আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৮
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
জীবনটা কষ্টে নদীতে প্রবহমান,
দুঃখ বয়ে যাচ্ছে অশ্রু ধারায়।
জীবনের মোহনায় বারবার,
মনের অগোচরে সুখের তরী হারায়।
লেখক
লেখকের অনুভূতি:
জীবন হচ্ছে কষ্টের নদীর মতো যেখানে চোখের অশ্রুর স্রোত বয়ে যায়। জীবনযুদ্ধে শত চেষ্টা করে অন্তরে সুখের আশা বুনে। কিন্তু পরিবেশ পরিস্থিতির ব্যবধানে সুখ মুছে যায় মন থেকে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
নিরব সন্ধ্যায় ক্লান্ত হৃদয়,
স্বপ্ন ভেঙে যায় নিঃশব্দ ব্যথায়।
আলো আঁধারের খেলায় প্রতিদিন,
স্মৃতির ছায়া ডুবিয়ে দেয় ব্যথায়।
আশার প্রদীপ নিভে যায় ধীরে,
নতুন ভোরও দেয় না সান্ত্বনা।
তবু জীবন এগিয়ে চলে অবিরাম,
ভাঙা সুরে গায় একাকী ব্যঞ্জনা।
0.00 SBD,
3.48 STEEM,
3.48 SP
দারুণ লিখেছেন ভাইয়া,মিলেছে অনেক।
জীবন অনেক সুখের পরে
দুঃখ বয়ে আনে।
জীবন একা রাত্রি ঘনায়
আমার মুখপানে।
চোখের জলে দিন গেছে সব
রাত ফুরানোর দায়
জীবন শুধু মাপতে গেলে
পিছন ফিরে চায়।
যখন মোরা সুখ বুনেছি
আবার দুঃখ ভুলে
কেউ এসে রোজ হাত পেতেছে
আমার চোখের জলে।
0.00 SBD,
3.47 STEEM,
3.47 SP
জীবন যুদ্ধে যে পরাজিত সৈনিক,
তার আবার কিসের কষ্ট।
অবহেলা যার নিত্য দিনের সঙ্গী,
অপমানে তার কি আসে যায়।
হতাশা যার বেলা অবেলার বন্ধু,
দুঃসংবাদ তার কিইবা করতে পারে।
পিছুটান যদি জীবনে লেগে থাকে,
অর্জনে দেরি হলে তাতে কি আসে যায়।
0.00 SBD,
3.46 STEEM,
3.46 SP
ভাইয়া আপনার প্রতিটি শব্দ হৃদয় ছুয়ে গেলো। প্রতিটি লাইন অন্তর গভীরে আঘাত করেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া 🙏💞💙💗💜।
💞💞💞
বাহ চমৎকার লিখেছেন তো ভাই। মনের পুরো আবেগ মিশিয়ে দিয়েছেন।
ধন্যবাদ ভাই,💞
জীবন হলো এক প্রবাহমান তরী
যেখানে দুঃখ কষ্ট রয়েছে সারি সারি।
জীবন নামক কঠিন অধ্যায়ে
হারিয়ে যাই আমি মরীচিকার শহরে।
তবুও চেষ্টা চালাচ্ছি সফল হতে
একদিন সফল হবোই আমি, এ জীবনে।
0.00 SBD,
3.44 STEEM,
3.44 SP
লাইনগুলো প্রতিটি ছিল অসাধারণ।
কষ্টের সাগরে জীবনটা দোদুল্যমান,
চোখে অগভীর আর ধূসর বালুকনা।
পথের বাঁকে মনটা থমকে দাঁড়ায়,
জীবনের ছোট্ট প্রদীপ এক চরম সীমানায়।
0.00 SBD,
3.43 STEEM,
3.43 SP
আরে বাহ দারুন লিখেছেন তো আপু। লাইনগুলি পড়ে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া।
জীবনের মানে খুঁজেছি বারংবার,
পাইনি কোনো সুষ্ঠ মানে তার,
জীবন যখন যেখানে যেমন,
মানিয়ে নিয়ে চলতে হয় আজীবন
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
নদীর মতো জীবন চলে,
দুঃখ ঢেউয়ে স্রোত জলে।
হারায় তরী, ভাঙে কূল,
তবু খুঁজি সুখের মূল।
আকাশ ঢাকা মেঘের ছায়া,
আলো আসে নিপুণ মায়া।
দুঃখ যতই আসুক ফিরে,
স্বপ্ন জাগে নতুন করে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
বেদনায় ভাসে জীবন তরী,
স্বপ্ন ডুবে অশ্রুর ডরি।
আলো আসে, হারায় পথ,
সুখের ছোঁয়া মিথ্যে রথ।
কষ্টগুলো সব ভীড় করে মনে
পাই না সুখ যেনো আমি কোন কাজে
ভুলে যেতে চাইলে ও না যায় ভোলা
বুক জুড়ে হাহাকার পরে আছি একা।
হ্যা আপু,ভুলতে চাইলেও ভোলা যায় না।