টার্গেট ডিসেম্বর সিজন-5 | Power Up 10 Steem
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন ? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন।আজ আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি নিজের শক্তি বৃদ্ধি করার জন্য আসলাম। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধ করা। তাই আমরা যত বেশি শক্তি বাড়াব, আমাদের অ্যাকাউন্টের মান তত বাড়বে। সেজন্য আরও বেশি করে পাওয়ার আপ করার চেষ্টা করব। তাই আমি আজ ১০ steem পাওয়ার আপ করতে যাচ্ছি। যা আমার ভবিষ্যতে খুব কাজে লাগবে। আমি এমন একটি উদ্যোগে অংশ হতে পেরে খুব আনন্দিত। আমার ডিসেম্বরের টার্গেট পূরণ হয়েছে। অর্থাৎ স্বপ্নটা পূরণ হল। দীর্ঘদিন যাবত ১০০০০ স্টিম পাওয়ার করার স্বপ্ন রয়েছে। কয়েকদিন আগে সে স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি। এজন্য আমি খুব আনন্দিত। এখন আমার পরবর্তী টার্গেটে রয়েছে, আমার পরবর্তী টার্গেট ১৫ হাজার Steem Power . আজ আমি পাওয়ার আপ কিভাবে করেছি তা শেয়ার করলাম।
ধাপ ১
পাওয়ার আপ করার জন্য, আমি প্রথমে আমার ওয়ালেট থেকে একটি স্ক্রিনশট নিয়েছিলাম। পূর্বের এসপির স্ক্রিনশট নিলাম।
ধাপ ২
এখানে আমি 10 steem পাওয়ার আপ করছি , তার পরিমাণ বসালাম।
ধাপ ৩
এখানে আমি পাওয়ার আপ করার পর একটা স্ক্রিনশট নিয়েছি।
আমি উপরে আমার পাওয়ার আপের প্রতিটি ধাপ দেখিয়েছি। আমি আশা করি আপনি আপনার সাথে এই পাওয়ার-আপ পদক্ষেপটি ভাগ করে উপভোগ করবেন। এডমিন প্রিয় সুমন ভাইকে ধন্যবাদ খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য এবং কমিউনিটির সকল এডমিন মডারেটরদের ধন্যবাদ।
সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারো ফিরে আসবো।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1911083882511728901?t=MP1d_g_ZpdYD957mA3zf3Q&s=19
https://x.com/Jamal7183151345/status/1911057359947939857?t=XigrsJ-zUA0H1a064h9-8w&s=19
https://x.com/Jamal7183151345/status/1911079934618984499?t=d3_VhppLtxgL-fshvUpEBA&s=19
https://x.com/Jamal7183151345/status/1911080653094780988?t=GvsGjnZO44llBBudusgLBQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1911081497202757643?t=QTw7CYRcBYMbhwZnO2_hWg&s=19
https://x.com/Jamal7183151345/status/1911082027186594211?t=7U6mSwHaVv04gW4X0JmDHQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1911082745243066804?t=FaEWxQ9xwA3YaW_Bb3s-eA&s=19
https://x.com/Jamal7183151345/status/1911083371188433380?t=PPHqpBEpO-Tun6ZI-HPdGw&s=19
আপনি তো দেখতেছি পাওয়ার আপ পোস্ট আমাদের মাঝে শেয়ার করলেন। পাওয়ার আপ ছোট হোক বা বড় করাটাই মূল জিনিস। কারণ পাওয়ার আপ যত বেশি করা যায় ততই নিজের শক্তি বৃদ্ধি করা যায়। আমি মনে করি সকলের উচিত এভাবেই অল্প অল্প করে শক্তি বৃদ্ধি করার। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল এভাবেই এগিয়ে যান।
https://x.com/Jamal7183151345/status/1911084516573147197?t=Y1g_etyLZL8S17Q3Xkw7IQ&s=19