আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
বিধাতার কাছে আজও একটাই চাওয়া
এই ভুবনে তোমায় আপন করে পাওয়া।
বাঁচতে চাই দুজন একই সাথে।
মরতেও চাই দুজন হাতে হাত পেতে।
লেখক
লেখকের অনুভূতি:
সত্যিকারের ভালোবাসার চাওয়া এমনই হয়। একে অন্যকে ছাড়া চলতে পারে না। আর ভালোবাসা যদি হারিয়ে যায় তখন সেই জীবনের কোন মূল্য থাকে না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
নিশী রাতের জোছনায় একসাথে হাঁটা,
তোমার হাসির মাঝে খুঁজে পাওয়া কথা।
চাঁদের আলোয় লুকানো স্বপ্নের ঘর,
তোমায় ছুঁয়ে যেন কাটে সব ভোর।
তুমি থাকলে জীবন হয় অম্লান,
ভালোবাসায় মিশে যায় সব ভুলের মান।
শেষ নিঃশ্বাসেও যদি ডাকো সাথী,
চিরকাল তোমারই, সে তো সত্যি।
0.00 SBD,
3.30 STEEM,
3.30 SP
বাহ দারুন দারুন।
বেশ সুন্দর লিখেছেন ভাই।
নিশি জাগে চাঁদ তবু চোখে ঘুম না আসে
তোমার ভালোবাসা স্মৃতি শুধু হৃদয় জুড়ে ভাসে।
স্বপ্নে থাকো তুমি মোর জেগে থেকো পাশে
ভালোবেসে মরে যাই তোমায় ভালোবাসে।
নয়ন বুঝিলেও মোর অন্তর বোঝে না
তোমায় ছাড়া জীবন যে কিছুই সাজে না।
থাকবে পাশে যতোদিন প্রাণে বাঁচি
ভালোবাসায় গাঁথা হোক আমাদের গান আঁচি।
0.00 SBD,
3.29 STEEM,
3.29 SP
চোখে চোখ রেখে স্বপ্ন আঁকবো রাতে,
ভোরবেলা জাগবো ভালোবাসার সাথে।
হাসিমুখে কাটুক প্রতিটি আমাদের দিন,
তোমার স্পর্শে থাকুক হৃদয়ের বিনিময় চিন।
ঝড়ে-বৃষ্টিতে হাত ছাড়বো না কভু,
তোমার পথচলা হোক আমার সব স্বপ্নের ঋতু।
শেষ নিশ্বাস অবধি তোমার নাম জপে,
চলে যাবো দূরে, যদি যাই তবে তোমারই কোলে।
0.00 SBD,
3.28 STEEM,
3.28 SP
প্রতি মুনাজাতে রেখেছি যারে
সেইতো হলো আমার প্রেমের মাধুরী,
এ মনে যতনে রেখেছি যারে
সেতো আমার প্রেম প্রয়সী,সুহাসিনী।
অজস্র চাওয়ার শ্রেষ্ঠ চাওয়া
তোমায় নিজের করে পাওয়া।
তোমায় যতটা ভালোবাসি
মরণ আসলেও সাথে রবো তোমারি।
0.00 SBD,
3.26 STEEM,
3.26 SP
বিধাতার কাছে চাওয়া একটাই,
এই ভুবনে শুধুই তোমায় চাই।
বাঁচি যেন দুজন, পাশাপাশি হেঁটে,
মরি যেন হাতে হাত, নিঃশব্দ থেকে।
0.00 SBD,
3.25 STEEM,
3.25 SP
যাকে মন থেকে হয় চাওয়া,
সেতো হয় বাস্তবে বড়ই অচেনা।
কখনো সে হয় চাঁদ,
আর আমরা তখন বামুন উদ্মাদ।
আশারা সবই জড়ো হয়ে মিষ্টি
দুজনে খুঁজে পেতে চাই ,জীবনের শেষ আত্মতৃপ্তি।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
তোমার হাসিতে ভরে উঠুক আমার প্রভাত,
তোমার চোখেই খুঁজে ফিরি জীবনের সব কথা।
স্মৃতির পাতায় লিখি ভালবাসার গান,
তুমি পাশে থাকলেই পরিপূর্ণ এই জ্ঞান।
আপনার অণু কবিতা বেশ দারুন হয়েছে ভাই।
তোমাকে ভালোবাসলে ফুলেরা ফুটে,
তোমায় ভালবাসলে প্রজাপতি উরে,
তোমার হাতে হাত রাখলে
এ হৃদয়ে আকে আলপনা,
তোমার চোখে চোখ রাখলে
স্বপ্নগুলো বাসা বাঁধে,
তুমি জীবনের প্রেরণা,
তুমিই স্বপ্ন সাধনা।