প্রোটিন ও ভিটামিন সমেত অল্প তেলে রান্না করা সুস্বাদু নাস্তা। ভিডিওগ্রাফি।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,
সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।
আজ আপনাদের জন্য নিয়ে এলাম প্রোটিন ও ভিটামিনে ভরপুর একটু দারুণ স্বাদের নাস্তার রেসিপি।
আজকাল সকলেই সুস্বাস্থ্যের কথা আগে ভাবে৷ তাই নিয়মিত ব্যয়াম করা তার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার দাবার খেয়ে শরীরের ওজন এবং হজম ইত্যাদি সমস্ত কিছু সঠিকভাবেই বজায় রাখার চেষ্টা করে। আসলে আমাদের চারপাশে এখন এত বেশি পরিমাণে অস্বাস্থ্যকর খাবার দাবার। বিশেষ করে পেস্টিসাইড ব্যবহার করার কারণে সমস্ত ফসল একপ্রকার বিষে পরিণত হচ্ছে দিনকে দিন। তাই আমরা যে আদৌ কতটা স্বাস্থ্যকর খাই বা স্বাস্থ্যকর জীবন যাপন করি সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবুও যতটুকু মেপে চলে যায়।
কথায় আছে সকালের খাবার হবে রাজার মত দুপুরের খাবার হবে প্রজার মত আর রাতের খাবার হবে ভিখারির মত। এর অর্থই হলো সকাল সকাল আমাদের সমস্ত ভারী খাবার খেয়ে নেওয়া দরকার যেমন প্রোটিন কার্বোহাইড্রেট ইত্যাদি। কারণ সারাদিন আমরা নানান কাজে যখন ব্যস্ত থাকব এবং নানান পরিশ্রম করব এই ধরনের খাবারগুলো আমাদের যেমন এনার্জি দেবে সাথে সাথে হজম হয়ে যাবে। রাত্রে বেলায় এই ধরনের খাবার খেয়ে ঘুমালে বেশিরভাগ ক্ষেত্রেই বদহজম হতে দেখা যায়। তবে সবার শরীর তো সমান নয় আমি শুধুমাত্র পুষ্টিকর খাবারের নিয়ম অনুযায়ী কথাগুলো বললাম।
এই রান্নাটা অত্যন্ত স্বাস্থ্যকর রান্না এই কারণে বলেছি যে রান্নাটি ছোলা মুগ তার খোসা সমেত ব্যবহৃত হয়েছে৷ ছোলা এবং মুগ ডাল জাতীয় খাবার হওয়ার কারণে এটি কিন্তু ভিটামিন এবং প্রোটিনের ভরপুর আর এর খোসাতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে। এছাড়াও আমি যেহেতু বিট ব্যবহার করেছি তাই বিটের খাদ্য গুন গুলো রয়েছে। সব থেকে বড় কথা রান্নাটি আমি যেহেতু অনেকটা তেলে রান্না করিনি এবং অনেক মশলা দিয়ে করিনি তাই খাদ্যগুণ যথাসম্ভবভাবে বজায় রয়েছে।
অনেক কথা বলে নিলাম এবার চলুন সরাসরি দেখে নিই রান্নাটা করতে কি কি উপকরণ লেগেছে।
ছোলা ভেজানো - এক কাপ
গোটা মুগডাল ভেজানো - এক কাপ
পেঁয়াজ - অর্ধেক
বিট- একটা
নুন ও তেল পরিমান মতো
ব্যসন - দুই চামচ
গোলমরিচ ও ভাজা জিরে গুঁড়ো স্বাদ মতো
চিলি ফ্লেক্স- স্বাদ মতো
রোস্টেড সাদা তিল - হাল্ফ কাপ
কিভাবে বানিয়েছি তা জানার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন। অবশ্যই দেখতে পাবেন৷
আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি ভিডিওটি আমি ইনশট অ্যাপে এডিট করেছি। আমারই গলার স্বর আর মিউজিক ইউটিউব থেকে নেওয়া৷
ভিডিও শ্যুটিং করেছি আইফোন ১৪ তে।
আর অপেক্ষা নয় এবার আপনাদের জন্য লিংকটি দিলাম।
বিশেষ কোন ছবি নেই৷ আসলে ভিডিও করতে করতে ছবি তোলা একেবারেই হয় না। পরে যে তুলব এতো খিদে পেয়ে গিয়েছিল কি বলি।
এখন আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য। আর রান্নাটা পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন৷ সাথে নিজেরাও বাড়িতে রান্না করবেন। তবেই আমার আনন্দ হবে৷
আচ্ছা, আবার আগামীকাল আসব নতুন কোন পোস্ট নিয়ে। ততক্ষণ আপনারা ভীষণ ভালো থাকুন আনন্দে থাকুন। আজ এ পর্যন্তই...
