দাবানল এবং ... শিরোনামে শুরু করলাম গল্প। প্রথমবার। পড়ে দেখুন।

in আমার বাংলা ব্লগ6 days ago

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


received_3079574332221274.jpeg

[সোর্স](Meta AI)








আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



দাবানল এবং ...



প্রায় এক বছর ধরে চলতে থাকা কেসের আস শুনানি। গতকাল রাতে সোসাল মিডিয়াতে নিজের সততার কথা মনে করে একটা ছোট্ট আপডেট দিয়েছিল খেয়ালী। তারপর রাতটা রোজের থেকে অনেক বেশি লম্বা হয়েছে৷ যার ফোন আসার কথা ছিল আসেনি। তারপর আলো আঁধারিতে কত কি ভেবে গেছে।

বড্ড চাপা স্বভাবের খেয়ালী। হাজার কষ্টেও কখনও দমে যায়নি আর আঘাতেও আশ্রয় চায়নি। তবুও কি কোথাও কোন আশা জাগে না? জানালা দিয়ে সোজাসুজি তাকালে ঘরে ঢোকার মেইন গেটটা দেখা যায়। রাতের অন্ধকারে গেটটা কেমন যেন স্মৃতির পাতা হয়ে ওঠে। খুব মনে পড়ছিল, বাবা যেদিন মারা যায় এই দরজার বাইরে নিয়ে যাওয়া হল, আর এলো না। তারপর কতবার এই গেট দিয়েই বেরিয়েছে সে, আবার ফিরেও এসেছে। স্কুলটা একটু দূরে ছিল বলে সন্ধে হয়ে যেত ফিরতে। বাবা এক একদিন চিন্তায় স্টেশনের দিকে চলে যেত। বাবা চলে যাবার পর অনেক বার ডাইরির পাতায় লিখেছে "আজ হয়তো বাবা আসত, আর কুয়াশা ভাঙতে ভাঙতে চারটে পা ছাপ রেখে ফিরে যেত নিজেদের বাসায়" — এই সবই ভাবতে ভাবতে কখন চোখ লেগে গিয়েছিল। ঘুম ভাঙল সকালে মায়ের ডাকে;

— খেয়াল, খেয়াল উঠে পড় মা রে ফোনটা অনেকক্ষণ থেকে বাজছে।

— ধরতে ইচ্ছে করছে না মা।

— বাবু সমীরণ ফোন করেছে, দেখ না কি বলে? এতো ইগো ধরে রাখলে হয়?

ঘুম নেই, তাও চোখ বন্ধ করেই উত্তর দিল খেয়ালী — ও আর কি বলবে মা? নিশ্চই কোন কাজের কথা। ও করে নেব।

— আচ্ছা তাই হোক। তুই এখন ওঠ, বাগানে চল দেখবি, তোকে বলেছিলাম না কাল পল্টু একটা অন্য রঙের অ্যাডেনিয়াম দিয়ে গেছে। ফুলও আছে কয়েকটা।

মা সব বোঝে তাও যদি খেয়ালী একটু চিন্তামুক্ত হয় তাই এই প্রচেষ্টা।

— হ্যাঁ মা চলো।

খেয়ালী মাকে ফেরায় না। ও জানে বাবা চলে যাবার পর মা সকলের সামনে ভেঙে না পড়লেও আসলেই প্রচন্ড একা হয়ে গেছে।

সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে জানা যাবে৷ আজকাল মিডিয়া এতোটাই দ্রুতগামী, অন্য কোন উপায়ে জানার আগেই টিভি বা সোশাল মিডিয়াতে এসে যায়। সময়টা যেন কোন ভাবেই কাটছে না। গলা দিয়েও খাবার নামছে না।

— মা, তুমি হয়তো ঠিকই বলতে মাস্টার্সে এতো ভালো রেজাল্ট করার পর আমার পি এইচ ডি করা উচিত ছিল।

— এমন কেন বলছিস? যা হওয়ার হবেই৷ তাছাড়া পি এইচ ডি করতে চাইলে করবি, সময় কি চলে গেছে?

— মা, আট বছরটা কি কম? তাছাড়া এখন তো আর রেগুলারে সম্ভব না। বাপীও তো তখন বাধা দেয়নি—

— তোকে কি কোন কিছুতে বাধা দিয়েছি?

— তা দাওনি। আসলে মা আমি ভেবেছিলাম সমীকরণ এখানেই চাকরি করছে, আমি যদি পড়তে বাইরে চলে যাই বা দূরে কোথাও থাকি তাহলে তো আর ওর সাথে থাকাই হবে না৷

— আমি বুঝি খেয়াল, তোর এখানে মাস্টার্স করার সিদ্ধান্ত কিংবা আগেই বি এড করে নেওয়া।

— সবই তো ঠিক চলছিল মা, কেন বলতো এমন হচ্ছে।

— একটা কথা মনে রাখবি সোনা মা, ঝড় যখন আসে তখন সব দিক থেকেই আসে৷ হয়তো মারাত্মক ক্ষতি হয় কিন্তু আবার আলোও আসে। আজ শুনানিতে যাই ফলাফল সামনে আসুক তুই সবটার জন্যই নিজেকে তৈরি কর। দরকারে নতুন কিছু শুরু করিস।

খেয়ালী আর কথা এগোতে চায় না। চা ঠাণ্ডা হয়ে যাচ্ছে দেখেও দেখল না যেন। এতো বিষন্নতা আগেও কি কোনদিন এসেছিল? আর কিছুক্ষণ। মোবাইলে আর ফোন আসছে না। মা পাশে এসে বসে থাকে। মাঝে মধ্যে একটা দুটো কথা, সে না হওয়ার মতোই।

চলবে...

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণক্রিয়েটিভ রাইটিং
কলমওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপক্যানভা, অনুলিপি


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিত গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

1000205505.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 
1000428263.jpg1000428262.jpg1000428261.jpg
1000428260.jpg1000428259.jpg1000428251.jpg
 5 days ago 

বর্তমান পরিস্থিতিতে ভয়ংকর একটি প্রেক্ষাপটের উপর গল্পের ফ্রেম নির্মিত হল। জানিনা খেয়ালির ভবিষ্যৎ কোন দিকে তাকে নিয়ে যাবে। কিন্তু পরিস্থিতি ভালো দিকে যাবে বলে আশা করতে পারিনা। যে মানুষগুলো এই বিপদের শিকার তাদের প্রত্যেকের হয়ে যেন খেয়ালী এই গল্পে প্রক্সি দিল।

 5 days ago 

চেষ্টা করছি। যেভাবে আমরা ভাবি গল্প বা উপন্যাস হল।সময়ের দলিল সেভাবেই লেখার চেষ্টা করছি। জানোই তো গল্প সেইভাবে লিখি না৷ তাও দেখি কি হয়৷

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 83846.58
ETH 1579.31
USDT 1.00
SBD 0.80