আমার পরিচয় পর্ব (আমার বাংলা ব্লগ)

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। স্টিমিটে আজকে আমার নতুন কাজ শুরু করা। নতুন হিসেবে প্রথমে আমি আপনাদের সামনে আমার পরিচিতি পোস্ট করতে যাচ্ছি। নতুন হিসেবে আমার পোষ্টের ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

IMG_20220110_233635_410.jpg

আমার পরিচয়:

আমি জারিন ফারজানা জিনি। আমরা এক ভাই এক বোন। আমি ছোট; আমার বড় ভাই একজন বিজনেসম্যান। আমি ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমাদের দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। আমার বাবা একজন সেনাবাহিনীর অফিসার। আমার বাবা মাঝিরা ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছেন। বাবার চাকরির কারণে গ্রামের বাসা সিরাজগঞ্জ হলেও বর্তমানে আমরা পরিবারসহ বগুড়া ক্যান্টনমেন্টে অবস্থান করছি। আমি আমার পরিবারের লোকজনদের অনেক ভালোবাসি। আর আমিও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজে বিজ্ঞান বিভাগে অধ্যায়ন করছি। দেশের বিভিন্ন স্থানে বাবার বদলি হওয়ার কারণে বিভিন্ন ক্যান্টনমেন্ট স্কুলে ছোটবেলা থেকেই পড়াশোনা করেছি।

Snapchat-452412002.jpg

আমার পছন্দ এবং ভালোলাগা:

আমি ছোটবেলা থেকেই ঘোরাঘুরি করতে পছন্দ করি। আমি আমার বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছি। বাবা-মার সঙ্গে ঘুরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। এছাড়াও অবসর সময়ে গল্পের বই পড়তেও আমার ভালো লাগে।

IMG_20220105_195751_373.jpg

আমি যেভাবে স্টিমিট এর খোঁজ পেলাম?

আমার মামা মোঃ রবিউল ইসলাম। তার বাড়ি ঢাকা জেলায়। মামার মাধ্যমেই মূলত স্টিমিট এর খোঁজ পেয়েছি। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তার স্টিমিট আইডির নাম @rabiul365.

আজ আর নয়।নতুন হিসেবে এই ছিল আমার প্রথম পরিচিত পোস্টটি। আশা করি সবার ভালো লাগবে।

Sort:  
 3 years ago 

@rabiul365 আপনি কি উনাকে রেফার করেছেন???
রেফার করে থাকলে মন্তব্য করে নিশ্চিত করুন।

 3 years ago 

জী আপু ও আমার ভাগ্নি হয়।আমি ওরে স্টিমিট সম্পর্কে ধারণা দিয়েছি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Loading...
 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে সাদরে আমন্ত্রণ। আপনার সাথে পরিচিত হতে পারে আমার অনেক ভালো লাগলো। তবে আপনার পোষ্টে আরো কিছু তথ্য সংযোজন করলে ভালো হতো। আমাদের সাথে ডিস্কোর্ডে সংযুক্ত হতে পারেন!

https://discord.gg/vEX24r3s6k

আর আশা করছি সকল নিয়ম কানুন মেনে আমাদের সাথে প্রতিনিয়ত থাকবেন। ধন্যবাদ

 3 years ago (edited)

@sagor1233 আপনারা গাইডলাইন দিবেন ঠিক আছে। ভুল দেখলে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা ডিসকর্ড লিংক দেওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো discord লিংক দেবেন না। কারণ discord লিংক দেওয়ার একটা নিয়ম আছে। ধন্যবাদ।

ধন্যবাদ জানাই

আপনাকেও ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আমার পরিচয়পর্বে আপনার লিখার মাধ্যমে আপনার সম্পর্কে জানতে পেরেছি। আশা করি সব নিয়ম কানুন মেনে আমাদের সাথেই থাকবে।ধন্যবাদ আপনাকে,এবং আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ আপু।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম । আপনি অনেক সুন্দর ভাবে আপনার পরিচয় উপস্থাপনা করেছেন । ভালো লাগল আপনার পরিচয় যেনে । আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সব নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করবেন ।

ধন্যবাদ আপনাকে ‌‌আপনার প্রতি শুভকামনা রইল ।

আপনাকেও ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে নিজের পরিচয়টা উপস্থাপন করেছেন।ঘুরাঘুরি, বই পড়া আমারও পছন্দের।আশা করছি,নিয়ম-কানুন মেনে কাজ করবেন।শুভকামনা ও শুভেচ্ছা আপনার জন্য।

ধন্যবাদ

 3 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম আপু। আশা করি সব নিয়মকানুন মেনে ধারাবাহিকতা রক্ষা করে আমার বাংলা ব্লগ এ কাজ করে যাবেন। আমার জন্য অনেক শুভকামনা রইলো।🖤

ধন্যবাদ

 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

ধন্যবাদ

Loading...
 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনার সম্পর্কে জেনে ভালো লাগল। আমার বাংলা ব্লগ এর নিয়মকানুন গুলো মেনে চলবেন। আমার বাংলা ব্লগ এর ডিসকোর্ড সার্ভারে যুক্ত হন। আপনার জন্য শুভকামনা। আমাদের সাথেই থাকুন। আপনার জন্য শুভকামনা।।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96459.90
ETH 2752.56
SBD 0.67