ঈদের শুভেচ্ছা জানাতে আজকের আর্ট।

in আমার বাংলা ব্লগ8 days ago

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


6162c722-6094-4560-9b71-e03332ceb63b_20250331_173334_0000.jpg






আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



গতকাল চাঁদ রাত ছিল। রাত্রিবেলায় বসে বসে আপনাদের পোস্টগুলো পড়তে পড়তে ভাবলাম আমিও আপনাদের ঈদের শুভেচ্ছা জানাতে কিছু একটা তৈরি করি। কি করবো ভেবে না পেয়ে ছবি নিয়ে বসলাম। যেমন তেমন হোক মোটামুটি ছবিটা তো আঁকতে পারি।

বেশিরভাগই জল রং দিয়ে ছবি এঁকে থাকি। আজকে ভাবলাম মোম রং দিয়ে আঁকি মানে অয়েল পাস্তেল দিয়ে। আসলে মেয়ের ছবি আঁকার জন্য খুব সুন্দর একটি ওয়েল প্যাস্টেল সেট কিনে দিয়েছিলাম। আর সেই রঙ দেখে ভাবছিলাম আমি কবে ব্যবহার করব। আজ একটা সুযোগ এলো, তাই আর ছাড়লাম না।

ঈদের দিনে আমারও অনেক স্মৃতি রয়েছে। তবে দীর্ঘ দিন হল লাচ্ছা সেমাই চালের রুটি এই সব খাই না৷ প্রবাসে আর কে খাওয়াবে। সকাল সকাল মা কে তাই ফোন করলাম মা বলল বাড়িতে অনেক লাচ্ছা সেমাই দিয়ে গেছে খাওয়ার লোক নেই। বললাম আমার জন্য রেখে দিতে। এই তো আরেক মাস পরেই গরমের ছুটি পড়বে তখন বাড়ি যাবো। মোটামুটি লাচ্ছা সেমাই খাওয়া সেট হয়ে যেতে সত্যিই মনটা আনন্দে ভরে গেল৷

তারপরেই বসে গেলাম ছবি আঁকতে। আপনাদের এতো দূর থেকে এইটুকুই শুভেচ্ছা হিসেবে পাঠাচ্ছি৷ সকলে ভালো থাকুন। আর খুব খুব আনন্দে কাটান।

এবার চলুন দেখি ছবি আঁকতে আমার কি কি লেগেছে।

1000227664.png


  • ডমসের কালার পেন
  • স্কেচবুক
  • পেন্সিল
  • ব্রাস্ট্রোর ওয়েল প্যাস্টল
  • স্কেল
  • ইরেজার


1000227670.png


আসুন ধাপে ধাপে দেখে নিই কিভাবে এঁকেছি।

🌷ধাপ-১🌷

InShot_20250331_172324935.jpgInShot_20250331_172341634.jpgIMG-20250331-WA0050.jpg
  • প্রথমে স্কেচবুকের উপর পেন্সিল ও স্কেলের সাহায্যে বর্ডার এঁকে নিলাম।

  • মসজিদের ছবির জন্য কয়েকটি মাপ করে দাগ টেনে নিলাম।

  • ডানদিকে স্কেলের সাহায্যে একটি টাওয়ার এঁকে নিলাম।

🌷ধাপ-২🌷

InShot_20250331_172407157.jpgInShot_20250331_172429903.jpg
InShot_20250331_172445547.jpgIMG-20250331-WA0046.jpg
  • এবার মসজিদের ডিটেলিং করলাম।

  • প্রতিটা ধাপেই তার ছবি দিয়েছি। লক্ষ্য করলে দেখবেন পেছনের দিকে টাওয়ার গুলো পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।

  • এত সুক্ষ ডিটেলসে আগে কখনো ছবি আঁকিনি তাই কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না আপনাদের মন্তব্য পেলে বুঝব।

