#abb-level01-এর জন্যে ভেরিফিকেশন পোস্ট। ১০% shy-fox

#abb-level01 এর জন্য ভেরিফিকেশন পোস্ট।

হেলো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আমার বাংলা ব্লগ এ লেভেল ১ এর জন্যে ভেরিফিকেশন পোস্ট করতে যাচ্ছি। আমাকে যে ভাইয়াটি আমার বাংলা ব্লগ এর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল তার নাম শুভ। আইডি- shuvo2030। আমি যেদিন নতুন এই কমিউনিটিতে জয়েন করেছিলাম সেইদিন আমি আপনাদের সামনে আমার পরিচয় তুলে ধরেছিলাম। এখন আমি মঙ্গোলবার এর এব স্কুলের যে ক্লাসটি করে যাকিছু শিখতে পেরেছি সে সম্পর্কে বলবো। সেই দিন ক্লাস করে যা যা শিখলাম :

১.কপিরাইট: কপিরাইট হলো অন্যের লেখা কোন কিছু হুবহু কপি করা বা সামান্য পরিবর্তন করে কপি করা হলে তাকে কপিরাইট বলে। যা আমার বাংলা ব্লগ এ কোন ভাবেই গ্রহণ যোগ্য নয়। এখানে সম্পুর্ন নিজের কাজ তুলে ধরতে হবে।

২.স্পামিং: একটি লেখা একাধিক বার পোস্ট করা হলে তা স্পামিং এর ভেতর পড়ে। তাছাড়াও একাধিক বার একই মন্তব্য যেমন : খুব সুন্দর, অসাধারণ এই ধরনের মন্তব্য একাধিক বার করলেও তা স্পামিংএর ভেতর পড়ে। এ ধরনের ভুল গুলো যাতে আমরা না করি এ সম্পর্কে তিনি আমাদের সচেতন করে দিলেন।

৩. প্লেজিয়ারিজম: অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানোকে প্লেজিয়ারিজম বলে। এ ধরনের পোস্ট কনোভাবেই গ্রহণযোগ্য নয়।

৪.এন এস এফ ডাব্লিউ ট্যাগ: আমরা অনেক সময় এমন কিছু পোস্ট করি যা আর এক জনের জন্য অপ্রীতিকর হই। যেমন কোন পোস্ট এর ভেতর রক্তের কোন ছবি থাকলে তা অনেকেই দেখতে চান না। তাই এই ধরনের পোস্ট এর জন্য এন এস এফ ডাব্লিউ ট্যাগটি ব্যবহার করতে হবে।

৫. অ্যাবিউসিং: নিজের কোন পোস্ট এর মাধ্যমে কাওকে ছোট করা। খারাপ আচরণ করা, গালি দেওয়া, অসম্মান করা হলে তাকে অ্যাবিউসিং বলে।

এছাড়াও আমরা কিভাবে গ্রুপ এর নিয়ম মেনে চলব তা নিয়েও তিনি দিকনির্দেশনা দিলেন।

সব মিলিয়ে ক্লাসটি করতে পেরে আমার খুব ভালো লাগছে। চেস্টা করব প্রতিদিন ক্লাসটা করার জন্য।

আমার পরিচয়, পছন্দ, অপছন্দ :

এখানে আমি আমার পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমার নাম ফারহানা তন্নি
CollageMaker_20211105_121828286.jpg
আমার বয়স ২০ বছর। আমার পরিবারের সদস্য ৪জন। আমি আমার বাবা-মার বড় মেয়ে। আমার একজন ভাই আছে। তাকে আমি সবচেয়ে বেশি ভালবাসি। আমার সপ্ন একজন ফ্যাশান ডিজাইনার হব। আমি কাপড় এ সেলাই, বাটিক, প্রিন্ট করতে পছন্দ করি। বেক্তিগত ভাবে আদর্শ এবং সাহায্যকারী মানুষ দের খুবই পছন্দ করি।

আমার বাসা নড়াইল এ। আমি ঢাকার আজিম্পুর এ থাকি। আমি ইডেন কলেজ এ পড়ি। মানুষ হিসেবে আমি নিজেকে একজন সৎ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। নামাজী আর সৎ মানুষ দের প্রতি আমি অল্পতেই মুগ্ধ হই। দায়িত্বশীল মানুষদের আমি খুব পছন্দ করি। নিজেকে সেভাবেই গড়ে তুলতে চাই।
আমার প্রিয় দেশ কলকাতা। জিবনে একবার হলেও আমি ওই দেশ ভ্রমণ করতে চাই। জানিনা ছোট থেকেই ওইদেশ এর উপর আমার এতো আগ্রহ।
প্রিয় মৌসুম বর্ষাকাল। প্রিয় রঙ গোলাপি। প্রিয় ফুল রজনিগন্ধা।
আমার প্রিয় খেলা ক্রিকেট। খেলয়াড় হিসাবে মাশরাফি কেই বেশি পছন্দ করি। ঘরোয়া খেলার ভেতর লুডু খেলতে খুব ভাল লাগে। এছাড়াও কেরাম র দাবা খেলা প্রায়ই খেলে থাকি। আমার ভাই এর সাথে।
আমার প্রিয় খাবার পান্তা-ইলিশ। গ্রাম বাংলার এই খাবারটি সত্যিই অসাধারণ। বর্ষার দিন এ খিচুড়ি খেতেও খুবই ভালো লাগে। রান্না করতে ভালবাসি। প্রায় প্রতিদিন ই কিছু না কিছু রান্না করে আম্মুকে কাজে সাহায্য করি।

