"আমার বাংলা ব্লগে"ভেরিফিকেশন পোস্ট abb-level01|| 10% beneficiary for @shy-fox
#abb-level01 এর জন্য ভেরিফিকেশন পোস্ট।
https://w3w.co/trades.dumplings.bombshell
বিষয়: নিউকামার দের জন্য @abbschool এর উদ্যোগে প্রথম ক্লাস থেকে যা যা শিখলাম।এবং আমার ভেরিফিকেশন এর জন্য আরেকটি পোস্ট।(যদিও আমার আগমন ঘটেছিল ০৭-১০-২০২১ এ এবং ওই ছবিটিয় দিলাম)l
🥀আসসালামু আলাইকুম🥀
আমার বাংলা ব্লগের সকল মেম্বারদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও একরাশ ভালোবাসা।আজকে আমি নিজেই নিজেকে নিয়ে গর্ববোধ করি কারণ আমিও একজন এই কমিউনিটির সদস্য।এটা ভেবে আমার ভালো লাগে যে আমি আমার সকল চিন্তাধারা সৃজনশীলতা আমার মায়ের ভাষায় প্রকাশ করার জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি।এজন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি @amarbanglablog ও @rme দাদা এবং এর পিছনে নিজেকে নিয়োজিত করা সকল এডমিন মডারেটর ভাই দের।যাদের অক্লান্ত পরিশ্রম এ আজকের এই বাংলা ব্লগ কমিউনিটি আমাদেরকে এত বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে।
নতুন দের সঠিক গাইডলাইন দেওয়ার জন্যে @abb-school থেকে একটি ক্লাস নেওয়া হয় ০৩-১১-২০২১ তারিখ এ ।এবং ক্লাসে 42 জন উপস্থিত ছিল এমনকি অন্যান্য এডমিন মডারেটর রাও ছিলো।এবং ক্লাসটি করে আমি আরেকবার ভেরিফিকেশন পোস্ট করতে হবে বলে মনে করছি এবং ক্লাস করে কি শিখলাম সেগুলোও আপনাদের সাথে তুলে ধরলাম।
আমার সম্পর্কে কিছু কথা:
https://w3w.co/trades.dumplings.bombshell
আমি এর আগেও একবার আমার পরিচয় পর্ব দিয়েছি এবার শুধু আমার পরিচয় টা দিচ্ছি।
আমি পেশায় একজন ছাত্র।করগরি শিক্ষা বোর্ড এর অধীনে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ পাওয়ার টেকনোলজি নিয়ে চার বছর এর ইঞ্জিনিয়ারিং কোর্স করছি।আমার হোমটাউন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা,ডাকঘর:রাধানগর। আমি সম্পূর্ণ স্বাধীন চেতনায় বিশ্বাসী।সবসময় নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করতে পছন্দ করি।আর ব্যর্থতা কে একটু বেশিই ভালোবাসি কারণ আমি জানি ব্যর্থতাই সফলতার মূল মন্ত্র।আমি সবসময় নতুনত্ব খোঁজার চেষ্টা করি এবং লেখালেখি করতে পছন্দ করি।আর সেটা যদি হয় বাংলায় তাহলে তো কথাই নেই।আমার সবচেয়ে পছন্দের কাজ গুলোর মধ্যে হচ্ছে ঘুরোঘুরি,আঁকা আকি,ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে নতুন কিছু তৈরি করা,কবিতা লেখা ও গল্পঃ পড়া।আর আমি বিশ্বাস করি আমি আমার এই সকল প্রতিভাকে কাজে লাগিয়ে সৃজনশীল চিন্তাধারার মাধ্যমে আমার বাংলা ব্লগ কে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আপনাদের সাথে দীর্ঘ পথ একসাথে পাড়ি দিব।
কমিউনিটিতে আমার অবস্থান:
https://w3w.co/destiny.shredding.punch
