এবিবি ফান প্রশ্ন- ৫২২ | হতাশাগ্রস্ত মানুষকে কে কিভাবে সান্ত্বনা দেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
হতাশাগ্রস্ত মানুষকে কে কিভাবে সান্ত্বনা দেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের পরামর্শ জানতে ইচ্ছুক।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হতাশাগ্রস্ত মানুষের পিঠ চাপড়ে বলতে হবে,,সব ঠিক হয়ে যাবে বন্ধু।আমি আছি তো--।।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
হতাশাগ্রস্ত মানুষের পাশে কেউ এসে দাঁড়ালে তার কাছে কিছুটা হালকা লাগবে।
ঠিক বলেছেন।
এমন বন্ধুই নাই দিদি
এটা পাওয়া কঠিন ভাইয়া।
আল্লাহ যা করেন, মানুষের ভালোর জন্যই করেন। এর চেয়ে বড় সান্ত্বনা পৃথিবীতে মনে হয় আর নেই 😂😂।
আমি তো এ পর্যন্ত যাদের কে দেখেছি হতাশায় ভুগছে , অনেক দোয়া করি আর বলি সুরা ইয়াসিন তেলাওয়াত করতে , দরুদে ঈবরাহীম আমল করতে , নামাজ পড়তে, আবার তাদের জন্য আমি মজার রান্না করে খেতে দিই আর সামর্থ্য মতো কিছু একটা হাদীয়া দিতে চেষ্টা করি।
সান্তনা পেলাম ভাই 🙂
কষ্টের পরেই সুখ আসে, ভেঙে পড়ো না খুব দ্রুতই সফলতা আর সুখের আভাস পাবে। নিজেকে শক্ত করো জীবন সংগ্রামে নেমে পড়ো সৃষ্টিকর্তা তোমাকে সফলতা দান করবেন।
আর এই জন্য হতাশ হওয়া উচিত নয়।
হতাশাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দেওয়ার বেস্ট টেকনিক তার সামনে গিয়ে বলো, ‘ভাই, তোর দুঃখ আমি এক মাসের কিস্তিতে কিনে নিতে রাজি!’ যদি তাতেও না হাসে, তাহলে বলো, ‘দেখ, দুঃখ করলে তোর ইন্টারনেট স্পিড বাড়বে না, বরং চার্জ শেষ হবে!’ জীবন হালকা নে, ব্রো ।🤭😂😂
বেশি প্যারা নেওয়া ঠিক না। সব সময় চিলের মধ্যেই থাকা দরকার 😂🤠।
জীবন হালকা নেয়ার সুযোগ নেই 🙂
ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে।এই ইনশা আল্লাহর মধ্যে রয়েছে সফলতার অনেক কিছু।❤️
এটা কিন্তু খুব ভালো বলেছেন।
একদম ঠিক বলেছেন আপু 💜
হতাশাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দেওয়ার একটাই টিপস তার মত হতাশাগ্রস্থ হয়ে গিয়ে অভিনয় করা। এবং সেই হতাশাগ্রস্থের মধ্যেই তাকে বোঝানো হাহাহা।🤩
কাটা দিয়ে কাটা তোলার বিষয়টা যেমন ওরকমই 😃😁।
সেই মানুষটা যদি বিবাহিত হয়, তাহলে তাকে আরো কিছু বিয়ে দেওয়ার কথা বলে সান্ত্বনা দিব😂🥳। আর যদি বিবাহিত না হয় তাহলে তো আরো ভালো🤠। তাহলে অনেকগুলো গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড জোগাড় করে দেওয়ার কথা বলে সান্ত্বনা দিব। আর এটা বলবো, প্যারা নাই চিল 🤣🤓।
আমি নিজে হতাশাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দেওয়ার সময় প্রথমে বলি, "ভাই, তোমার চেয়ে বেশি সমস্যায় আমি আছি!" 🤣 তারপর তার সমস্যা শুনে বলি, "এটা কোনো সমস্যা হলো? আমার জীবনের কাহিনি শুনলে তুমি নিজেই আমাকে সান্ত্বনা দিতে আসবা!" 😆
বাহ বেশ দারুন বলেছেন ভাই। কারণ সান্তনা মূলক কথা বললে তার হতাশা টা একটু কমে যায়।
কেউ যদি হতাশার মধ্যে থাকে আমি বলব জীবন যদি জটিল মনে হয় মনে রাখবেন নুডলসও জট পাকিয়ে থাকে তবু সবাই মজা করে খায়।
যদিও আমি নিজেও বেশিরভাগ সময় হতাশার মধ্যেই থাকি😂😂
হতাশাগ্রস্ত মানুষকে কে কিভাবে সান্ত্বনা দেন?
যত বিপদ দুঃখ কষ্ট হতাশা আসুক না কেন
সৃষ্টিকর্তা যা করে সব সময় মঙ্গলের জন্য
করে। তাইতো তার কাছেই সব সময় প্রার্থনা
করে সবকিছু চাইতে হয়।আর এটাই সবথেকে বড় সান্তনা।