বাংলা ভাষা ও ইংরেজি ভাষা ছাড়াও আমি হিন্দি ভাষা পারি। বাংলা ভাষার পারে হিন্দি ভাষা আমার খুবই ভালো লাগে।
আমি পড়ালেখা করতে পছন্দ করি। ঘুরতে যেতে ও খুবই পছন্দ করি। যে কোন কাজে হাল ছেড়ে দেওয়া আমি একদমই পছন্দ করি না। আমি মনে করি যে কোন কাজে একবার শুরু করলে সফলতা না আসা পর্যন্ত ওই কাজ করে যাওয়া উচিত।আমি মনে করি জীবনে দু:খ আসা একটা সাধারণ বিষয়। জীবনে দু:খ আসবেই। কিন্তু থেমে গেলে চলবে না। কারণ এটা জীবনেরই একটা অংশ। ২০ বছর বয়সে অনেক সমস্যার সম্মুখীন হতে হইয়েছে। তবুও থেমে যাই নি। যতবার দু:খ পেয়েছি ততবারই ওই দু:খ কে নিজের মনের শক্তিতে পরিনত করে নতুন করে ঘুরে দাড়িয়েছি। এটাই আমার কাছে জীবন।

CollageMaker_20211105_014531146.jpg

ধন্যবাদ আপনাদেরকে এতটা সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য। আমার বাংলা ব্লগ এ কাজ করছি। এখানে কাজ করতে আমার খুব ভাল লাগে। এই গ্রুপের সকলেই খুব আন্তরিক৷ আপনাদের সবার শুভকামনা ও সাপোর্ট আশা করি। তাহলে অনেকদূর যাওয়ার পথটা সুগম হবে ইনশাআল্লাহ।
ফারহানা তন্নি।
Sort:  
 3 years ago 

স্বাগতম জানায় আমার বাংলা ব্লগ কমিউনিটি তে এটা আসলে কোনো কমিউনিটি না এটা আমাদের পরিবার এখানে আমরা সবাই সবার আত্তিয় আপনার জন্য শুভ কামনা সকল নিয়ম কানুন মেনে নিয়মিত কাজ করুন সফলতা আসবেই।ইনশাল্লাহ।

জি আপনি একদম ঠিক বলেছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবার। এই জন্যই এখানে কাজ করতে আমার খুব ভাল লাগে। আমি চেস্টা করব ভালো করে কাজ করার। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম।আশাকরি বাংলা ব্লগ কমিউনিটির রুলস্ ফলো করে কাজ করবেন।আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।
শুভকামনা রইলো আপনার জন্য।

জি ভাইয়া রুলস্ ফলো করে কাজ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপু আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম জানাচ্ছি।

আশা করি সকল নিয়ম কানুন মেনে আমাদের সাথেই চলবেন। আর হ্যাঁ আপনার যে ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা এটা খুব ভালো একটা ইচ্ছা কারণ একজন ফ্যাশন ডিজাইনারের খুব মূল্য বাংলাদেশ।

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

প্রথমে আমি জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ। আপনার পরিচিত পর্ব পড়ে খুব ভালো লাগলো এবং আপনার ভাললাগা আপনার চিন্তাধারা অসাধারণ। আমার বিশ্বাস আপনি আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে সঠিকভাবে কাজ করে যান দেখবেন ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার মুল্যবান মতামত প্রকাশ করে আমাকে আরও বেশি আগ্রহী করে তোলার জন্য ধন্যবাদ। আপনাদের এই উৎসাহ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।

 3 years ago 

আপনাকে স্বাগতম।আপনার সম্পর্কে জেনে ভালো লাগলো।আপনার জন্য শুভকামনা রইলো আপু।

ধন্যবাদ আপু আপনাকে।

আশা করি আপনি কমিউনিটির সমস্ত নিয়মকানুন মেনে চলবেন ।আমার বাংলা ব্লগ কমিউনিটি তে সফল হতে হলে আপনাকে অবশ্যই কমিউনিটিতে পিন করা পোস্ট গুলো পড়তে হবে। পরবর্তী ধাপের জন্য আপনার জন্য শুভকামনা রইল।

জি অবশ্যই ভাইয়া। আমি অবশ্যই পিন করা পোস্টগুলো খুব ভাল করে পরব। এবং নিয়ম কানুন মেনে চলতে আন্তরিক ভাবে চেস্টা করব। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.032
BTC 84726.09
ETH 2227.86
USDT 1.00
SBD 0.67