আমি এই কমিউনিটির একজন নতুন সদ্য সদস্য বলা চলে।তবে নিজের সাথে যুদ্ধ করে চলেছি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য।এইতো সেদিন ৭-১০-২০২১ এই প্লাটফর্মে আমার আগমন ঘটে এই ধরেন মোট ২৮ দিন আমার বয়স এই কমিউনিটিতে।আর তখন থেকেই পথ চলা শুরু।এবং এই প্লাটফর্মে আমার বন্ধু @sagor1233 তার হাত ধরেই আসা।এখন পর্যন্ত তার গাইডলাইন এই চলছি।এতদিনের পথ চলায় প্রত্যেক টা ধাপে সে খুব ভালো ভাবেই সাহায্য করেছে যেটা আমি কখনোই উপেক্ষা করতে পারবো না।তবে আরেকজনের কথা না বলেই নয় তিনি হচ্ছে @ebrahim2021 এই দুইজনের পরিশ্রম আমার এতদিনের পথ চলার সঙ্গী।তবে দাদার উদ্যোগে নতুন দের কে গড়ে তোলার উদ্দেশ্যে @abbschool থেকে যে ক্লাস এর উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।আমার মত যারা নতুন বিশেষ করে তাদের ক্ষেত্রে।এবং এই ক্লাস শুরু হয় ০৩-১১-২০২১ নভেম্বর রোজ মঙ্গলবার থেকে।এবং ওই দিনই ছিলো প্রথম ক্লাস।এবং সেদিন ক্লাস এ আমাদের সাথে প্রফেসর হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় @shuvo35 ভাই।ভাই এর একটি ব্যাপার আমার খুব দারুন লাগে সেটা হলো উনি দারুণভাবে উপস্থাপন করেন।প্রথম ক্লাস টাও তিনি খুব দারুন ভাবে নিয়েছিলেন এবং আমাদের অনেক কিছুই বুঝিয়েছেন।তো আমি আজকে সেই বিষয়গুলোই উপস্থাপন করবো যেগুলো তিনি আমাদের বুঝিয়েছেন এবং আমি যা বুঝেছি।
প্রথম ক্লাস এ আমাদের যা যা শিখানো হয়
যা যা শিখানো হয় আমাদের ও আমরা যা যা শিখলাম ।
১.অ্যবুসিং
২.স্পামিং
৩.কপিরাইট
৪.ইনফ্রিংগমেন্ট
৫.প্লাগীরিসম
এগুলা সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা দিয়েছে।এবং কি কি শিখেছি নিচে আপনাদের সাথে শেয়ার করলাম।
১.অ্যবুসিং:
অ্যবুসিং অর্থাৎ অপব্যাবহার করা।তিনি এই জিনিস টি খুব সুন্দর ভাবে আমাদের বুঝিয়েছেন তিনি আমাদেরকে বলছেন কমিউনিটিতে কখনোই খারাপ আচরণ করা যাবে না।হোক সে সিনিয়র কিংবা জুনিয়র সবার সাথে সদাচরণ করতে হবে।করো সাথে খারাপ গালি গালাজ কিংবা অশ্রাব্য ভাষায় কিছু বলা যাবে না।সব সময় শালীনতা ও ভদ্রতা বজায় রাখতে হবে।করো সাথে অন্যায় ব্যাবহার কিংবা প্রতারণা করা যাবে না।"এবং যে বিষয়টি বেশি গুরুত্বের সাথে বলেন সেটি হচ্ছে কমিউনিটিতে কোনো প্রকার অসদ উপায় অবলম্বন করা যাবে না"।এবং যদি কেউ এই সব আইন ভঙ্গ করে তবে তাকে আইন অনুযায়ী যথাযথ শাস্তি প্রদান করা হবে।
২.স্প্যামিং:
স্পামিং বলতে শুভ স্যার আমাদেরকে যা বুঝান তা হচ্ছে কপি পেস্ট করা যাবেনা।তিনি আরো ভালো ভাবে বলেন একই জিনিস একাধিকবার পোস্ট করা যাবে না।কোনো লেখা একবার পোস্ট করা হয় গেলে সেটা দ্বিতীয়বার আর করা যাবে না।এমনকি তিনি আরো বলেন কেউ যদি শর্ট কমেন্ট করে যেমন(খুব ভালো,সুন্দর হয়েছে) এরূপ টাইপ কমেন্ট সব জায়গায় করে বেড়ায় সেটিও স্প্যামিং এর আওতায় পড়বে।
৩.কপিরাইট:
কপিরাইট এই বিষয় তা সম্পর্কে শুভ ভাই প্রথমেই যা বলেন সেটি হচ্ছে,"আমার বাংলা ব্লগ" এমন একটি প্লাটফর্ম যেখানে কেবল নিজ এর সৃজনশীলতা আর মৌলিক সত্তাকে প্রাধান্য দেওয়া হয়।তাই এখানে করো তৈরি করা বা লেখা কোনো কিছু দেওয়া যাবে না।যা দিতে হবে তা সম্পূর্ণ যেনো নিজের তৈরি হয়।আর কেউ যদি কোন ছবি দিতে চান সে উপায় ও আমাদের প্রফেসর সুন্দর ভাবে বাতলে দেন।কিছু ফ্রি ওয়েবসাইট এর নাম বলে দেন।যেগুলোতে কোনো কপিরাইট নেই।তবে তিনি আরো বলেন অন্যের ছবির থেকে নিজের তোলা ছবি বেশিই গুরুত্ব দেওয়া হয়।
৪.ইনফ্রিংগমেন্ট:
