আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
কখনো জীবনের তীব্র কঠিনতা
কখনো বা জটিল গণিতের ভাষা,
সবকিছু একসাথে মিশে একাকার
এ চরম পরিস্থিতির মাঝেই সবটুকু হার।।
লেখক
লেখকের অনুভূতি:
জীবন যুদ্ধে মাঝে মাঝেই আমরা বড্ড বেশি অসহায়,যেখানে সবকিছুই জটিল মনে হয়।আর হারকে মনে হয় সহজ পরিভাষা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
জীবন নামের সেই রেল গাড়িটা,
চলছে যেন বিরতিহীন।
সময়ের সাথে সাথে,
বাড়ছে যেন জীবনের ঋণ।
অচেনা শহর মাঝে মাঝে,
হয়ে যায় আরও অচেনা।
স্বার্থের ওই লীলা খেলায়,
মানুষ কত রূপে করে বাহানা।
0.00 SBD,
3.41 STEEM,
3.41 SP
বাহ চমৎকার লিখেছেন তো আপু।পড়ে ভালোই লাগলো লাইন গুলি।
আপনাদের উৎসাহ পেলে লিখতে ভালো লাগে ভাইয়া।
সুন্দর লিখেছেন আপু।
অনেক ধন্যবাদ আপু।
একেবারে বাস্তব কথাগুলো তুলে ধরেছেন আপু। চমৎকার সব লাইন।
ধন্যবাদ আপু,ভালো লাগলো।
দারুন ছিলো কিন্তু।
এ জীবন হয় অন্য মনের ভাষা
এ জীবন শুধু নতুনের প্রত্যাশা
দিনে দিনে কিছু আশঙ্কা আর ভয়
ফের যদি হয় কোনোমতে পরাজয়।
আলো ফেরাবার ছায়াপথটুকু জানি
যদি বেঁচে যায় সেইটুকু হয়রানি
মেঘপিওনের ছায়া পড়ে মুখে এসে
পরাজয় তবু বরণ করেছি শেষে।
0.00 SBD,
3.38 STEEM,
3.38 SP
দারুণ লিখেছেন দাদা।
আহা।
মেঘপিয়নের ছায়া পড়ে মুখে এসে
পরাজয় তবু বরণ করেছি শেষে...
.
.
দিনের শেষে জয় পরাজয়
থাকবে পড়ে একা
অজস্র সব পায়ের ধুলোয়
যাবে সবই ঢাকা
আসার পথে আলো ছিল
ছিল চোখের জল
যাবার পথেও থাকবে আলো
থাকবে পড়ে ছল।
তবেই বলো, কিসের হার কিসের এতো জিত
সবই মোদের ক্ষণিক কালের চক্রে গাঁথা মিথ।
তাই না?
কখনও সমতলে মিহি চলা,
কখনও মরুর মরিচীকায় খেই হারানো,
কখনও প্রশান্ত মহাসাগরের শান্ত আবহাওয়া,
কখনও উত্তর মহাসাগরের বিক্ষুব্ধ ঢেউ।
জীবন মানেই পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠা,
মুহূর্তেই ঝড়ো হাওয়ায় খেই হারিয়ে পথ ভুলে যাওয়া।
এজন্যই জীবন হচ্ছে জীবন,
কোন শান্ত পথচলা নয়।
0.00 SBD,
3.37 STEEM,
3.37 SP
কখনো সন্ধ্যার নিঃশব্দ আঁধারে
কখনো প্রভাতের রঙিন সুধায়,
দোল খায় মন বিষাদের স্রোতে
স্বপ্নের নীড়ে হারানোর ছায়া।
অচেনা পথের দিশেহারা ক্লান্তি
স্মৃতির পাতায় আঁকে এক ব্যথা,
তবু এ জীবন থেমে তো থাকে না
যুদ্ধের মঞ্চে জ্বলে আশার কথা।
0.00 SBD,
3.37 STEEM,
3.37 SP
জীবন মানেই বোঝাপড়া
আর হারজিতের খেলায়
মাতিয়ে রাখা পাঠ
হতাশা নামলে ভয় আসে
কামড়ে ধরে প্রাণ
যেন নিঝুম রাতের ফেলনা সেই মাঠ
তবু মনে রেখো,
রাতের পরেই সকাল আসে
ফোটে রবির আলো
হেরে গেলেও
মনের জোরে জয়ের আশায়
সন্ধে প্রদীপ জ্বেলো।
0.00 SBD,
3.36 STEEM,
3.36 SP
জীবন এক অপঠিত পরিচ্ছেদ,
যাহাতে ভালো খারাপের নেই ভেদাভেদ।
সময়ের সাথে তাল মিলিয়ে,
জীবন চলছে আপন গতিতে।
ভালো খারাপ দুঃখ কষ্টে
চলছে জীবন অভিরাম ভাবে।
0.00 SBD,
3.33 STEEM,
3.33 SP
বেশ লিখেছেন।
আহা। বড় মধুর লিখেছেন।
চোখের সামনে ধোঁয়াশা ঘনায়,
পথের গায়ে কাঁটার দাগ রয়।
হিসেবের খাতায় ভুল সংখ্যা,
জীবন যেন এক কঠিন ধাঁধা।
সবটুকু হারিয়ে মনে হয় আজ,
হারটাই বুঝি সহজ সাজ।
তবু অন্তরে লুকিয়ে রাখি,
নতুন ভোরের রঙিন ছবি।
বাহ,দারুণ লিখেছেন।
খুব ভালো লিখেছেন আপু।
জটিল এই জীবনটাতে
সহজ বলে কিছু যে নেই
প্রিয় মানুষ অপ্রিয় হয়
এই দুনিয়ায় স্বার্থের কারনে।
মিছে আশা ভালোবাসা
হারিয়ে ফেলে আজ অচেনা
মানুষরুপী মানুষগুলো
শুধু আছে ছলনাতে।
সুন্দর লিখেছেন আপু।
সহস্রবার মরে গিয়েও আমি বেঁচে আছি।
শত কষ্টের মাঝে ও নিজেকে টিকিয়ে রেখেছি।
কষ্টে নিমজ্জিত হয়েও সুখের নেশায় পা বাড়াই।
দুঃখগুলো আপন সঙ্গী করে আপনাতেই হারাই।