার করব। সাথে থাকবে দেশ-বিদেশের বিভিন্ন নামকরা খাবার। গান হবে নাচ হবে কবিতা হবে এক কথায় সব ধরনের বিনোদনের ব্যবস্থা করা হবে।। যাহোক সবমিলিয়ে চেষ্টা করেছি আমি আমার মত করে ঘর প্রস্তুত করে আপনাদের মাঝে সাবলীল ভাষায় উপস্থাপন করার। আশা করছি আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হলো।
লোকেশন:
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ নেয়ার জন্য। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সবার দক্ষতার বিকাশ ঘটে। যেটা খুবই ভালো একটা উদ্যোগ। আপনি খুবই সুন্দর করে ইঞ্জিনিয়ার এর মতো মেপে মেপে ঘর তৈরি করেছেন। এটা দেখতে খুবই চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ড্রাই পোস্টে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভেবে দেখলাম ইঞ্জিনিয়ার হয়ে যদি পরিমাপ সঠিক করে ঘর প্রস্তুত করি তাহলে ইঞ্জিনিয়ারদের বদনাম হবে তাই তো মাপ ঠিক রেখে ঘরটি প্রস্তুত করেছি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ
প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।প্রতিযোগিতায় আপনিও অংশগ্রহণ করেছেন দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।এরকম প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহণ করলে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। আমরা সুযোগ পাই নিজেদের দক্ষতার প্রকাশ ঘটানোর জন্য। জয়ী না হলেও এভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে ভীষণ মজাই হয়। আপনি খুবই সুন্দর একটি প্রজেক্ট তৈরি করেছেন প্রতিযোগিতা উপলক্ষে দেখে ভালো লাগলো।
একদম ঠিকই বলেছেন আপু প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের মেধাবিকাশ এবং ক্রিয়েটিভিটি টি প্রকাশ করতে পারছি।।
অনেক ধন্যবাদ আপনাকে আমার প্রস্তুত করা কার্ডবোর্ড দিয়ে ঘরটির প্রশংসা করার জন্য
প্রতিযোগিতা মানেই নতুন কিছু। কার্ডবোর্ড দিয়ে ঘর তৈরি করা সত্যিই দারুণ হয়েছে। আসলে এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে। আপনার তৈরি করা ঘরটি দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে ভাইয়া।
ঠিকই বলেছেন আপু এই কাজগুলো করতে অনেক সময় লাগে আমি একদিনে প্রস্তুত করতে পারিনি দুই দিনে কাজ শেষ করতে হয়েছে।। সব মিলিয়ে প্রায় চার পাঁচ ঘন্টা সময় লেগে গেছে।।
প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অনেক সুন্দর করে কার্ডবোর্ড দিয়ে বাড়ি তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এখন মনে হচ্ছে সত্যিই আমি কার্ডবোর্ড কেটে ঘরটি প্রস্তুত করে সফলতা অর্জন করতে পেরেছি কেননা আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনেক উৎসাহ দিচ্ছেন ধন্যবাদ আপু
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এত চমৎকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর ঘর তৈরি করেছেন। আপনার উপস্থাপন বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে গাছের পাতার মধ্যে ঘরটি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে কার্ডবোর্ড দিয়ে যেকোনো জিনিস তৈরি করে দেখতে খুবই সুন্দর দেখায়। এত চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এজন্য আপনি আমাকে অনেক উৎসাহ করেছেন।। ঘরটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম
অও,অনেক সুন্দর একটি ঘর তৈরি করেছেন কার্ড বোর্ড দিয়ে ।ভাইয়া ঘর যে কুল গাছে উঠে গেছে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে।আমি নিশ্চিত এভাবে কুল গাছে ঘর রেখে দিলে কোনো পাখি নিশ্চয়ই তার বাসা ভেবে ঢুকে পড়বে।হি হি ,মজা করলাম ভাইয়া😊।খুবই সুন্দর হয়েছে diy টি,আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন আপু ঘরটি যদি আসলেই কুলগাছে রেখে দেওয়া যায় তাহলে পাখি বাসা হয় এর মধ্যে বাঁধবে না হলে এই বাসাতেই সে থাকার চেষ্টা করবে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।।
মাপ যদি সঠিক না হয় তাহলে যেকোনো ভিত্তিপ্রস্তই খুব সহজে নষ্ট এবং ভেঙে পড়তে পারে। আপনি যথার্থই বলেছেন ভাই, ভিত্তি প্রস্তর ঠিক রেখে সঠিক মাপ দিয়ে আপনি যে ঘরটি তৈরি করেছেন তা সত্যিই দারুণ হয়েছে। কার্ডবোর্ড দিয়ে তৈরি ঘরটি দেখে আমিও বেশ বুঝতে পারছি আপনার ঠিক কতটা সময় ও ধৈর্যের প্রয়োজন হয়েছে। কেননা আমিও এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য একটি ঘর তৈরি করেছি। আর সেই ঘরের কাজ এখনো শেষ করতে পারিনি। যাই হোক ভাই আপনার ঘরটি তো তৈরি হয়েছে, তাই দেখে ভালো লাগলো। সুন্দর উপস্থাপনার মাধ্যমে প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য আসলে দীর্ঘ সময় প্রচেষ্টার মাধ্যমে সঠিক মাপে প্রস্তুত করেছি তাই হয়তো এত সৌন্দর্য হবে ফুটে উঠেছে।।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই ভাইয়া। কার্ড বোর্ড দিয়ে তৈরি ঘরটি আমার কাছে খুবই ভালো লেগেছে।আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার ইন্জিনিয়ারিং ছন্দ গুলো। গাছের ডালে এরকম একটি ঘরে বসে এক কাপ দুধ চা খেতে পারলে মনে খুবই শান্তি লাগতো। 😁 ভাইয়া ঘরের পিছনে অনেক গুলো রং এর কৌটা দেখতে পেলাম ওখান থেকে কিছু রং নিয়ে ঘর টি রং করলে জোস হতো ব্যাপার টা।হা, হা, হা,😁অসম্ভব সুন্দর ঘর টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে প্রতিযোগিতায় সর্বোচ্চ স্থান পাওয়ার জন্য শুভকামনা জানাই।
আপু দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বতী রঙের দাম বেড়ে গেছে এজন্য ক্যালকুলেশন করে দেখলাম প্রায় 5 লক্ষ টাকা লাগবে ঘর রং করতে এখন এত টাকা ব্যয়ের করতে পারছি না ভাবছি কিছুদিন পরে ঘরটা রং করব।। আর অবশ্যই আপনাদেরকে দাওয়াত করা হবে এই ঘরে বসে এক কাপ করে কফি খাওয়ার জন্য 😁😁
বাহ আপনি তো দেখছি খুব সুন্দর একটা ঘর তৈরি করেছেন। আসলেই যে কোন প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেকটা মানুষের মধ্যে যে প্রতিভা লুকিয়ে থাকে সেগুলো প্রকাশিত হয়। যেটা তারও অনেক বড় দক্ষতা হার্ড বোর্ড দিয়ে খুব সুন্দর করে ঘর তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগলো।
নিজের মধ্যে প্রতিভা আছে কিনা জানিনা তবে মাঝে মাঝে চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের মধ্যে থাকা ক্রিয়েটিভিটি ভাবটা প্রকাশ করার জন্য ধন্যবাদ