🌷ধাপ-৩🌷

IMG-20250331-WA0030.jpgIMG-20250331-WA0047.jpg
IMG-20250331-WA0028.jpgIMG-20250331-WA0024.jpg
  • ছবিটির ডান দিকে একদম ধার ঘেঁষে একটি মেয়ের অবয়ব আঁকার চেষ্টা করলাম ধাপে ধাপে।

  • প্রথমে তার মুখ এবং মাথাটি এঁকে নিয়েছি তারপরে সামান্য একটু গলা বুক এঁকেছি।

  • এরপর হাত রাখলাম যা দিয়ে মনে হচ্ছে সে যেন দোয়া করছে সবার জন্য।

  • ডান দিকের বড় যে টাওয়ারটা এঁকে ছিলাম তার মাথায় একটি ঈদের চাঁদ আঁকলাম।

🌷ধাপ-৪🌷

InShot_20250331_172508205.jpg

এবার দেখুন আমার সম্পূর্ণ পেন্সিলের আউট লাইনটি।

এখানেই আমার পেন্সিলের কাজ শেষ এবার আমি রংয়ের কাজ শুরু করব।

🌷ধাপ-৫🌷

IMG-20250331-WA0034.jpgInShot_20250331_172523466.jpg
IMG-20250331-WA0029.jpgIMG-20250331-WA0043.jpg
  • অয়েল পেস্টের যেহেতু হাতে করে রং ঘষা হয়ে যায় তাই একদম উপর থেকে রং করা শুরু করলাম।

  • প্রথমেই ডিপ গ্রীন দিয়ে বেশ কিছুটা রং করে নিয়েছি তার নিজের দিকে খানিকটা সবুজ রং দিয়েছি।

  • তারপরে দিয়েছি লেমন গ্রিন। বা ইওলো গ্রিন কালার।

বিশেষ কোনো কায়দা নয় আমি শুধুমাত্র রংটা ঘসে গেছি।

🌷ধাপ-৬🌷

IMG-20250331-WA0036.jpgInShot_20250331_172553843.jpg
  • একদম নিচের অংশে আমি হলুদ রং দিয়ে ভরিয়ে দিলাম।

এবার ব্লেন্ড করার আগে পুরোটা একটা ছবি তুলে দেখিয়ে দিলাম আপনাদের।

🌷ধাপ-৭🌷

InShot_20250331_172611092.jpgIMG-20250331-WA0045.jpg
  • প্যাস্টেল রং অনেকেই নরম কাপড় দিয়ে বা টিস্যু পেপার ব্লেন্ড করে থাকেন আমি এখানে আঙ্গুল দিয়ে ব্লেন্ড করেছি।

  • একই রকম ভাবে ওপর থেকে নিচে ব্লেল্ডিং করেছি।

🌷ধাপ-৮🌷

IMG-20250331-WA0037.jpgInShot_20250331_172634090.jpg
  • একেবারে সরু যে অংশগুলো সেগুলো আর আঙুল দিয়ে ব্লেন্ড করলাম না ইয়ার বার্ড দিয়ে ব্লেন্ড করলাম।

  • সম্পূর্ণ ব্লেন্ডিং এর পর এরকমই দেখতে হয়েছে।

🌷ধাপ-৯🌷

IMG-20250331-WA0027.jpgIMG-20250331-WA0032.jpg
  • ব্লেন্ডিং এর পরে যেটুকু সাদা অংশ রয়েছে সেটা আমি পুরোটাই কালো ব্রাস পেন দিয়ে কালার করে নিলাম।

  • জায়গা মত কিছু কিছু অংশ ছেড়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে।

  • চাঁদ যেহেতু কালো রঙের হয়না সাদা বা হালকা হলুদ কিংবা সোনালী রঙের হয় তাই চাঁদটাও কালো রং দিয়ে কালো করে দিলাম না।

🌷ধাপ-১০🌷

IMG-20250331-WA0039.jpgIMG-20250331-WA0025.jpg
IMG-20250331-WA0044.jpgIMG-20250331-WA0023.jpg
  • সাদা রঙের গ্লাস মার্কিং পেন দিয়ে কিছুটা সাদা এফেক্ট দিলাম বিশেষ করে কালো রং যেখানে করেছি তার বর্ডার টেনে।

