স্বরচিত কবিতা - মাথা ও মাথা ভর্তি
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,
সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।
রাত পোহালেই ঈদ। সেই উপলক্ষে আপনাদের সবাইকেই আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ উপলক্ষে আমাদের এখানেও সবারই ছুটি রয়েছে। এছাড়াও এখানে আজকের দিন মারাঠিদের নববর্ষ হিসেবে পালন হচ্ছে। এই দিনটিকে বলা হয় গুডি পড়ওয়া। প্রতিবছর এই দিনটিতেই পড়ে এমন নয় এটা তিথি অনুপাতে আসে। তো দেখতে গেলে মহারাষ্ট্র বেশ উৎসবে মেতে উঠেছে। সেই উপলক্ষে সকাল থেকে এই প্রচুর ড্রামের শব্দ এবং একটু আগে পর্যন্ত টুকটাক আতশবাজির শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। মজার বিষয় এখানে বড় বড় ড্রাম বাজায় মেয়েরা। এবং প্রত্যেকেই নওয়ারী শাড়ি পড়ে। এটা কি ধরনের শাড়ি জানেন? আমরা সাধারণত ছয় ইয়ার্ড শাড়ি পড়ে থাকি এটা নয় ইয়ার্ড। এবং এই শাড়িটি ধুতির আকারে পরা হয়। এই নওয়ারি শাড়ি এখানকার জাতীয় বা বলা চলে বিখ্যাত পোশাক যেমন বাঙালির তাঁতের শাড়ি হয়।
মহারাষ্ট্রের মেয়েরা বরাবরই এগিয়ে থাকে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর ইতিহাস তারই উদাহরণ। মেয়েদের শক্তি ও বেশ ভালই থাকে। আর সে কারণেই হয়তো এখন বিরাট বড় বড় ড্রাম মেয়েরাই কাঁধে নিয়ে বাজিয়ে বাজিয়ে রাস্তায় প্রসেশন করে।
আমি সেই ভাবে রাস্তায় বেরোয়নি কিন্তু ঘর থেকেই বসে এই সমস্ত শব্দ শুনতে পাচ্ছিলাম। তবে সারাদিন যে ছুটির আমি যে কাটিয়েছি এমন নয়। মেয়ের নতুন ক্লাস শুরু হবে, তাই ওর পড়ার জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া এবং আলমারি গুলো বুঝিয়ে ওর ঘরটা সুন্দর করে নতুন করে সাজিয়ে দিলাম। আশা করি ওর খুবই ভালো লাগবে।
এত কিছু বকবক করছি আজকে আসলে আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। চলুন দেরি না করে কবিতাটা পড়াই।
মাথা ও মাথা ভর্তি
---------------------- নীলম সামন্ত
তোমার চোখের ভেতর অনেকগুলো শহর গড়ে উঠেছে
যখন তাকিয়ে থাকো দু একটা মাছ সাঁতার কাটে
তাদের পুচ্ছ, পাখনা, কোথাও কোথাও আমি—
তরঙ্গের বিপুল এসে ধাক্কা খায়
এই না না
এখনই পলক ফেল না,
বিষাদের গর্ভগৃহ ভরে গেছে মায়াকাঞ্চনে
জোয়ার-ভাটা, সূর্য-চাঁদ
পর পর নিজেদের বালিশ বিক্রির সওদা করছে
ভরা বাজার—
আসলে আমরা প্রত্যেকেই জানি,
আমাদের যেমন থাকার কোন জায়গা নেই
ফেরারও জায়গা নেই
হাট ফুরলে কিংবা চললে
সাঁতরে চলাই এক মাত্র উপায়
মাথা আর মাথা ভর্তি উপনিষদ তো ছিলই
থাকবেও।
তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। আবার আসব আগামীকাল অন্য কোন লেখা নিয়ে৷ লেখা নিয়ে আজ আর বিশেষ কিছু বলছি না আপনারাই জানিয়ে দেবেন ভালো লাগাও মন্দলাগা।
খুব ভালো থাকবেন আশা করি আপনাদের ঈদ খুবই ভালো যাবে। আবারো ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।
টা টা

পোস্টের ধরণ | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
কলমওয়ালা | নীলম সামন্ত |
মাধ্যম | স্যামসাং এফ৫৪ |
লোকেশন | পুণে,মহারাষ্ট্র |
ব্যবহৃত অ্যাপ | ক্যানভা, অনুলিপি |
১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে
~লেখক পরিচিতি~
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিত গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।
https://x.com/neelamsama92551/status/1906410626769187004?t=V7prRk_hBQ9Kh_O14z--4Q&s=19
https://x.com/neelamsama92551/status/1906411808338186473?t=WqjewGjFqUkwFCSMXWCScg&s=19
https://x.com/neelamsama92551/status/1906412390981177761?t=Tk66aQjyJJsuHGstzepFBw&s=19
https://x.com/neelamsama92551/status/1906412958194032750?t=JAWA1iWzI-93UohjWD10_Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/neelamsama92551/status/1906419335956148490?t=92F24NUIoaQGJAqRbDOQnw&s=19