আসলে ইনফ্রিংগমেন্ট মানে হচ্ছে সীমানা লঙ্ঘন করা। এ বিষয়ে প্রফেসর আমাদের খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন।তিনি বলেছেন কেউ সীমানা লঙ্ঘন করবেন না।এমন কিছু পোষ্ট করবেন না যেটা দেখে কেউ ভয় পায়।কিংবা কমিউনিটির যা নিয়ম আছে তার বাইরে গিয়ে কোনো ধরনের পোস্ট করা যাবে না।
৫.প্লাগীরিসম:
এরপর সর্বশেষে প্লাগীরিসম সম্পর্কে বুঝান।তিনি বলেন প্লাগিরিসম অর্থাৎ চুরি।অর্থাৎ কেউ যদি করো পোস্ট চুরি করে নিজের নামে চালিয়ে দেয়।এবং তিনি ভালো ভাবে বুঝিয়ে দিয়ে প্লাগীরীসম করতে না করেন।কারণ কমিউনিটিতে চুরি করা পোস্ট সম্পূর্ণ নিষিদ্ধ।
এরপর শুভ ভাই আমাদের আরো কিছু পরামর্শ দেন যেমন নিজের পরিচিতি বাড়ানোর জন্য ডিস্কোর্ড এ একটিভ থাকতে হবে এবং সবার পোস্ট ভালো ভাবে পড়ে সুন্দর কমেন্ট করতে হবে।।যারা ভেরিফাইড মেম্বার যাদের পোস্ট কোয়ালিটি ভালো, তাদের পোস্ট অনুসরণ করতে হবে।এবং নিজের পোস্ট কোয়ালিটি ও ভালো করতে হবে।
এরপর আমাদের প্রফেসর সবাইকে জিজ্ঞেস করেন কারো বুঝতে কোনো অসুবিধা আছে নাকি।এবং যাদের সমস্যা ছিল তারা প্রফেসর এর সঙ্গে কথা বলে এবং উনি বিষয়টি আবার ওদেরকে বুঝিয়ে দেন।আর এক ঘন্টা ক্লাসশেষে ক্লাস সেদিনের মত মুলতবি ঘোষণা হয়।
@abb-school এমন একটা স্কুল যেখান থেকে নতুন অথবা পুরাতন সবারই অনেক শিখার কিছু রয়েছে এটা অন্য কোনো কমিউনিটি কখুনো করেন নাই।একমাত্র আমার বাংলা ব্লগই করে দেখিয়েছে। আপনার জন্য শুভ কামনা আগিয়ে যাক আমার বাংলা ব্লগ জয় হোক বাংলা ভাষার।
আসলেই আমার বাংলা ব্লগ সম্পূর্ণ ব্যাতিক্রম ধর্মী একটি কমিউনিটি।খুব সুন্দর কমেন্ট করেছেন আপনি।এজন্য বিশেষ ধন্যবাদ আপনাকে।
abb-level01 ট্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক এই পোস্টে। না হলে আপনার ভেরিফিকেশন হবে না।
ভাই এটা তো জানতাম না। পরে জেনে ঠিক করে দিয়েছি।এখন কি কোনো সমস্যা হবে?
কোথায় ঠিক করেছেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না।
ভাইয়া দয়া করে এবার একটু দেখেন তো ঠিক আছে কিনা।সবার উপরে #abb-level01 ট্যাগ দিয়েছি।তখন আমি টাইটেল এ দিয়েছিলাম এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।😢🙏
ভাইয়া আপনি #abb-level01 ট্যাগটা সবার প্রথমে দিতে হবে।তাহলে খুঁজে পাবে।
ধন্যবাদ আপু🥰
শুভেচ্ছা রইল আপনার জন্য। উপস্থাপনা ভালো ছিল ।
দোয়া রাখবেন ভাই।যেনো সততা ও নিষ্ঠার সাথে চলতে পারি।আপনার জন্যেও ভালোবাসা রইলো।খুব সুন্দর করে উপস্থাপন করেন আপনি আর আপনার বোঝানোর ক্ষমতা টাও অসাধারণ।❤️
তোমাকে স্বাগতম আমার বাংলা ব্লগ কমিউনিটি তে। এই কয়েকদিনে তুমি অনেক কিছু শিখতে পেরেছ। অনেক মার্কডাউনের কাজ শিখে ফেলেছো। এখন এসব সম্পর্কে জানতেছো। আশা করি সব কিছু ভালোভাবেই বুঝতে পারবে। তোমার জন্য শুভকামনা রইলো।
#abb-level01 প্রথম ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে। এডিট করে দিন।
ভাইয়া সবার উপরেই
এই লেখাটি সহ # ট্যাগ উল্লেখ করেছি।এমনকি টাইটেল এও দেওয়া আছে আরো কত উপরে ব্যাবহার করবো বুঝতে পারতেছি না। বুঝতেই পারতেছি না সমস্যা টা কোথায় আমার?😓লেখার প্রথমে নয় ভাই, যেখানে ট্যাগ গুলো লিখেছেন তার প্রথমে।