  • এরপর যাতে ঝকমক করে তাই সিলভার রঙের ব্রাশ পেন দিয়ে আউটলাইন টেনেছি এবং তার আর এফেক্ট দেওয়ার জন্য কিছু ডট এঁকে নিয়েছি।

  • চাঁদের বর্ডার টা মেখে নিলাম যাতে চাঁদটি উজ্জ্বল লাগে দেখতে।

  • আর সবশেষে নিজের সই করে নিলাম।

এভাবেই শেষ হয়ে গেল ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আমার আঁকা ছবিটি । আসুন দেখেনি ফাইনাল লুক কেমন হয়েছে। কারণ আমি বেশ কিছু ছবি তুলেছি।


1000227677.png


6804497f-f61c-4c6e-b477-8edc2454b02e_20250331_174120_0000.jpg

df35838b-79e8-43b2-ad6d-fdf676aece1e_20250331_174043_0000.jpg

01ba4038-1f85-4939-a998-cf683815b51d_20250331_173912_0000.jpg

0fbf9af2-38e6-4743-927e-b6eac040433d_20250331_173727_0000.jpg

4a3b79e2-cd34-4ff7-873b-dbf1964f8eb2_20250331_173630_0000.jpg

14dad7cf-9db2-4c28-bbbf-2196b6a68d6a_20250331_173428_0000.jpg

6162c722-6094-4560-9b71-e03332ceb63b_20250331_173334_0000.jpg

আর্ট পোস্ট করার সময় যখন এই ধাপগুলো করে ফেলি এবং তারপর যখন ফাইনাল চেকআপ করি তখন মনে হয় যেন কি সহজেই ছবিটা আঁকা হয়ে গেছে এবং খুব কম সময়ে। কিন্তু আসলেই তা নয়। এই ছবিগুলো আঁকতে অনেকটা সময় লাগে এবং বেশ ধৈর্য ধরে এঁকে নিতে হয় নইলে ভালো হয় না।

আমি যেহেতু সবসময় চেষ্টা করি নিখুঁত ছবি আঁকার তাই আমাকে অনেকটা ধৈর্য রাখতে হয়।

সর্বপরি আজকে ঈদ উপলক্ষে আমার এই ছবিটি আপনাদের কেমন লাগলো জানাবেন এবং লেখা শেষ করার আগে আপনাদের আরো একবার পবিত্র ঈদ উপলক্ষে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং শুভকামনা। আপনাদের আগামী প্রত্যেকটা দিন এমন খুশি হোক এবং আনন্দে মেতে থাকুন।

আজ তবে এই পর্যন্তই থাক। আবার আসবো আগামীকাল অন্য কোন পোস্ট নিয়ে।

টা টা

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণআর্ট পোস্ট
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমআইফোন ১৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র


1000217106.jpg


১০% বেনিফিসিয়ারি লাজুক খ্যাঁককে


1000217198.png


1000227693.png


1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

file-zRxFXiC7QH38U7F8KN0bisD2_1.webp

First_Memecoin_On_Steemit_Platform_20241105_120803_0000.png

1000205505.png

Sort:  
 8 days ago 
1000424709.jpg1000424708.jpg1000424702.jpg
 8 days ago 

ঈদের শুভেচ্ছা জানাতে চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন। হ্যাঁ দিদি ঠিক হয়ে বলেছেন, সম্পূর্ণ আর্ট দেখার পরে মনে হয় এটি যেন কত সহজে এঁকে ফেলা হয়েছে। কিন্তু আজ সম্পন্ন করতে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয়। ঈদ উপলক্ষে চমৎকার একটি আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম দিদি। ঈদের শুভেচ্ছা জানিয়ে চমৎকার অংশ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 8 days ago 

ছবিটা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম বোন। ভালো থাকুন। আনন্দে থাকুন আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল৷

 8 days ago 
1000424799.jpg1000424792.jpg

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 79133.50
ETH 1554.93
USDT 1.00
SBD 0.65