টাটা

পোস্টের ধরণ | রেসিপি পোস্ট |
---|---|
ছবিওয়ালা | নীলম সামন্ত |
মাধ্যম | স্যামসাং এফ৫৪, আইফোন ১৪ |
লোকেশন | পুণে,মহারাষ্ট্র |
ব্যবহৃত অ্যাপ | ক্যানভা, অনুলিপি, ইনশট |
১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে
~লেখক পরিচিতি~
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিত গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।
আপনার রান্নার রেসিপি খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর! ছোলা, মুগ, বিট, তিল এই সব উপাদানগুলো একসাথে খুব ভালো স্বাদ এবং পুষ্টি যোগ করেছে। বিশেষ করে যে আপনি তেলের পরিমাণ কম রেখেছেন এবং মশলা খুব বেশি ব্যবহার করেননি, সেটা সত্যিই প্রশংসনীয়। এমন স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু সুস্বাদু হয়েছিল সত্যই৷ আমি একটু এরকম স্বাস্থ্যকর খাবারই খেতে ভালোবাসি৷ আর এখন তো ডায়েটে আছি৷ তাই এই ধরণের রান্নাগুলো বেশি করি। আরও অনেক রেসিপি আছে। আস্তে আস্তে আপনাদের জন্য নিয়ে আসব৷ আপনি আমার নিবিড় বন্ধু হয়ে যাচ্ছেন৷ যেভাবে প্রতিটি পোস্টে আপনাকে পাই... এক আকাশ ভালোবাসা পাঠালাম আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/neelamsama92551/status/1896987684880679257?t=yj-LZEVQ2z2pJGwN5k1Dxw&s=19
দারুন একটি স্বাস্থ্যকর রেসিপি তৈরি করেছেন দিদি। রেসিপিতে ব্যবহার করা প্রতিটি উপকরণই প্রায় স্বাস্থ্যকর। খুবই অল্প তেলে রান্নাটি করেছেন। ছোলা, মুগ,বিটরুট প্রত্যেকটি উপকরণ খুবই স্বাস্থ্যসম্মত। এখানে আপনি সাদা তিলও ব্যবহার করেছেন দেখছি।স্বাস্থ্যসম্মত একটি সুস্বাদু রেসিপি দিয়ে সকালটা দারুন ভাবে শুরু করলেন। নতুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
মাঝে মধ্যে হেলদি খাওয়া ভালো এমনিটা ভেবেই এই রেসিপিটি বানিয়েছিলাম৷ আপনি ভিডিওটা দেখলেন এবং আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম৷ ধন্যবাদ।
সকালের খাবার হবে রাজার মত দুপুরের খাবার হবে প্রজার মত আর রাতের খাবার হবে ভিখারির মত - এই কথাটি বাবার মুখে ছোটবেলা থেকে শুনে এসেছি। তোর বানানো এই রান্নাটি ভীষণ পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এটা তো বুঝলাম, কিন্তু এটির নাম কি সেটা তো বুঝতে পারলাম না। তবে দেখে একবার খাওয়ার জন্য বেশ লোভ হচ্ছে এই কথাটা বলতেই পারি। তুই অনেক নতুন নতুন সুন্দর সুন্দর রান্না করতে পারিস, এ আমি বহুদিন ধরে দেখে আসছি।
ওই আর কি চেষ্টা করি, এক ঘেঁয়ে রান্না খেতে ভালো লাগে না যে৷
পুষ্টিকর ও স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করেছেন। প্রোটিন সমৃদ্ধ খাবারের রেসিপি ।সকল বয়সের জন্য বেশ স্বাস্থ্যকর রেসিপি এটি। যারা প্রানীজ প্রোটিন খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি বেশ উপকারী। তবে অনেকটা প্যান কেক এর মতো।
দানাশস্যের প্যানকেক আপু। ঠিকই বলেছেন। তবে জানেন এতে মাংসের কিমাও মেশানো যায়। সেটাও ভালো লাগবে। ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।।