"আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা -১৫ এর ফলাফল প্রকাশ।।
ব্যানার ক্রেডিট: @hafizullah ভাই
হ্যালো সবাইকে। মজাদার ফলের জুস বা শরবত বানানো প্রতিযোগিতায় প্রচুর এন্ট্রি এসেছে। যার প্রত্যেকটি ছিল অসাধারণ । উইনার সিলেকশন করাটাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। সাত দিন পূর্বে বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্টের বিজয়ীদের নাম ইতিমধ্যেই কমিউনিটি হ্যাংআউটের মাধ্যমে ঘোষণা করে দেওয়া হয়েছে। গত সাত দিনে কমিউনিটিতে বাহারি রকমের জুস বা শরবত দেখে প্রাণটা সত্যিই জুরিয়ে গেছে । যাই হোক , সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা সত্যিই অনেক খুশি।
এ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে যাদের এন্ট্রি ছিল ইউনিক এবং পরিবেশনে ছিল ভিন্নতা । এত এত অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ৮ জনকে বাছাই করে নিয়ে আসা আমাদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জ ছিল। সিলেকশনে ত্রুটি হতে পারে। আশা করি বিশ্বাস হারাবেন না। পরিশ্রম করুন এবং আমাদের সাথেই থাকবেন। যাই হোক, আটজনকে আমরা উইনার লিস্টে রাখতে পেরেছি। সেই ৮ জন এর তালিকা নিম্নে দেওয়া হলঃ-
অংশগ্রহণকারীঃ- ৫৪
মোট বিজয়ীঃ- ৮
নং | নাম | এন্ট্রি লিংক | পুরস্কার |
---|---|---|---|
★ | @tanuja | লিংক | Spacial |
১ | @isratmim | লিংক | 30 STEEM |
২ | @ah-agim | লিংক | 25 STEEM |
৩ | @ripon999 | লিংক | 20 STEEM |
৪ | @ayeshasiddika18 | লিংক | 15 STEEM |
৫ | @gorllara | লিংক | 12 STEEM |
৬ | @narocky71 | লিংক | 8 STEEM |
৭ | @mohamad786 | লিংক | 5 STEEM |
বিজয়ীদেরকে জানাচ্ছি অভিনন্দন । আর যে সকল ইউজার পার্টিসিপেট করেছেন কিন্তু বিজয়ী তালিকায় নেই তারা হতাশ হবেন না। কারণ প্রত্যেকেই অনেক ভালো করেছেন। সামনে আপনাদের জন্য আরো দুর্দান্ত সব সুযোগ আসতে যাচ্ছে।
এ প্রতিযোগিতায় যারা স্পন্সর করেছেঃ-
নং | নাম | পরিমাণ |
---|---|---|
১ | @rex-sumon | 35 STEEM |
২ | @shuvo35 | 35 STEEM |
৩ | @kingporos | 15 STEEM |
৪ | @nusuranur | 15 STEEM |
৫ | @ayrinbd | 15 STEEM |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

অনেক সুন্দর একটি প্রতিযোগিতা দারুণভাবে সমাপ্ত হল। আমার মনে হয় এ যাবৎ কালের মধ্যে এ প্রতিযোগিতাতেই সবচাইতে বেশি সদস্য অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার মাধ্যমে দারুন দারুন জুসের রেসিপি দেখতে পেলাম। যা হয়ত অন্য কোন ভাবে দেখা সম্ভব ছিল না। বিজয়ীদের জন্য রইল অভিনন্দন। সেইসঙ্গে আশা করি এমন নিত্যনতুন প্রতিযোগিতা নিয়মিত চলতে থাকবে আমাদের এই ভালবাসার কমিউনিটিতে। ধন্যবাদ আয়োজক সকলকে।
এবারের প্রতিযোগিতায় প্রথম হতে পেরে সত্যিই অনেক আনন্দিত। বুঝতে পারছি না কি বলবো। একবারও ভাবি নি যে বিজয়ীদের তালিকায় থাকতে পারবো, কারণ সবার অংশগ্রহণ অনেক ভালো ছিলো।
ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগের সকল এডমিন এবং মডারেটর প্যানেল কে। এবং অভিনন্দন জানাচ্ছি সকল বিজয়ীদের।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয় হতে পেরেছি খুবই ভালো লাগলো। সবাই দোয়া করবেন যেন সফলতায় সাথে সামনের অগ্রসর হতে পারি। এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
যারা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যেমে ভালো করেছেন,তাদেরকে অভিনন্দন। খুব ভালো একটি প্রতিযোগিতা ছিলো।আমিও অংশগ্রহন করেছিলাম।যদিও আমি ভালো করতে পারি নি।ধন্যবাদ।
বিজয়ীদের জন্য অভিনন্দন। তবে সকল প্রতিযোগি বেশ ভালোই করছিল ,সর্বোপরি এবারের আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি কৃতজ্ঞ।
আসলে বেশ ভালো ছিল উদ্যোগটি। আসলে সকালে নিজের ভিতরে থাকা প্রতিভাকে এখানে প্রকাশ করতে পেরেছে এবং সকল বিজয়ীদের জন্য অভিনন্দন রইল। তারা জেনো খুব ভালো থাকে এবং সামনে আরো কনটেস্টে আরো দারুন দারুন উত্তেজনা প্রতিযোগিতা নিয়ে জয়েন করতে পারে। এই কামনাই রইল
প্রতিযোগিতায় অংশ গ্রহণে বিজয়ীদের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবার পোস্ট কোয়ালিটি অনেক অনেক ভাল ছিলো। আমি ও অংশ গ্রহন করেছিলাম যদি ও ভালো করে করতে পারি নি ইনশাআল্লাহ এবার চেষ্টা করবো এই তালিকায় থাকার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। ধন্যবাদ।
শরবত বানানোর প্রতিযোগিতায় বিজয়ীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।সকলে খুব ভালো করেছে।
প্রত্যেকেই অনেক দক্ষতার সাথে নিজের প্রতিভা শেয়ার করেছেন। সবার দক্ষতা অসাধারণ ছিল
সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
চমৎকার একটি প্রতিযোগিতা ছিল এটি। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে দেখে খুব ভালো লাগলো। বিজয়ীদের জন্য অভিনন্দন।